তৃণমূল নেতা জেসিবি৷ (ডানদিকে) ভিডিওর স্ক্রিনশট৷ (ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা)

Chopra Assault Case: চোপড়া ভিডিও কাণ্ডে তোলপাড় রাজ্য থেকে কেন্দ্র! ইতিমধ্যেই গ্রেফতার তৃণমূল নেতা ‘জেসিবি’, তৎপর প্রশাসন

কলকাতা: চোপড়া ভিডিও কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি৷ যুগল নিগ্রহের ভিডিও প্রকাশ্যে এনে ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন বাম নেতা মহম্মদ সেলিম এবং বিজেপির অমিত মালব্য৷ বিষয়টি নিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়কেরা৷ মুখ খুলেছেন নব নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও৷ যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা৷

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণীকে রাস্তায় ফেলে কঞ্চির ছড়া দিয়ে বেধাড়ক মারধর করছেন এক ব্যক্তি৷ মারধর করা হচ্ছে পাশে থাকা এক তরুণকেও৷ যিনি মারধর করছেন তাঁকে স্থানীয়েরা তৃণমূল নেতা তাজম্মুল বলে চিহ্নিত করেছেন বলে সূত্রের খবর৷ ওই নেতা এলাকায় পরিচিত ‘জেসিবি’ নামে৷ পরে অবশ্য অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে৷

রবিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে ওই ভিডিয়ো প্রকাশ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেলিম ভিডিয়োটি পোস্ট করে লিখেছিলেন, ‘‘সালিশি সভাও নয়। অপরাধের বিচার এবং শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা। যার ডাকনাম জেসিবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এ ভাবেই বিচার ব্যবস্থাকে দুরমুশ করা হচ্ছে চোপড়ায়।’’ পরে একই ভিডিও পোস্ট করে মালব্য লেখেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে থাকা বাংলার কুৎসিত মুখ।… প্রত্যেক গ্রামেই সন্দেশখালি রয়েছে।’’

আরও পড়ুন: শপথগ্রহণ ঘিরে কাটল না জটিলতা, রাজ্যপালকে ফের চিঠি রায়াত-সায়ন্তিকার! আবেদন জানালেন স্পিকারও

ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়াতেই রবিবারই গ্রেফতার করা হয় ‘জেসিবি’ নামের ওই তৃণমূল নেতাকে৷ পরে ইসলামপুরের পুলিশ সুপারও জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার সন্ধ্যায় জেসিবিকে গ্রেফতার করা হয়। জানা যায়, ভিডিয়োয় দেখতে পাওয়া ঘটনাটি ক’দিন আগে চোপড়া থানা এলাকার লক্ষ্মীপুরে ঘটেছিল৷ অন্তত, তেমনটাই জানিয়েছেন ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস৷

পরে ইসলামপুর জেলা পুলিশের তরফে একটি পোস্ট করে জানানো হয়, ‘‘চোপড়া থানা এলাকার এক মহিলাকে নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল ভুল তথ্য ছড়াতে শুরু করেছিল। কিন্তু পুলিশ দ্রুত পদক্ষেপ করে এবং অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে।’’

আরও পড়ুন: সোমবার থেকেই আইনকানুন বদলে যাচ্ছে দেশে, ব্রিটিশ আমলের বিধির বদলে এবার মোদি সরকারের নতুন ‘ক্রিমিনাল ল’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেসিবি ওরফে তাজম্মুল রবিবার চোপড়া এলাকাতেই ছিলেন। পুলিশি অভিযানে তিনি গ্রেফতার হন। সোমবার ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হয় তাঁকে।

বিরোধীদের অভিযোগ, এলাকায় নানা অপরাধমূলক কাজে জড়িত এই ‘জেসিবি’৷ পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে উত্তর দিনাজপুরের চোপড়ায় বামেদের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছিল এই নেতার বিরুদ্ধে। ওই ঘটনায় এক সিপিএম নেতার মৃত্যুও হয়েছিল। সেই ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন তাজম্মুল ইসলাম ওরফে ‘জেসিবি’। গুলিকাণ্ডে যে তাজম্মলু গ্রেফতার হয়েছিলেন, তা স্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল।