Weekend Trip Long Drive: পাশের সিটে ভালবাসার মানুষ! শহরের নজর এড়িয়ে এই বর্ষায় লং ড্রাইভে যান এই ৬ জায়গায়, উত্তাল প্রেমে ভেসে যাবেন

*বঙ্গে এখন বর্ষা। সারাদিনে মেঘের আনাগোনা আর মাঝে মাঝেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজছে শহর থেকে গ্রাম। ভ্যাপসা গরম থেকে অনেকটাই রেহাই মিলেছে এক ধাক্কায়। এমন আবহাওয়ায় একবেলা ছুটি থাকলেও আপনি বেড়িয়ে পড়তে পারেন সড়কপথে। সঙ্গী হতে পারে আপনার দু'চাকা বা চার চাকা বাহন। প্রকৃতিকে সাক্ষী রেখে সপ্তাহান্তে লং ড্রাইভে যেতে পারেন ভিড় এড়িয়ে কলকাতার কাছেই বেশ কিছু জায়গায়। এমনই কিছু জায়গার খোঁজ রইল আপনার জন্য।
*বঙ্গে এখন বর্ষা। সারাদিনে মেঘের আনাগোনা আর মাঝে মাঝেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজছে শহর থেকে গ্রাম। ভ্যাপসা গরম থেকে অনেকটাই রেহাই মিলেছে এক ধাক্কায়। এমন আবহাওয়ায় একবেলা ছুটি থাকলেও আপনি বেড়িয়ে পড়তে পারেন সড়কপথে। সঙ্গী হতে পারে আপনার দু’চাকা বা চার চাকা বাহন। প্রকৃতিকে সাক্ষী রেখে সপ্তাহান্তে লং ড্রাইভে যেতে পারেন ভিড় এড়িয়ে কলকাতার কাছেই বেশ কিছু জায়গায়। এমনই কিছু জায়গার খোঁজ রইল আপনার জন্য।
*অ্যানিকেট ড্যামঃ মেঘলা সকালে গাড়ি নিয়ে বেডি়য়ে পড়ুন লং ড্রাইভে। পৌঁছে যান কলকাতার কাছেই এক অচেনা ডেস্টিনেশন অ্যানিকেট ড্যামে। অনেকেই জায়গাটির নাম শোনেনি। একেবারে প্রশান্তির ঠিকানা এটি। সারা সপ্তাহের ক্লান্তি এখানে এলে চলে যাবে। মেদিনীপুর শহরের কাছেই রয়েছে জায়গাটি। মেদিনীপুর শহর ঢুকতেই পড়ে কংসাবতী নদী। সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, দুপুরের মধ্যে পৌঁছে যাবেন অ্যানিকেট ড্যামে। বিকেলের ফুরফুরে হাওয়া খেয়ে বাড়ি ফিরুন কোলাঘাট থেকে ডিনার সেরে। সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ডের বন্দোবস্ত রয়েছে।
*অ্যানিকেট ড্যামঃ মেঘলা সকালে গাড়ি নিয়ে বেডি়য়ে পড়ুন লং ড্রাইভে। পৌঁছে যান কলকাতার কাছেই এক অচেনা ডেস্টিনেশন অ্যানিকেট ড্যামে। অনেকেই জায়গাটির নাম শোনেনি। একেবারে প্রশান্তির ঠিকানা এটি। সারা সপ্তাহের ক্লান্তি এখানে এলে চলে যাবে। মেদিনীপুর শহরের কাছেই রয়েছে জায়গাটি। মেদিনীপুর শহর ঢুকতেই পড়ে কংসাবতী নদী। সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, দুপুরের মধ্যে পৌঁছে যাবেন অ্যানিকেট ড্যামে। বিকেলের ফুরফুরে হাওয়া খেয়ে বাড়ি ফিরুন কোলাঘাট থেকে ডিনার সেরে। সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ডের বন্দোবস্ত রয়েছে।
*গাদিয়াড়াঃ রবিবারের বিকালকে আরও মনোরম করে তুলতে ঘুরে আসুন গাদিয়াড়া। নদী তীরের নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা প্রান্তরে কাটতে পারে ছুটির দিন। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার, হাওড়া থেকে ৭৫ কিলোমিটার। শহর থেকে দেড়-দু'ঘণ্টা গাড়ি চালিয়ে পৌঁছে যেতে পারেন এখানে। একদিকে ভাগীরথী এবং অন্যদিকে রূপনারায়ণের সৌন্দর্য। রূপনারায়ণ, ভাগীরথী এবং হুগলি নদীর সঙ্গমস্থল গাদিয়াড়া। গাদিয়াড়ার পশ্চিমদিকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি, দক্ষিণ দিকে দক্ষিণ ২৪ পরগনার নূরপুর ও রায়চক।
*গাদিয়াড়াঃ রবিবারের বিকালকে আরও মনোরম করে তুলতে ঘুরে আসুন গাদিয়াড়া। নদী তীরের নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা প্রান্তরে কাটতে পারে ছুটির দিন। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার, হাওড়া থেকে ৭৫ কিলোমিটার। শহর থেকে দেড়-দু’ঘণ্টা গাড়ি চালিয়ে পৌঁছে যেতে পারেন এখানে। একদিকে ভাগীরথী এবং অন্যদিকে রূপনারায়ণের সৌন্দর্য। রূপনারায়ণ, ভাগীরথী এবং হুগলি নদীর সঙ্গমস্থল গাদিয়াড়া। গাদিয়াড়ার পশ্চিমদিকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি, দক্ষিণ দিকে দক্ষিণ ২৪ পরগনার নূরপুর ও রায়চক।
