*কাপুর পরিবার প্রজন্মের পর প্রজন্মে উত্তরাধিকার সূত্রে অভিনয়ের ঐতিহ্য বহন করে চলেছে। এই পরিবারের সদস্যরা এখনও বলিউডের প্রথম সারিতে কেউ দাপিয়ে অভিনয় করেছেন, কেউ অভিনয় করছেন। কিন্তু এই পরিবারে এমন কিছু মানুষ আছেন যাঁরা আজও তাঁদের নিজেদের স্থান করে উঠতে পারেননি৷ শাম্মি কাপুর এবং গীতা বালির সন্তান আদিত্য রাজ কাপুর নিজের জায়গা একেবারেই পাকা করে উঠতে পারেননি৷ (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)

Bollywood Gossip: কাপুর পরিবারের জন্মালেও সবচেয়ে ফ্লপ ইনি! ৬৭ বছর বয়সে এমন কাজ করলেন, কুর্নিশযোগ্য

*কাপুর পরিবার প্রজন্মের পর প্রজন্মে উত্তরাধিকার সূত্রে অভিনয়ের ঐতিহ্য বহন করে চলেছে। এই পরিবারের সদস্যরা এখনও বলিউডের প্রথম সারিতে কেউ দাপিয়ে অভিনয় করেছেন, কেউ অভিনয় করছেন। কিন্তু এই পরিবারে এমন কিছু মানুষ আছেন যাঁরা আজও তাঁদের নিজেদের স্থান করে উঠতে পারেননি৷ শাম্মি কাপুর এবং গীতা বালির সন্তান আদিত্য রাজ কাপুর নিজের জায়গা একেবারেই পাকা করে উঠতে পারেননি৷ (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*কাপুর পরিবার প্রজন্মের পর প্রজন্মে উত্তরাধিকার সূত্রে অভিনয়ের ঐতিহ্য বহন করে চলেছে। এই পরিবারের সদস্যরা এখনও বলিউডের প্রথম সারিতে কেউ দাপিয়ে অভিনয় করেছেন, কেউ অভিনয় করছেন। কিন্তু এই পরিবারে এমন কিছু মানুষ আছেন যাঁরা আজও তাঁদের নিজেদের স্থান করে উঠতে পারেননি৷ শাম্মি কাপুর এবং গীতা বালির সন্তান আদিত্য রাজ কাপুর নিজের জায়গা একেবারেই পাকা করে উঠতে পারেননি৷ (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*বলিউডে বরাবরই কাপুর পরিবারের একচ্ছত্র আধিপত্য। এই পরিবার বলিউডকে একাধিক সুপারস্টার এবং নতুন শিল্পী উপহার দিয়েছে যুগ যুগ ধরে। যদিও এই পরিবারে এমন একজন ব্যক্তি রয়েছেন তিনি বলিউডে নিজের জায়গা করে উঠতে পারেননি। কিন্তু তিনি যা করেছেন, সেই পরিবারের আর কেউ এখন পর্যন্ত করে উঠতে পারেননি।
*বলিউডে বরাবরই কাপুর পরিবারের একচ্ছত্র আধিপত্য। এই পরিবার বলিউডকে একাধিক সুপারস্টার এবং নতুন শিল্পী উপহার দিয়েছে যুগ যুগ ধরে। যদিও এই পরিবারে এমন একজন ব্যক্তি রয়েছেন তিনি বলিউডে নিজের জায়গা করে উঠতে পারেননি। কিন্তু তিনি যা করেছেন, সেই পরিবারের আর কেউ এখন পর্যন্ত করে উঠতে পারেননি।
*আদিত্য রাজ কাপুর সিনেমা জগতে নেই। তিনি বর্তমানে তাঁর স্ত্রী প্রীতি কাপুর, দুই সন্তান তুলসী কাপুর এবং বিশ্ব প্রতাপ কাপুরের সঙ্গে গোয়ায় থাকেন। দিল্লিতে ফ্যান্টাসি ল্যান্ড ও আপ্পু ঘরের মালিক তিনি। এ ছাড়া তার ট্রাক ও গুদামের ব্যবসা রয়েছে, যার টার্নওভার বছরে কোটি কোটি টাকা। তবে এখন তিনি ব্যবসা থেকেও বিরতি নিয়েছেন এবং পুরোদস্তুর বাইকার। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*আদিত্য রাজ কাপুর সিনেমা জগতে নেই। তিনি বর্তমানে তাঁর স্ত্রী প্রীতি কাপুর, দুই সন্তান তুলসী কাপুর এবং বিশ্ব প্রতাপ কাপুরের সঙ্গে গোয়ায় থাকেন। দিল্লিতে ফ্যান্টাসি ল্যান্ড ও আপ্পু ঘরের মালিক তিনি। এ ছাড়া তার ট্রাক ও গুদামের ব্যবসা রয়েছে, যার টার্নওভার বছরে কোটি কোটি টাকা। তবে এখন তিনি ব্যবসা থেকেও বিরতি নিয়েছেন এবং পুরোদস্তুর বাইকার। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*ব্যবসায় সাফল্য পাওয়ার আগে তিনি তার বাবা শাম্মি কাপুর এবং কাকা রাজ কাপুর এবং শশী কাপুরের মতো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। ছোটবেলা থেকেই কাজ শুরু করেন তিনি। মা গীতা বালির 'জব সে তুমহো দেখা হ্যায়' ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথমবার দেখা যায় তাঁকে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*ব্যবসায় সাফল্য পাওয়ার আগে তিনি তার বাবা শাম্মি কাপুর এবং কাকা রাজ কাপুর এবং শশী কাপুরের মতো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। ছোটবেলা থেকেই কাজ শুরু করেন তিনি। মা গীতা বালির ‘জব সে তুমহো দেখা হ্যায়’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথমবার দেখা যায় তাঁকে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*এই ছবিতে অসাধারণ অভিনয় করেন। তাঁর অভিনয় দেখে অনেকেই বলেছিলেন আদিত্যও পরে তাঁর বাবা-দাদার মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় নাম হয়ে দাঁড়াবেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*এই ছবিতে অসাধারণ অভিনয় করেন। তাঁর অভিনয় দেখে অনেকেই বলেছিলেন আদিত্যও পরে তাঁর বাবা-দাদার মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় নাম হয়ে দাঁড়াবেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*আদিত্য কাপুর সুদর্শন। ট্যাঁ তারপরেই তিনি অভিনেতা হিসেবে সফল হতে পারেননি। কয়েকটি ছবিতে ছোট-বড় চরিত্রে অভিনয় করলেও বিষয়টি থেমে যায়। এরপর টেলিভিশনে কাজ শুরু করেন। আশুতোষ গোয়ারিকরের 'এভারেস্ট' ধারাবাহিকে অভিনয় করেছিলেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*আদিত্য কাপুর সুদর্শন। ট্যাঁ তারপরেই তিনি অভিনেতা হিসেবে সফল হতে পারেননি। কয়েকটি ছবিতে ছোট-বড় চরিত্রে অভিনয় করলেও বিষয়টি থেমে যায়। এরপর টেলিভিশনে কাজ শুরু করেন। আশুতোষ গোয়ারিকরের ‘এভারেস্ট’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*অভিনয়ের আগে রাজ কাপুরের 'ববি' ছবিতে সহকারী হিসেবে কাজ করেছিলেন আদিত্য। তিনি 'সত্যম শিবম সুন্দরম', 'সাজন', 'জিরাফতার', 'পাপি গুড়িয়া', 'আরজু'র মতো চলচ্চিত্রের সহকারী পরিচালক ছিলেন এবং পরে ২০০৭ সালে লেখক ও পরিচালক হিসাবে দুটি ইংরেজি ছবি 'ডোন্ট স্টপ ড্রিমিং' এবং 'সাম্বার সালসা' তৈরি করেন। দুটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*অভিনয়ের আগে রাজ কাপুরের ‘ববি’ ছবিতে সহকারী হিসেবে কাজ করেছিলেন আদিত্য। তিনি ‘সত্যম শিবম সুন্দরম’, ‘সাজন’, ‘জিরাফতার’, ‘পাপি গুড়িয়া’, ‘আরজু’র মতো চলচ্চিত্রের সহকারী পরিচালক ছিলেন এবং পরে ২০০৭ সালে লেখক ও পরিচালক হিসাবে দুটি ইংরেজি ছবি ‘ডোন্ট স্টপ ড্রিমিং’ এবং ‘সাম্বার সালসা’ তৈরি করেন। দুটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*আদিত্যর নাম এরপর চলচ্চিত্র থেকে মুছে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই ২০২৩ সালে মা গীতা বালির অপূর্ণ স্বপ্ন পূরণ করে ফের লাইমলাইটে আসেন। দর্শনে স্নাতক হয়েছিলেন আদিত্য ৫৯ শতাংশ নম্বর নিয়ে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*আদিত্যর নাম এরপর চলচ্চিত্র থেকে মুছে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই ২০২৩ সালে মা গীতা বালির অপূর্ণ স্বপ্ন পূরণ করে ফের লাইমলাইটে আসেন। দর্শনে স্নাতক হয়েছিলেন আদিত্য ৫৯ শতাংশ নম্বর নিয়ে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @Aditya রাজ কাপুর (@lordfusebox)
*সত্তরের দশকে স্কুলের পড়াশোনা শেষ করে কাকা রাজ কপূরের সঙ্গে হিন্দি ছবির দুনিয়ায় নেমে পড়েন আদিত্যরাজ। সহ-পরিচালনার মাধ্যমে বলিপাড়ায় হাতেখড়ি করেন তিনি।
*সত্তরের দশকে স্কুলের পড়াশোনা শেষ করে কাকা রাজ কপূরের সঙ্গে হিন্দি ছবির দুনিয়ায় নেমে পড়েন আদিত্যরাজ। সহ-পরিচালনার মাধ্যমে বলিপাড়ায় হাতেখড়ি করেন তিনি।
*৬৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করে নজির গড়লেন আদিত্যরাজ। আদিত্যরাজ কপূর পরিবারের প্রথম পুত্রসন্তান যিনি কলেজের গণ্ডি পার করলেন। এই ঘটনার আগে রণবীর কপূর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের পরিবারের কোনও পুরুষ সদস্য দ্বাদশ শ্রেণির বেশি আর পড়াশোনা করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্যরাজ জানান, স্নাতক স্তরের পড়াশোনার জন্য তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন কন্যা তুলসি কপূর।
*৬৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করে নজির গড়লেন আদিত্যরাজ। আদিত্যরাজ কপূর পরিবারের প্রথম পুত্রসন্তান যিনি কলেজের গণ্ডি পার করলেন। এই ঘটনার আগে রণবীর কপূর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের পরিবারের কোনও পুরুষ সদস্য দ্বাদশ শ্রেণির বেশি আর পড়াশোনা করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্যরাজ জানান, স্নাতক স্তরের পড়াশোনার জন্য তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন কন্যা তুলসি কপূর।