Flights: অল্পের জন্য বাঁচল কয়েকশো জনের প্রাণ! বিপজ্জনক ভাবে রানওয়েতে কাছাকাছি দুই উড়ান, রুদ্ধশ্বাস মুহূর্তের ভিডিও

মুম্বই: একই রানওয়েতে দু’-দু’টি বিমান। যেন কান ঘেঁষে বেরিয়ে গেল বিপদ! শনিবার সন্ধ্যায় এহেন রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী থাকল মুম্বই বিমানবন্দর। আর ক্যামেরায় ধরা পড়েছে সেই বিপজ্জনক ঘটনা। যা দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটদুনিয়ার বাসিন্দারা। সেই সঙ্গে প্রশ্ন উঠছে যাত্রীদের নিরাপত্তা নিয়েও।

ঠিক কী হয়েছিল সেই দিন? বিমান পরিবহণ সংক্রান্ত খবরের আউটলেট সিম্পল ফ্লাইং একটি প্রতিবেদনে জানিয়েছে যে, এই ঘটনাটি ঘটেছে দু’টি এয়ারবাস এ৩২০নিও-র মধ্যে। দেবী অহিল্যাবাঈ হোলকার বিমানবন্দর (আইডিআর) থেকে ইন্ডিগো উড়ান ৫০৫৩ এসে অবতরণ করেছিল ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ২৭-এ। এদিকে আবার ওই একই রানওয়ে থেকে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর (টিআরভি)-এর উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়া উড়ান ৬৫৭।

আরও পড়ুনTrain Cancel: ইদ-উল-আজহা উপলক্ষ্যে সাময়িক বাতিল মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এয়ার ইন্ডিয়া এয়ারবাসটি ওড়ার তোড়জোড় করছিল। আর তার ঠিক পিছনেই রানওয়ে ছোঁয়ার প্রস্তুতি নিচ্ছিল ইন্ডিগো উড়ানটি। যদিও এই বিষয়টা টেরও পায়নি এয়ার ইন্ডিয়া এয়ারবাস। তবে ইন্ডিগো উড়ানটি মাটি ছোঁয়ার আগেই উড়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়া এয়ারবাসটি। ফলে কোনও দুর্ঘটনা ঘটেনি। সেই ঘটনার ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডিগো ওই খবরের আউটলেটের কাছে একটি বিবৃতি জারি করেছে। তাতে জানানো হয়েছে যে, গত ৮ জুন ২০২৪ তারিখে ইন্ডিগো উড়ান ৬ই ৬০৫৩ ইনদওর থেকে আসছিল। সেটি মুম্বই বিমানবন্দরে এটিসি-র তরফ থেকে অবতরণের ছাড়পত্র পেয়েছিল। কম্যান্ডে থাকা বিমানচালক তাই এটিসি-র নির্দেশ অনুসরণ করে অবতরণ করতে থাকেন। ইন্ডিগোয় যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে সর্বোপরি। আর আমরাও পদ্ধতি অনুযায়ী ঘটনার কথা জানিয়েছি।

এহেন ঘটনা নতুন নয়। গত বছরের ১৭ নভেম্বরও ঘটেছিল এই ধরনের ঘটনা। বিপজ্জনক ভাবে কাছাকাছি এসে গিয়েছিল ইন্ডিগোর দু’টি উড়ান। আর ভয়ঙ্কর এই ঘটনাটির সাক্ষী হয়েছিল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআই)।