Muhammad Yunus: ছাত্রদের দাবিকেই মান্যতা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন মহম্মদ ইউনুস

ঢাকা: বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস৷ মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঠিক করতে তিন বাহিনীর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোয় দাবি করা হয়েছে৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে শুরু থেকেই মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার দাবি জানানো হয়েছিল৷ মঙ্গলবারই ইউনুস জানিয়ে দেন, ছাত্রদের দাবি মতো তিনি দায়িত্ব নিতে তৈরি৷

আরও পড়ুন: আরও বিপাকে হাসিনা, বড় সিদ্ধান্ত নিয়ে নিল আমেরিকা! এবার কী করবেন?

বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেস সচিবকে উদ্ধৃত করে আরও জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই তা ঠিক করা হবে৷ তবে অন্তর্বর্তী সরকারে একজন মুক্তিযোদ্ধাকে রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি৷ মঙ্গলবারের বৈঠকের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে দেওয়া প্রেস রিলিজেই এ কথা জানানো হয়েছে৷

বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের দাবিই ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠন৷ গতকাল শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আর্জি জানানো হবে৷ যদিও তার পরই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয় গোটা বাংলাদেশ জুড়ে৷

এই পরিস্থিতির মধ্যেই আজ ছাত্রদের দাবি মতো বাংলাদেশের সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন৷ তার পর এ দিন সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে এই বৈঠক শুরু হয়৷ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মহম্মদ তানজিমউদ্দিন খানও উপস্থিত ছিলেন৷

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পান মহম্মদ ইউনুস৷ বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তিনি৷ যদিও শেখ হাসিনা সরকারের সঙ্গে বার বার সংঘাতে জড়িয়েছিলেন তিনি৷ হাসিনা সরকার তাঁকে বিভিন্ন ভাবে হেনস্থা করেছে বলেও অভিযোগ ওঠে৷ মঙ্গলবার ইউনুস একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষার পক্ষেই তিনি৷