শামির জীবনের সব থেকে মন খারাপের দিন আজ! চোখে জল, প্রিয় মানুষ অনেক দূরে

কলকাতা: ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন। তাঁকে নেটে বোলিং করতে দেখা গিয়েছে। তিনি শীঘ্রই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

শামি গত বছর ওডিআই বিশ্বকাপের সময় চোট পান। তার পর থেকে জাতীয় দলের বাইরে তিনি। শামিকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটারদের লাইনে রাখতে BCCI-র দু’মুখো অনুশাসনের নীতি,ছাড় খালি এই ৩-র

চোটের কারণে শামি আইপিএল ২০২৪-এ খেলতে পারেননি। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা করে নিতে পারেননি। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও শামি এবার প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করেছেন।

মহম্মদ শামি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে নেটে বোলিং করতে দেখা যায়। চোট থেকে সেরে উঠলেও পুরো শক্তিতে বোলিং শুরু করতে পারেননি তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে ফর্মে ফিরে আসার জন্য শামি কঠোর পরিশ্রম করছেন। তার আগে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) কাছ থেকে অনুমোদন নিতে হবে।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন শামি। তিনি সাত ম্যাচে মোট ২৪টি উইকেট নিয়েছিলেন। তবে বিশ্বকাপে তিনি চোট নিয়েই খেলেছিলেন। যার ফলে তাঁকে ভুগতে হল।

সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ থেকে ভারতীয় দলে ফিরতে পারেন শামি। সেপ্টেম্বর-অক্টোবরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের জন্য বাংলাদেশ দল আসবে ভারতে।

আরও পড়ুন- কেকেআর ছাড়ার পর কলকাতাকে নিয়ে প্রথম পোস্ট গম্ভীরের, কী বলেন ভারতের হেড কোচ?

এ তো গেল শামির চোট নিয়ে আপডেটের কথা। তবে আজ হয়তো শামির জীবনের সব থেকে মন খারাপের দিন। কারণ, আজ তাঁর মেয়ের জন্মদিন। আর মেয়ের থেকে অনেকটাই দূরে তিনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়েকে শুভেচ্ছা জানালেন তিনি।

—- Polls module would be displayed here —-

শামি আর তাঁর স্ত্রী হাসিন জাহানের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। মেয়ে এখন হাসিন জাহানের সঙ্গে থাকে। শামি তাঁদের দুজনের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছেন।