ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে মার্কিন মুলুকে প্রয়াত ভারতীয় ক্রিকেট কর্তা, শোকস্তব্ধ ক্রিকেট মহল

আমেরিকায় ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে মর্মান্তিক ঘটনা। রোহিত-বাবরদের দ্বৈরথ দেখার- পর মৃত্যু হল ভারতীয় ক্রিকেট কর্তার। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালের। সোমবার দুপুরে এই খবর সামনে আসতেই শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট মহল।

রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে ভারত-পাকিস্তানের রুদ্ধশ্বাস ম্যাচ উপভোগ করেছিলেন অমল কালে। এমসিএ সচিব অজিঙ্ক নায়ক এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সূরজ সামাতের সঙ্গে খেলা দেখেছিলেন এমসিএ সভাপতি। ভারতের জয়ের সেলিব্রেশনও করেছিলেন বলে জানা গিয়েছে।

কিন্তু জানা যায় ম্যাচ শেষে হোটেলের ফেরার পর সোমবার অসুস্থ বোধ করেন অমল কালে। তরপরই জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অমল কালে। সূত্রের খবর, অসুস্থ হওয়ার পর অমব কোলেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই শষ নিঃশ্বাস ত্যাগ করেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ভারতের দয়াতেই শেষ আটে যেতে পারে পাকিস্তান! জেনে নিন বাবরদের সামনে কী সমীকরণ

প্রসঙ্গত,২০২২ সালের অক্টোবরে ১৯৮৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন সন্দীপ পাতিলকে হারিয়ে এমসিএ-এর সভাপতি হয়েছিলেন অমল কোলে। তাঁর সময় কালে সাফল্যের সঙ্গে একদিনের বিশ্বকাপ আয়োজন ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। অমল কোলের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা।