নেতাজি

 Jalpaiguri News: প্রফেশন নয় বরং অবসরের প্যাশনই তাঁর পরিচয়! বৃদ্ধের তৈরি নেতাজি পাড়ি দিচ্ছে দিল্লি

জলপাইগুড়ি: সুবীরবাবুর তৈরি নেতাজি পাড়ি দিচ্ছে দিল্লি। প্রফেশন নয় বরং অবসর সময়ে করা হাতের কাজই দেশ-বিদেশে জনপ্রিয় করে তুলেছে ছোট্ট শহরের বাসিন্দা এই বৃদ্ধকে। প্রত্যেক মানুষের ভেতরেই লুকিয়ে থাকে তার সুপ্ত শিল্পী প্রতিভা। কখন তা বেরিয়ে আসে তা কখনও নিশ্চিত ভাবে বলা যায় না। আর সেই প্রতিভাই পরবর্তীতে একটি মানুষের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে মুহূর্তেই।

ঠিক তেমনি বয়সের ভারে স্থায়ী কাজ থেকে অবসর নিতেই জেগে উঠেছে জলপাইগুড়ির বাসিন্দা সুবীর মিত্রের ভেতর লুকিয়ে থাকা শিল্পী সত্ত্বা। আর তার শিল্প সত্ত্বাই পাড়ি দিচ্ছে দেশ-বিদেশে। এর আগেও তার হাতের কাঠের তৈরি ডাইনোসর পাড়ি দিয়েছেআমেরিকায়। সম্প্রতি তার নিখুঁত হাতের কাজের নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি পাড়ি দিতে চলেছে দিল্লিতে। এভাবেই নিদারুণ অবসর সময় কাটে সুবীর বাবুর।

আরও পড়ুন:খাওয়া তো দূর, ধরাও নিষেধ! কিন্তু একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন, কোথায় পাবেন এই সুস্বাদু পান?

এর আগে তিনি ছিলেন এক সরকারি কর্মী। কাজ থেকে অবসর নিতেই হাতুড়ির বাড়ি এবং নানা সরঞ্জাম নিয়ে লেগে পড়েছেন কাঠের নানা-আকৃতির হাতের কাজ বানাতে। তার ঝুলিতে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরণের বন্যপ্রাণ থেকে শুরু করে বিভিন্ন মণিষীদের মূর্তি। আর সেই মূর্তি এখন দেশের বহু মানুষের ঘরের শোভা বাড়াচ্ছে অগোচরেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে