টোটোপাড়া

North Bengal Trip: খরস্রোতা পেরিয়ে পৌঁছে ‌যান এই গ্রামে! বর্ষার মাদকতা ঘিরে ধরবে, ফিরতে মন চাইবে না

*বর্ষার ঝমঝম বৃষ্টির মাঝে একটু অ্যাডভেঞ্চার ট্রিপ করতে চান? ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল তো অনেক হল এবার রোমাঞ্চকরের জায়গার খোঁজ রইল প্রতিবেদনে। বর্ষায় যে ডুয়ার্স সেজে উঠে প্রকৃতির রঙে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিবেদনঃ সুরজিৎ দে। ফাইল ছবি। 
*বর্ষার ঝমঝম বৃষ্টির মাঝে একটু অ্যাডভেঞ্চার ট্রিপ করতে চান? ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল তো অনেক হল এবার রোমাঞ্চকরের জায়গার খোঁজ রইল প্রতিবেদনে। বর্ষায় যে ডুয়ার্স সেজে উঠে প্রকৃতির রঙে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিবেদনঃ সুরজিৎ দে। ফাইল ছবি।
*প্রকৃতির খামখেয়ালিপোনায় এই রোদ তো এই ঘন মেঘের আড়ালে বৃষ্টি।রহস্যময় এমন পরিবেশের পাশাপাশি যদি আপনি রোমাঞ্চকর ট্রিপে আগ্রহী হয়ে থাকেন তা হলে ডুয়ার্সের জায়গাটির জুড়ি মেলা ভার। চারটি নদী পেরিয়ে তবেই পৌঁছতে পারবেন এই ছোট্ট গ্রামে। জানতে পারবেন নানা অজানা কাহিনী। ফাইল ছবি। 
*প্রকৃতির খামখেয়ালিপোনায় এই রোদ তো এই ঘন মেঘের আড়ালে বৃষ্টি।রহস্যময় এমন পরিবেশের পাশাপাশি যদি আপনি রোমাঞ্চকর ট্রিপে আগ্রহী হয়ে থাকেন তা হলে ডুয়ার্সের জায়গাটির জুড়ি মেলা ভার। চারটি নদী পেরিয়ে তবেই পৌঁছতে পারবেন এই ছোট্ট গ্রামে। জানতে পারবেন নানা অজানা কাহিনী। ফাইল ছবি।
*ভাবছেন কোন জায়গার কথা বলা হচ্ছে? ডুয়ার্সে চেনা পরিচিত পাহাড় নদীর জঙ্গলের গভীরে লুকিয়ে রয়েছে টোটোপাড়া। টোটো উপজাতির বাস এখানে। এখানেই গড়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর পাঁচটা গ্রাম থেকে বেশ অনেকটাই আলাদা এই গ্রামের পরিবেশ। নাম শুনে বোঝাই যাচ্ছে এই গ্রামে থাকেন টোটো উপজাতির মানুষজন। ফাইল ছবি। 
*ভাবছেন কোন জায়গার কথা বলা হচ্ছে? ডুয়ার্সে চেনা পরিচিত পাহাড় নদীর জঙ্গলের গভীরে লুকিয়ে রয়েছে টোটোপাড়া। টোটো উপজাতির বাস এখানে। এখানেই গড়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর পাঁচটা গ্রাম থেকে বেশ অনেকটাই আলাদা এই গ্রামের পরিবেশ। নাম শুনে বোঝাই যাচ্ছে এই গ্রামে থাকেন টোটো উপজাতির মানুষজন। ফাইল ছবি।
*এলাকা সংলগ্ন হাউলি, কাউড়ি নদীর ঘিরেও রয়েছে পর্যটন স্থল। সেখানে ডলমাইট ও লাইমস্টোন পাওয়া যায়। ভুটান পাহাড়ের কাছেই রয়েছে ডলোমাইট। সেখানে ডলোমাইট সংগ্রহ করেন স্থানীয় গ্রামবাসীরা। সেটাই তাদের জীবীকা। সেখানেই রয়েছে টোটো জনজাতির বাস। ছোট ছোট টিনের ঘরে তাঁদের বাস। ফাইল ছবি। 
*এলাকা সংলগ্ন হাউলি, কাউড়ি নদীর ঘিরেও রয়েছে পর্যটন স্থল। সেখানে ডলমাইট ও লাইমস্টোন পাওয়া যায়। ভুটান পাহাড়ের কাছেই রয়েছে ডলোমাইট। সেখানে ডলোমাইট সংগ্রহ করেন স্থানীয় গ্রামবাসীরা। সেটাই তাদের জীবীকা। সেখানেই রয়েছে টোটো জনজাতির বাস। ছোট ছোট টিনের ঘরে তাঁদের বাস। ফাইল ছবি।
*ভুটানিদের সঙ্গে তাঁদের ভাষার বেশ মিল রয়েছে।পর্যটকরা মূলত টোটো পাড়া বাজারেই যান। জঙ্গলের মধ্যে বাঁশ এবং টিনের ছোট ছোট ঘর করে থাকেন তাঁরা। বছরের অন্যান্য সময় যাতায়াতের পথ সুগম হলেও বর্ষায় পুরো রাস্তা জুড়েই থাকে পাথর এবং জলের খরস্রোত। ফাইল ছবি। 
*ভুটানিদের সঙ্গে তাঁদের ভাষার বেশ মিল রয়েছে।পর্যটকরা মূলত টোটো পাড়া বাজারেই যান। জঙ্গলের মধ্যে বাঁশ এবং টিনের ছোট ছোট ঘর করে থাকেন তাঁরা। বছরের অন্যান্য সময় যাতায়াতের পথ সুগম হলেও বর্ষায় পুরো রাস্তা জুড়েই থাকে পাথর এবং জলের খরস্রোত। ফাইল ছবি।
*চারিদিকে সবুজ গাছ গাছালি হরেক রকম ফুলের বাহার, অজানা পাখির ডাক, খরস্রতা নদীর বয়ে যাওয়ার শব্দ, মেঘেদের আনাগোনা,প্রকৃতির কোলে হারিয়ে যেতেও নেই মানা। ফাইল ছবি। 
*চারিদিকে সবুজ গাছ গাছালি হরেক রকম ফুলের বাহার, অজানা পাখির ডাক, খরস্রতা নদীর বয়ে যাওয়ার শব্দ, মেঘেদের আনাগোনা,প্রকৃতির কোলে হারিয়ে যেতেও নেই মানা। ফাইল ছবি।
*এমন রোমাঞ্চকর পরিবেশের মাঝে পর্যটকদের রাতে যাপন করার জন্য রয়েছে সুব্যবস্থা। থাকা খাওয়া নিয়ে খরচ মাত্র ৮০০ টাকা। রয়েছে কটেজের আকারে ঘর। এ ছাড়াও, এক্কেবারে কাছ থেকে এখানকার মানুষদের জানতে পারবেন। ফাইল ছবি।
*এমন রোমাঞ্চকর পরিবেশের মাঝে পর্যটকদের রাতে যাপন করার জন্য রয়েছে সুব্যবস্থা। থাকা খাওয়া নিয়ে খরচ মাত্র ৮০০ টাকা। রয়েছে কটেজের আকারে ঘর। এ ছাড়াও, এক্কেবারে কাছ থেকে এখানকার মানুষদের জানতে পারবেন। ফাইল ছবি।