শামি হাঁটতেও পারছেন না! শরীরে যা হয়েছে, ছবি তুলে পোস্ট করলেন! বড় আপডেট

কলকাতা: ২০২৩ ওডিআই বিশ্বকাপের সময় তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই বিশ্বকাপে শামি ২৪টি উইকেট তুলেছিলেন। তবে তার পর থেকেই তাঁর জীবনে সমস্যার শুরু।

জানা গিয়েছিল, শামি বিশ্বকাপের সময় রোজ ব্যথার ইঞ্জেকশন নিয়ে খেলেছিলেন। তবে তাতেও শেষরক্ষা হয়নি।  শামি শেষ পর্যন্ত গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনে গিয়েছিলেন।

গত মাসে তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হয়। তার পরই জানা যায়, আইপিএলে এবার শামি খেলতে পারবেন না। পরে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি হয়তো খেলতে পারবেন না।

শামির অস্ত্রোপচারের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছিলেন, ‘তোমার দ্রুত সুস্থতা কামনা করি। চোট কাটিয়ে তুমি সাহসের সঙ্গে ফিরবে, এটা আমার বিশ্বাস।’

আরও পড়ুন- বিরাট কোহলি ধূমপান করছেন! সারা দেশে হইচই ফেলে দিল ?এই? ভিডিও, চমকে যাবেন

প্রধানমন্ত্রীর এই পোস্টের উত্তর দিয়েছিলেন শামি। আর এবার শামি নিজের চোটের আপডেট দিলেন ছবি পোস্ট করে। গোড়ালির যে জায়গার অপারেশন হয়েছিল, তার ছবি পোস্ট করলেন শামি। সঙ্গে লিখলেন কবে নাগাদ তিনি ফিরতে পারবেন, সেই ব্যাপারে।

শামি লিখেছেন, আমার অস্ত্রোপচারের ১৫ দিন হয়েছে। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে একটি আপডেট দিতে চাই। সম্প্রতি আমার সেলাই কাটা হয়েছে। আমি ধীরে ধীর সুস্থ হয়ে উঠছি। যেভাবে আমি সুস্থ হচ্ছি তাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরব বলেই আশা করছি।’

আরও পড়ুন- IPL 2024: ২২ গজে রাজত্ব করা কাকে বলে, আইপিএলে বুঝিয়ে দিয়েছেন এই ব্যাটাররা

২৬ ফেব্রুয়ারি শামির অস্ত্রোপচার হয়েছিল। আপাতত ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে শামিকে। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন, শামিকে আবার সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজে খেলতে দেখা যেতে পারে। অর্থাৎ এখনও কয়েক মাস তাঁকে বিশ্রামে থাকতে হবে।