নবান্ন অভিযান ঘিরে শহরময় নিরাপত্তা

Nabanna Abhijan: ‘হামলার ছক’…! বিশাল পুলিশ বাহিনী…! স্টেশনে স্টেশনে তল্লাশি! ‘নবান্ন অভিযান’ ঘিরে টান টান উত্তেজনা শহর জুড়ে

কলকাতা: আজ মঙ্গলবার নবান্ন অভিযান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজকের এই নবান্ন অভিযান ঘিরেই অশান্তি-অরাজকতার ছক কষেছে বিরোধীরা। এর জেরে সতর্ক পুলিশও। প্রশাসনের তরফে একাধিক স্টেশনে চলছে তল্লাশি।

সোমবার বিকেল থেকেই কড়া নজরদারি শুরু হয়েছে হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে। সিসিটিভি, লাগেজ স্ক্যানারে ও পার্সেল সামগ্রীর উপর তল্লাশিতে লাগানো হয়েছে পুলিশ কুকুরও। রেল পুলিশ কর্তাদের কথায়, অন্য রাজ্য থেকে এসে অরাজকতা চালানোর মতো কার্যকলাপ হতে পারে।

আরও পড়ুন: সাড়ে ১২ ঘণ্টার তল্লাশি…! গোয়েন্দারা বেরোতে ১ মিনিটে তালা! সন্দীপের বাড়ি থেকে কী কী পেল CBI? চমকে দেওয়া তথ্য

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ হুঁশিয়ারি…! দক্ষিণবঙ্গে ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! আগামী ৪৮ ঘণ্টা কী হবে কলকাতায়? জানিয়ে দিল আলিপুর

গোয়েন্দা রিপোর্টের পর হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে। বাইরে থেকে যেসব দূরপাল্লার ট্রেনগুলো আসছে তার যাত্রীদের জিনিসপত্রের তল্লাশি করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ব্যাগে লুকিয়ে আনা হতে পারে আগ্নেয়াস্ত্র ও ইট,পাথরও।