মহম্মদ শামি আর বিশ্বকাপ খেলতে পারবেন না কোনওদিন? বিসিসিআই দিল বড় আপডেট

গোটা আইপিএল থেকে বাদ মহম্মদ শামি। সে খবর আগেই পাওয়া গিয়েছিল। বিসিসিআই-এর এক কর্তা ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ আইপিএলে একটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। এমনকী টি২০ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা তাঁর কম।
গোটা আইপিএল থেকে বাদ মহম্মদ শামি। সে খবর আগেই পাওয়া গিয়েছিল। বিসিসিআই-এর এক কর্তা ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ আইপিএলে একটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। এমনকী টি২০ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা তাঁর কম।
২০২৩ ওডিআই বিশ্বকাপের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি। তার পর থেকে বিশ্রামেই তিনি। বিশ্বকাপের পর থেকে একটাও ম্যাচ তিনি খেলেননি।
২০২৩ ওডিআই বিশ্বকাপের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি। তার পর থেকে বিশ্রামেই তিনি। বিশ্বকাপের পর থেকে একটাও ম্যাচ তিনি খেলেননি।
শামি হাসপাতালের বেড থেকে অপারেশনের আপডেট দিয়েছেন৷ তাঁর অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ নিজের পোস্টে শামি লিখেছেন,  “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে।" শামি X হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ Photo Courtesy- Mohammed Shami/ X account 
শামি হাসপাতালের বেড থেকে অপারেশনের আপডেট দিয়েছেন৷ তাঁর অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ নিজের পোস্টে শামি লিখেছেন,  “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে।” শামি X হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ Photo Courtesy- Mohammed Shami/ X account
শামির এখন ৩৩ বছর বয়স। চোট তাঁকে ভুগিয়েছে আগেও। পরের ওডিআই বিশ্বকাপ যখন হবে তখন শামির বয়স হবে ৩৭। পেসার হিসেবে তিনি ভারতীয় দলে তখন সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
শামির এখন ৩৩ বছর বয়স। চোট তাঁকে ভুগিয়েছে আগেও। পরের ওডিআই বিশ্বকাপ যখন হবে তখন শামির বয়স হবে ৩৭। পেসার হিসেবে তিনি ভারতীয় দলে তখন সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
বিসিসিআই জানিয়ে দিল, শামি চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য এর পর এনসিএ-তে যাবেন। তবে তাঁর পুরো ফিট হতে অনেকটা সময় লাগবে।
বিসিসিআই জানিয়ে দিল, শামি চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য এর পর এনসিএ-তে যাবেন। তবে তাঁর পুরো ফিট হতে অনেকটা সময় লাগবে।
অর্থাৎ, বোঝাই যাচ্ছে, টি২০ বিশ্বকাপে শামিকে আর না দেখার সম্ভাবনাই বেশি।
অর্থাৎ, বোঝাই যাচ্ছে, টি২০ বিশ্বকাপে শামিকে আর না দেখার সম্ভাবনাই বেশি।
এমনিতেই শামিকে টেস্ট বোলার হিসেবে ভাবতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। ফলে এই অবস্থায় তাঁকে পরের টি২০ বিশ্বকাপেও খেলানো হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব থাকছে।
এমনিতেই শামিকে টেস্ট বোলার হিসেবে ভাবতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। ফলে এই অবস্থায় তাঁকে পরের টি২০ বিশ্বকাপেও খেলানো হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব থাকছে।