Salman Khan Firing Case: সলমনের বাড়ির সামনে গুলি! পুলিশের জালে ২ আততায়ী, প্রকাশ্যে পরিচয়

মুম্বই: সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি। আর তাতেই তোলপাড় গোটা দেশ। সুপারস্টারের সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। রবিবার ভোরে গুলি চালিয়েই সেখান থেকে চম্পট দেয় আততায়ীরা। তবে সিসিটিভি-তে স্পষ্ট দেখা যায় তাদের মুখ। দায়ের হয় এফআইআর। সেই দুই দুষ্কৃতী এবার ধরা পড়ল।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গুজরাতের ভুজ থেকে ধরা পড়ে দুই দুষ্কৃতী। সলমনের বাড়িতে গুলি চালানোর পর মুম্বই থেকে পালিয়ে সেখানেই আশ্রয় নিয়েছিল তারা। সেখান থেকে মুম্বইয়ের অপরাধ দমন শাখা তাদের গ্রেফতার করে। দুই দুষ্কৃতীর ভিকি গুপ্ত এবং সাগর পাল। অভিনেতার বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে একটি দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক উদ্ধার করেছে পুলিশ।

সলমানের বাড়ির বাইরে যে দুই দুষ্কৃতী গুলি চালিয়েছিল বলে অভিযোগ, তারা নবি মুম্বইয়ের পানভেল এলাকায় এক মাসের জন্য একটি বাড়ি ভাড়া নিয়েছিল বলে জানা গিয়েছে। যেখানে বলিউড সুপারস্টারের একটি খামারবাড়ি রয়েছে। রবিবার ভোর ৫টার দিকে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চার রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: সলমনের বাড়ির সামনে গুলি চালানোর পর সিসিটিভি-তে আততায়ীদের মুখ স্পষ্ট! দায়ের করা হল FIR

আরও পড়ুন: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালাল কোন গ্যাং? মুসেওয়ালা খুনে অভিযুক্ত…NIA-ও খুঁজছে তাদের

বান্দ্রা পুলিশ কর্মকর্তার মতে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৭ (হত্যার চেষ্টা) এবং অস্ত্র আইনের অধীনে ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তির’ বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সলমনের বাড়ির বাইরে ভোর ৫টার দিকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা, পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। গুলি চালানোর পর অভিনেতার বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।