Mohun Bagan: মোহনবাগানে শেষ হাবাস জমানা, সবুজ-মেরুণের নতুন কোচ হলেন হোসে মোলিনা

কলকাতা: নতুন মরশুম শুরুর আগে নতুন কোচের নাম ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্টস। সবুজ-মেরুণ ব্রিগেডের নতুন হেডস্যার হলেন স্প্য়ানিশ কোচ হোসে মোলিনা। একজন স্প্যানিশ কোচের স্থলাভিষিক্ত হলেন অপর এক স্প্যানিশ কোচ। শারীরিক কারণে নতুন মরশুমে কোচের দায়িত্ব সামলাতে পারবেন না বলে জানিয়েছিলেন হাবাস। সেই কারণেই নতুন কোচ খুঁজে নিল মোহন বাগান।

ভারতীয় ফুটবলে হোসে মোলিনা নতুন নাম নয়। বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্টসের বর্তমান ইনভেস্টর কর্তৃপক্ষের সঙ্গে তিনি পরিচিত। কারণ ২০১৬ সালে আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতার কোচের দায়িত্ব সামলেছেন তিনি। আইএসএল জয়ের স্বাদও পেয়েছেন। ভারতীয় ফুটবল সম্পর্কে জ্ঞান থাকার কারণেই হোসে মোলিনার উপরই আস্থা রাখল মোহনবাগান কর্তৃপক্ষ।

মোহবাগানের কোচ হয়ে খুশি হোসে মোলিনা। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর স্প্যানিশ কোচ বলেছেন, “মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কাকে ধন্যবাদ। ক্লাবকে সাফল্য এনে দিতে চেষ্টা করবো।”

আরও পড়ুনঃ Team India: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ফিরছেন বড় তারকা? ১৫ জনের দলে আগে মেলেনি সুযোগ! জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, প্লেয়াপ জীবনে গোলকিপার ছিলেন হোসে মোলিনা। অ্যাটলেটিকো মাদ্রিদ, ডিপোর্টিভো লা করুনিয়ার সহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। গত মরসুমে স্পেনের ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন মোলিনা। মাঝে কোচিং থেকে বিরতি নিয়েছিলেন। ভারতীয় ফুটবলে ফেরার ইচ্ছে ছিল মোলিনার। অবশেষে নতুন দায়িত্ব নিয়ে কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন মোলিনা।