ICC T20 World Cup 2024: স্টেডিয়ামে বসে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ দেখতে চান? সর্বোচ্চ টিকিটের দাম ৯ লাখ টাকা!

নিউ ইয়র্ক: আইপিএল শেষ হতেই বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অনেক দল আমেরিকায় পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলতেও শুরু করে দিয়েছে। এর মধ্যেই ভারতের তিনটি ম্যাচের টিকিটের দাম কত হবে জানা গেল।

আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারত। এর পরে ৯ জুন পাকিস্তান এবং ১২ জুন আমেরিকার বিরুদ্ধে খেলা রোহিতদের। ভারতের এই প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। এই ম্যাচগুলির টিকিটের দাম প্রকাশ করা হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের দাম অন্য ম্যাচগুলির থেকে বেশি।

আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হতে জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন

ভারত-পাক ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে ৩০০ মার্কিন ডলার থেকে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকা। শুধু তাই নয়, সর্বোচ্চ অর্থাৎ ডায়মন্ড প্লাস ক্যাটাগরির টিকিটের দাম ১০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৮ লাখ ৩২ হাজার টাকা। ভারতে হওয়া ক্রিকেট খেলাগুলির তুলনায় যা অনেক গুণ বেশি।

ভারত- পাকিস্তান ম্যাচের টিকিটের দাম এত বেশি হলেও ভারতের সঙ্গে আয়ারল্যান্ড এবং আমেরিকার ম্যাচের টিকিটের দাম অপেক্ষাকৃত কম। এই দুই ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে ২০০ মার্কিন ডলার থেকে অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ হাজার টাকা। এই দুই ম্যাচের সর্বোচ্চ অর্থাৎ ডায়মন্ড প্লাস বিভাগের টিকিটের দাম ৭৫০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা।

ভারত- পাকিস্তান ম্যাচের ডায়মন্ড প্লাস বিভাগের টিকিটে অবশ্য বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে, যেমন- ভিআইপি পার্কিং, জলখাবার, শ্যাম্পেন লাঞ্চ সেই সঙ্গে এক জন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে কথাও বলা যাবে।