Monsoon 2024: আয় বৃষ্টি ঝেঁপে… এবার দেশে আগেই বর্ষা, দেখুন ভিডিও

আয় বৃষ্টি ঝেঁপে… এবার দেশে আগেই বর্ষা। ৩ দিন আগেই ঢুকছে বর্ষা। আন্দামানে বর্ষার ঢোকার সময় ২২ মে, এ’বছর বর্ষা ঢুকছে ১৯মে। এবার কেরলে আগেই বর্ষা। জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নয়, মে মাসের মাঝামাঝি সময়েই দেশে বর্ষার প্রবেশ ঘটবে! এমনই সুখবর শুনিয়েছে মৌসম ভবন। তাদের তরফে পূর্বাভাস, আগামী সপ্তাহেই দেশে বর্ষা শুরু হয়ে যাবে। বিশেষত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকছে। মোটামোটি ১৯ মে নাগাদ তার প্রবেশ ঘটে যাবে। তার পর ধীরে ধীরে কেরল ও পশ্চিমবঙ্গে বর্ষা (Monsoon) শুরু হবে। তবে রাজ্যে আপাতত স্বস্তির খবর নেই। মঙ্গলবার থেকে চরম গরম শুরু হয়েছে। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। সপ্তাহভর মোটের উপর এমনই থাকবে আবহাওয়া