বাংলাদেশি হিন্দুদের আশ্বস্ত করলেন মহম্মদ ইউনুস৷ ছবি- রয়টার্স

Muhammad Yunus assures Bangladeshi Hindus: ‘একটাই পরিবার, বিভেদের প্রশ্ন নেই!’ বাংলাদেশের হিন্দুদের ভরসা দিলেন ইউনুস

ঢাকা: দেশের সংখ্যালঘু হিন্দুদের ভরসা দিতে তাঁদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস৷ এ দিন রাজধানী ঢাকায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে সেখানেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা৷

বৈঠকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের ইউনুসের আশ্বাস, বাংলাদেশের নতুন সরকার কোনও সাম্প্রদায়িক বিভেদে প্রশ্রয় দেবে না৷ পাশাপাশি জাতি, ধর্ম না দেখেই দেশের আইন অনুযায়ী প্রত্যেকের সমান ভাবে বিচার হবে বলেও এ দিন হিন্দুদের আশ্বস্ত করেছেন মহম্মদ ইউনুস৷

আরও পড়ুন: মুজিব হত্যার স্মরণে আর জাতীয় শোক দিবস নয়! বাংলাদেশে ১৫ অগাস্টের ছুটি বাতিল

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে শুরু হওয়া অশান্তির মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে হামলা, হিন্দুদের সম্পত্তি লুঠের মতো গুরুতর অভিযোগ উঠেছিল৷ আতঙ্কে দেশছাড়ার চেষ্টাও করেন বাংলাদেশের বহু হিন্দু নাগরিক৷ ভারতীয় সীমান্তেও ভিড় জমান বহু মানুষ৷

এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পরই দেশের সংখ্যালঘু হিন্দুদের ভরসা দিতে উদ্যোগী হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস৷ বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান তিনি৷ সেখানেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইউনুস বলেন, ‘এমন বাংলাদেশ গড়তে চাইছি যেখানে একটাই পরিবার থাকবে৷ কোনও বিভেদ, পার্থক্য করার প্রশ্নই ওঠে না৷ আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি৷’

হিন্দু সম্প্রদায়ের মানুষকে ন্যায়বিচারের আশ্বাসও দিয়েছেন ইউনুস৷ তিনি মনে করিয়ে দেন, আইনের চোখে সবাই সমান৷ ধৈর্য ধরার পাশাপাশি সরকারকে সাহায্য করার জন্যও হিন্দুদের কাছে আবেদন জানান মহম্মদ ইউনুস৷

পাল্টা হিন্দুদের পক্ষ থেকেও গত ৫৩ বছরে বাংলাদেশের সনাতন ধর্মাবিলম্বীদের উপরে হওয়া অত্যাচার ও বৈষম্যের অভিযোগের বিচারের জন্য একটি কমিশন গঠনের দাবি জানানো হয়৷