Tag Archives: Andrew Symonds

‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে’’ অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে যা যা মন খুলে লিখলেন…

#নয়াদিল্লি: ‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে’’- অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে এত বড় কথা বলে ফেললেন হরভজন সিং৷ দুনিয়া জানে তাঁদের সম্পর্ক তেঁতো৷ কারণ ২০০৮ সালে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের মাঙ্কি গেট স্ক্যান্ডাল ক্রিকেট দুনিয়ার কেউই ভুলবে না৷ সেই সময় ম্যাচ চলাকালীন স্লেজিংয়ের দরুণ হরভজন সিং এমন একটা কিছু বলেছিলেন যা অ্যান্ডু সাইমন্ডস ভেবেছিলেন তাঁকে মাঙ্কি অর্থাৎ বাঁদর বলছেন৷ যে কারণে বিশ্ব ক্রিকেট সে সময় ২ ভাগ হয়ে গিয়েছিল৷ অ্যান্ড্রু সাইমন্ডস জোর ধাক্কা লাগে৷ এই মাঙ্কি গেটে দুই পাত্র রয়েছে৷ অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)  ও  হরভজন সিং কথাবার্তা বিনিময়ে একে অপরকে কি বলেছিলেন তা নিয়েই উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া৷ দুই ক্রিকেটারের লড়াই দুই ক্রিকেট অ্যাসোসিয়েশনের লড়াইতে পরিণত হয়৷ সাইমন্ডসকে দল থেকে বার করা হয়৷ দুই দলের ক্রিকেট সম্পর্কে তিক্ততা এসে যায়৷ কিন্তু এই ক্রিকেট দলের তিক্ততা সাময়িক তা বোঝা যায় এদিনের হরভজন সিংয়ের (Harbhajan Singh) ট্যুইট রিঅ্যাকশনে৷

আইপিএলে কিছু সময়ের জন্য দুই ক্রিকেটার এক সঙ্গে আইপিএল দলে খেলেন৷ পুরনো কথাকে ভুলিয়ে দিয়েছিলেন৷ অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে তাই হৃদয় থেকে ট্যুইট করলেন ভাজ্জি৷ তিনি সোশ্যালমিডিয়ায় লেখেন, ‘‘Shocked to hear about the sudden demise of Andrew Symonds. Gone too soon. Heartfelt condolences to the family and friends. Prayers for the departed soul’’- অর্থাৎ অ্যান্ডু সাইমন্ডসের হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত৷ তাঁর পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা৷ মৃতের আত্মার প্রতি শ্রদ্ধা৷’’

২০০৭-০৮ সময় ছিল যখন অনিল কুম্বলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে ছিলেন৷ এই সফরেই সেই কুখ্যাত মাঙ্কিগেট বিবাদ হয়েছিল৷ সাইমন্ডসের দাবি ছিল তাঁকে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল৷

এদিকে অ্যান্ডু সাইমন্ডস ও হরভজন সিং বিতর্কে যিনি সাক্ষী হয়েছিলেন তিনি সচিন তেন্ডুলকর৷ তাঁর সাক্ষ্যেই হরভজন সিং নির্দোষ প্রমাণ হন৷ সচিন তেন্ডুলকরও শোকবার্তা জানান৷

এদিকে পুরো ক্রিকেট দুনিয়া অ্যান্ড্রু সাইমন্ডসের এই হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া৷

সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷

Andrew Symonds-Harbhajan Singh: ‘মাঙ্কি গেট’ বিতর্ক ভুলতে পারবেন না কেউই… সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ হরভজন

