এই গরমে আরও স্পেশ্য়াল ট্রেন

Summer Special Train: এই গরমে যাত্রীদের সুবিধার জন্য চালু হল আরও স্পেশ্যাল ট্রেন! জেনে নিন স্টপেজ ও সময়সূচি

কাটিহার: গ্রীষ্মের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে কাটিহার ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে স্পেশ্যাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেল। গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের সুবিধার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কাটিহার ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সামার স্পেশ্যাল ট্রেন নং. ০৫৭২১/০৫৭২২ (কাটিহার–আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার) উভয় দিক থেকে দশটি করে ট্রিপের জন্য চলবে। এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশ্যাল ট্রেনের সুযোগ নিতে পারবেন।

আরও পড়ুন: স্লিপার-জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য সুখবর! এখন থেকে মাত্র ২০-৫০ টাকায় দারুণ খাবার ও জল, পরিষেবায় নয়া উদ্যোগ রেলের

স্পেশ্যাল ট্রেন নং. ০৫৭২১ (কাটিহার–আনন্দ বিহার টার্মিনাল) ২৪ এপ্রিল থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার কাটিহার থেকে ১৭.২৫ ঘণ্টায় রওনা দিয়ে বৃহস্পতিবার ১৮.৫০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে। ফেরত যাত্রার সময়, স্পেশ্যাল ট্রেন নং. ০৫৭২২ (আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার) ২৫ এপ্রিল থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার আনন্দ বিহার টার্মিনাল থেকে ২৩.২৫ ঘণ্টায় রওনা দিয়ে শনিবার ০১.৩০ ঘন্টায় কাটিহারে পৌঁছবে।

এই স্পেশ্যাল ট্রেনে যাত্রীদের সুবিধার জন্য এসি-৩ টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সিটিং কোচ থাকবে। যাত্রার উভয় পথে নাউগাছিয়া, বারাউনি জং, ছাপড়া, গোরখপুর জং, গোন্ডা জং, চাঁদৌসি জং এবং হাপুর জং ইত্যাদি হয়ে চলাচল করবে ও টিকিট উপলব্ধ থাকবে। সামার স্পেশ্যাল জয়পুর অবধি স্পেশ্যাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যাত্রী সংখ্যার চাহিদা দেখে আরও কয়েকটি রুটে স্পেশ্যাল ট্রেন চালানো হবে।

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই স্পেশ্যাল ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।