Andrew Symonds-Harbhajan Singh: ‘মাঙ্কি গেট’ বিতর্ক ভুলতে পারবেন না কেউই… সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ হরভজন

মেলবোর্ন: সালটা ছিল ২০০৭-০৮ ৷ স্বপ্নের ফর্মে অ্যান্ড্র সাইমন্ডস ৷  বিশেষ করে শ্রীলঙ্কা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে মাঠে নামলেই রান পাচ্ছেন অজি অলরাউন্ডার ৷ ৯ টেস্টে ৭৭৭ রান করেছিলেন সাইমন্ডস ৷ কিন্তু একইসঙ্গে জড়িয়ে পড়েছিলেন বিতর্কেও ৷ হরভজন সিংয়ের সঙ্গে সাইমন্ডসের সেই ‘মাঙ্কি গেট’ কাণ্ড, হয়তো কোনওদিনই কোনও ক্রিকেটপ্রেমী ভুলতে পারবেন ৷ ভাজ্জির সঙ্গে ভালোমতোই গণ্ডগোলে জড়িয়ে পড়েন সাইমন্ডস ৷

এই বিতর্কের পর সাইমন্ডস নেশাগ্রস্তও হয়ে পড়েন। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর চুক্তি বাতিল করে। সে কারণে সাইমন্ডসের কেরিয়ার আচমকা শেষ হওয়ার জন্য অনেকে মাঙ্কি গেট কাণ্ডকেও দায়ী করেন।

আরও পড়ুন-সাইমন্ডস আর নেই, বিশ্বাসই হচ্ছে না… প্রাক্তন অজি ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট দুনিয়া

ঠিক কী ঘটেছিল ভারত-অস্ট্রেলিয়া ২০০৭-০৮ সালের সিরিজে ? ম্যাচ চলাকালীন হরভজন সিং এবং অ্যান্ড্রু সাইমন্ডসের মধ্যে ভালোমতোই কথা কাটাকাটি হয় ৷ সেখানে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, হরভজন সাইমন্ডসকে ‘বাঁদর’ বলেছেন ৷ এই মন্তব্যের জেরে গোটা ক্রিকেট দুনিয়া তোলপাড় হয় ৷ হরভজন সেদিন ঠিক কী বলেছিলেন, তা নিয়ে পরে অবশ্য নানা জল্পনা হয় ৷  সঠিকটা আজও সেভাবে জানা যায়নি ৷ হরভজনকে এর জন্য শাস্তিও পেতে হয় ৷

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় সাইমন্ডসের সতীর্থ ছিলেন হরভজন।

ভাজ্জি এদিন ট্যুইট করেন, ‘‘অ্যান্ড্র সাইমন্ডসের মৃত্যুর খবর কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না ৷ খুব তাড়াতাড়ি চলে গেল ও ৷ ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওঁর আত্মার শান্তির কামনা করি ৷’’