Amitabh, Mohun Bagan : আমি মোহনবাগান ভক্ত, কেবিসির সেটে সুনীল ছেত্রীকে জানালেন অমিতাভ বচ্চন

#মুম্বই: প্রথম জীবনে চাকরির সূত্রে কলকাতায় কাটিয়েছিলেন কয়েকটা বছর। তখন থেকেই মোহনবাগান নামটার সঙ্গে তার পরিচয়। আগেও একবার বলেছিলেন। এবার আবার বললেন। কন বানেগা ক্রোড়পতির অনুষ্ঠানে সুনীল ছেত্রী এবং মেরি কমের সামনে অমিতাভ বচ্চন জানালেন তিনি মোহনবাগান সমর্থক। এই ক্লাবের জন্য তিনি গর্ববোধ করেন।

বুধবারই মোহনবাগান ক্লাবের অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর মা মোহনবাগানের সমর্থক ছিলেন। এবার সেই তালিকায় যোগ হল বিগ-বি-র নাম। স্বাভাবিক ভাবেই মরশুম শুরুর আগেই পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে বড় গোল দিয়ে গেল সবুজ-মেরুন।

আরও পড়ুন – Ryan Giggs : বান্ধবীকে ঠকিয়ে ৮ জন মহিলার সঙ্গে যৌন সঙ্গম! বিপাকে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ

আসলে কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বে সম্প্রতি খেলতে এসেছিলেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম এবং ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সেখানেই দু’জনকে প্রশ্ন করা হয়েছিল, কোন দলকে সম্মান জানাতে ২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি সন্ধে সাতটা বেজে ১১ মিনিটে শুরু হয়েছিল? ভুল করেননি সুনীল।

তিনি বলে দেন, সঠিক উত্তর হল মোহনবাগান। ১৯১১ সালের ২৯ জুলাই মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল। ওরাই সেরা দল। তার পরেই অমিতাভ বচ্চন বলেন, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমিও অনেক দিন ধরে মোহনবাগান ক্লাবের সমর্থক। ওদের বরাবর অনুসরণ করি।

জানা যায়, অমিতাভের পছন্দের ক্লাবের নাম। সুনীলের উত্তর কেন সঠিক তা অমিতাভ বচ্চনই পরিষ্কার করে বুঝিয়ে দেন। বলেন, সন্ধে সাতটাকে ২৪ ঘণ্টার ঘড়িতে ১৯ হিসাবে ধরা হয়। ফলে সন্ধে ৭.১১ মিনিট মানে ১৯.১১। ১৯১১ সালেই মোহনবাগান ইংরেজদের ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল।