প্রতীকী ছবি

Uttarpradesh News: ধর্ষকের হাত থেকে নাবালিকাকে রক্ষা করল বাঁদর সেনা! অবাক কাণ্ড উত্তরপ্রদেশে

লখনউ: সারা দেশজুড়ে নারী নিগ্রহের ঘটনা ঘটেই চলেছে। নারী সুরক্ষায় সোচ্চার হয়েছে আসমুদ্রহিমাচল। এবার এমনই এক নারী নির্যাতনের সময় রুখে দাঁড়াল না, কোনও মানুষ নয় এক দল বাঁদর। বাঁদরের বাঁদরামি নিয়ে অনেকেই তিতিবিরক্ত থাকেন কিন্তু উত্তরপ্রদেশের বাগপতে এক ৬ বছর বয়সী নাবালিকার ধর্ষণ রুখে দিয়ে আপাতত এলাকার হিরো ওই বাঁদর দল।
গত, ২০ সেপ্টেম্বর বাগপতের দৌলা গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে ইতিমধ্যে শিশু সুরক্ষা আইন (পসকো) তে অভিযুক্তকে খুঁজতে শুরু করেছে পুলিশ। তল্লাশি চলছে অভিযুক্তকে গ্রেফতার করার জন্য।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের খাঁড়িতে কি হবে উথাল-পাথাল, আবার প্রবল বৃষ্টির আশঙ্কা রাজ্যে-রাজ্য

পুলিশ সূত্রে জানান গিয়েছে, এক ব্যক্তি ওই নাবালিকাকে লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় তারপর তাঁকে বিবস্ত্র করে এবং নাবালিকাকে যৌন হেনস্থা করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই হাজির হয় বাঁদর সেনা। বাঁদরদের আক্রমণের সামনে পিছু হটে অভিযুক্ত। শিশুটিকে সেখানে রেখেই পালিয়ে যায় সে।
গ্রামে বসানো সিসিটিভি ক্যামেরায় ইতিমধ্যেই অভিজুক্তকে চিহ্নিত করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ওই ব্যক্তি নাবালিকার হাট ধরে তাঁকে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলা, পরবর্তী শুনানি কবে?

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অন্য গ্রামের বাসিন্দা। নাবালিকা যখন বাড়ির বাইরে খেলছিল তখনই তাঁকে লোভ দেখিয়ে তাঁকে দূরে সরিয়ে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে শিশুটিকে একটি ধর্মীয় স্থানের সামনের রাস্তায় নিয়ে যায় তারপর একটি পরিত্যক্ত বাড়িতে কুকর্ম করার চেষ্টায় হাজির হয় ওই ব্যক্তি। সেখানেই সে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে।

সেই সময়েই ঘটনাস্থলে বীরের মতন আগমন হয় একদল বাঁদরের। তাঁদের সামনে পরাস্ত হয় ধর্ষককারী ওই ব্যক্তি। শিশুটি ওই জায়গা থেকে বেরিয়ে ছুটে নিজের বাবা মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলেন। এরপরেই অভিযুক্তের নামে মামলা রুজু করা হয়।