*কোলাঘাট: সপ্তাহান্তে সবচেয়ে ভিড় লক্ষ্য করা যায় এই কোলাঘাটে। রূপনারায়ণের তীরের শহর কোলাঘাট বর্ষার ইলিশ মাছ ও ফুলের জন্য সুপরিচিত। তবে কোলাঘাটের জনপ্রিয়তা এখন এখানকার রেস্তোরাঁর কারণে। ধাবার খাবার খেতে অনেকেই শনি-রবিবারের বিকালে ভিড় জমান কোলাঘাটে। বৃষ্টিমুখর দিনে কোলাঘাট যেতে পারেন লং ড্রাইভে। বিকালে বেড়িয়ে রাতে অনায়াসে বাড়ি ফিরে যেতে পারবেন।
*কোলাঘাট: সপ্তাহান্তে সবচেয়ে ভিড় লক্ষ্য করা যায় এই কোলাঘাটে। রূপনারায়ণের তীরের শহর কোলাঘাট বর্ষার ইলিশ মাছ ও ফুলের জন্য সুপরিচিত। তবে কোলাঘাটের জনপ্রিয়তা এখন এখানকার রেস্তোরাঁর কারণে। ধাবার খাবার খেতে অনেকেই শনি-রবিবারের বিকালে ভিড় জমান কোলাঘাটে। বৃষ্টিমুখর দিনে কোলাঘাট যেতে পারেন লং ড্রাইভে। বিকালে বেড়িয়ে রাতে অনায়াসে বাড়ি ফিরে যেতে পারবেন।
*রায়চক: ছুটির দিনে অনেকেই ডায়মন্ড হারবারে যান ঘুরতে। তবে, এখন জনপ্রিয়তার শিখরে ডায়মন্ড হারবারের রায়চক। গাদিয়াড়ার মতোই নদীর তীরে রবিবারের বিকাল কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন রায়চক। রায়চকের প্রাচীন রেডিসন দুর্গের ধ্বংসাবশেষ এবং পাঁচতারা হোটেল পরিণত হয়েছে। সুতরাং, রায়চকে রাত কাটাতে চাইলেও কোনও অসুবিধা নেই। তবে, এই ডেস্টিনেশন লং ড্রাইভের জন্য সেরা। কলকাতা থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরত্বে এই রায়চক।
*রায়চক: ছুটির দিনে অনেকেই ডায়মন্ড হারবারে যান ঘুরতে। তবে, এখন জনপ্রিয়তার শিখরে ডায়মন্ড হারবারের রায়চক। গাদিয়াড়ার মতোই নদীর তীরে রবিবারের বিকাল কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন রায়চক। রায়চকের প্রাচীন রেডিসন দুর্গের ধ্বংসাবশেষ এবং পাঁচতারা হোটেল পরিণত হয়েছে। সুতরাং, রায়চকে রাত কাটাতে চাইলেও কোনও অসুবিধা নেই। তবে, এই ডেস্টিনেশন লং ড্রাইভের জন্য সেরা। কলকাতা থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরত্বে এই রায়চক।
*দেউলটিঃ অনেকেই শীতকালের পিকনিকের জন্য রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত দেউলটিকে বেছে নেন। দেউলটিতে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। কলকাতা থেকে দেউলটির দূরত্ব প্রায় ৬৪ কিলোমিটার। এখানে রাত কাটানোর জন্য রিসর্টও রয়েছে। তবে এটি লং ড্রাইভে পৌঁছে হাওয়ার জন্যও আদর্শ।
*দেউলটিঃ অনেকেই শীতকালের পিকনিকের জন্য রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত দেউলটিকে বেছে নেন। দেউলটিতে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। কলকাতা থেকে দেউলটির দূরত্ব প্রায় ৬৪ কিলোমিটার। এখানে রাত কাটানোর জন্য রিসর্টও রয়েছে। তবে এটি লং ড্রাইভে পৌঁছে হাওয়ার জন্যও আদর্শ।
*ফলতা: কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ফলতা। এই পর্যটন কেন্দ্রে পৌঁছাতে গেলেও আপনাকে ১২ নং জাতীয় সড়ক ধরতে হবে। সময় লাগবে প্রায় ২ ঘণ্টা। ফলতা মূলত ব্রিটিশ ও ডাচ কলোনি। এখানে গিয়ে ঘুরে দেখতে পারেন ফলতা ফোর্ট‌।
*ফলতা: কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ফলতা। এই পর্যটন কেন্দ্রে পৌঁছাতে গেলেও আপনাকে ১২ নং জাতীয় সড়ক ধরতে হবে। সময় লাগবে প্রায় ২ ঘণ্টা। ফলতা মূলত ব্রিটিশ ও ডাচ কলোনি। এখানে গিয়ে ঘুরে দেখতে পারেন ফলতা ফোর্ট‌।