মেলবোর্ন: সালটা ছিল ২০০৭-০৮ ৷ স্বপ্নের ফর্মে অ্যান্ড্র সাইমন্ডস ৷  বিশেষ করে শ্রীলঙ্কা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে মাঠে নামলেই রান পাচ্ছেন অজি অলরাউন্ডার ৷ ৯ টেস্টে ৭৭৭ রান করেছিলেন সাইমন্ডস ৷ কিন্তু একইসঙ্গে জড়িয়ে পড়েছিলেন বিতর্কেও ৷ হরভজন সিংয়ের সঙ্গে সাইমন্ডসের সেই ‘মাঙ্কি গেট’ কাণ্ড, হয়তো কোনওদিনই কোনও ক্রিকেটপ্রেমী ভুলতে পারবেন ৷ ভাজ্জির সঙ্গে ভালোমতোই গণ্ডগোলে জড়িয়ে পড়েন সাইমন্ডস ৷

এই বিতর্কের পর সাইমন্ডস নেশাগ্রস্তও হয়ে পড়েন। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর চুক্তি বাতিল করে। সে কারণে সাইমন্ডসের কেরিয়ার আচমকা শেষ হওয়ার জন্য অনেকে মাঙ্কি গেট কাণ্ডকেও দায়ী করেন।

আরও পড়ুন-সাইমন্ডস আর নেই, বিশ্বাসই হচ্ছে না… প্রাক্তন অজি ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট দুনিয়া

ঠিক কী ঘটেছিল ভারত-অস্ট্রেলিয়া ২০০৭-০৮ সালের সিরিজে ? ম্যাচ চলাকালীন হরভজন সিং এবং অ্যান্ড্রু সাইমন্ডসের মধ্যে ভালোমতোই কথা কাটাকাটি হয় ৷ সেখানে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, হরভজন সাইমন্ডসকে ‘বাঁদর’ বলেছেন ৷ এই মন্তব্যের জেরে গোটা ক্রিকেট দুনিয়া তোলপাড় হয় ৷ হরভজন সেদিন ঠিক কী বলেছিলেন, তা নিয়ে পরে অবশ্য নানা জল্পনা হয় ৷  সঠিকটা আজও সেভাবে জানা যায়নি ৷ হরভজনকে এর জন্য শাস্তিও পেতে হয় ৷

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় সাইমন্ডসের সতীর্থ ছিলেন হরভজন।

ভাজ্জি এদিন ট্যুইট করেন, ‘‘অ্যান্ড্র সাইমন্ডসের মৃত্যুর খবর কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না ৷ খুব তাড়াতাড়ি চলে গেল ও ৷ ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওঁর আত্মার শান্তির কামনা করি ৷’’

Andrew Symonds dies in car crash: সাইমন্ডস আর নেই, বিশ্বাসই হচ্ছে না… প্রাক্তন অজি ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট দুনিয়া

মেলবোর্ন: রবিবার সকাল সকালই অত্যন্ত খারাপ খবর ৷ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস ৷ মাত্র ৪৬ বছরেই মৃত্যু হল প্রাক্তন অলরাউন্ডারের ৷ অস্ট্রেলিয়ার টাউন্সভিলেতে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১১টা নাগাদ ৷ সাইমন্ডসের গাড়িটি একটি ব্রিজ থেকে নেমে বাঁদিকে যাওয়ার সময়েই উল্টে যায় ৷ সাইমন্ডস এবং গাড়িতে তাঁর সঙ্গে থাকা অপরজনকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি ৷ সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব ক্রিকেট মহল (Andrew Symonds dies in car crash) ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ট্যুইট করে শোকবার্তা জানানো হয় ৷ পাশাপাশি অ্যাডাম গিলক্রিস্ট, জেসন গিলেসপি, মাইকেল বিভান, ভিভিএস লক্ষ্মণ, শোয়েব আখতার, ডেমিয়েন ফ্লেমিংদের মতো অনেক প্রাক্তন ক্রিকেটাররাই  ট্যুইট করেছেন ৷ প্রত্যেকই সাইমন্ডসের মৃত্যুর খবর শুনে ‘শকড’ ! এ খবর যেন বিশ্বাসই করা যাচ্ছে না ৷ কয়েক বছর আগেই যে ক্রিকেটরকে মাঠে চুটিয়ে খেলতে দেখা যেত ৷ তাঁর এই মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক ৷ কিছুদিন আগেই আরেক প্রাক্তন কিংবদন্তি অজি ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ এবার প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডস ৷