‘তোমরা যা করেছ আমার জন্য…!’ মায়ের হাতে জীবনের সেরা উপহার তুলে দিলেন শামি

নয়াদিল্লি: বিশ্বকাপের সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট। অসাধারণ পারফরম্যান্স করেছিলেন মহম্মদ শামি। তবে শেষমেশ তাঁর এই অসাধারণ পারফরম্যান্স ভারতীয় দলকে বিশ্বকাপ জেতাতে পারেনি।

মহম্মদ শামি তবু বিশ্বকাপে ভারতীয় দলের নায়ক। দল বিশ্বকাপের ফাইনালে হারের পর তিনি ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে দেখা করেন। তাঁকে মনোবল বাড়াতে সাহায্য করেন।

মহম্মদ শামি তখনও হয়তো ভাবেননি, তাঁর জন্য এত বড় একটা উপহার অপেক্ষা করছে! তিনি যে অর্জুন পুরস্কার পেতে চলেছেন, তাঁর আভাস হয়তো ছিল না তাঁর কাছে। অপ্রত্য়াশিত পুরস্কার পান শামি। অর্জুন পুরস্কারে ভূষিত হন তিনি।

আরও পড়ুন- ‘ওটাই আমার শেষ টুর্নামেন্ট…!’ সুনীল ছেত্রী খেলা ছাড়ছেন? ভারতীয় ফুটবলে হইচই

ছেলের পুরস্কার নেওয়ার মুহূর্ত তাড়িয়ে উপভোগ করেন শামির মা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পুরস্কার গ্রহণের পরই শামি জানিয়েছিলেন, এটা তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আর এবার পুরস্কার পাওয়ার পর গোটা পরিবারের সঙ্গে ছবি পোস্ট করলেন ভারতের বোলিং সেনসেশন।

শামি লিখলেন, এই পুরস্কার, সম্মান আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। আমাকে বড় করে তুলতে আমার মা-বাবার অবদানের শেষ নেই। আমার চোখে তাঁরাই এই দুনিয়ার শ্রেষ্ঠ অভিভাবক। ওদের আত্মত্যাগ, ভালবাসা আমি ভুলতে পারব না কোনওদিন। আমার উপর যাঁরা আস্থা রেখেছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ।

আরও পড়ুন- দরমার চালের বাড়ি উপচে পড়ছে ট্রফি, লাল-হলুদ জার্সির মিষ্টি মেয়ে মাতাচ্ছে

বাবাকে হারিয়েছেন শামি। তাঁর ক্রিকেটার হয়ে ওঠার পিছনে বাবার অবদান ছিল সব থেকে বেশি। তাই আরও বেশি করে মাকে আঁকড়ে ধরে রয়েছেন শামি। মা-ই এখন তাঁর কাছে সেরা সম্পদ।