ফের সচিব বদল! রাজ‍্যের একাধিক দফতরের দায়িত্বে বড়সড় রদবদল

Mob lynching in West Bengal: পর পর গণপিটুনি, ডাকাতি, অস্বস্তিতে নবান্ন! পুলিশের জন্য জারি হল ১১ দফার নির্দেশিকা

কলকাতা: গণপিটুনি, ডাকাতির মতো ঘটনা আটকাতে ফের রাজ্য পুলিশের জন্য ১১ দফা অ্যাডভাইজরি জারি করল নবান্ন। প্রত্যেকটি পুলিশ কমিশনারেটের কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের এই ১১ দফা নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা।

গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনি, সালিশির নামে হেনস্থার অভিযোগ সামনে এসেছে৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের৷ সালিশি সভা ডেকে নির্যাতনের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ পর পর এই ধরনের ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা৷ বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও৷

আরও পড়ুন: মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, হাওড়ায় গ্রেফতার যুবক! বিকেল ৫টার মধ্যে মুক্তির নির্দেশ হাইকোর্টের

নতুন এই ১১ দফা নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাবগুলিকে আরও সক্রিয় করতে হবে যাতে কোনও ঘটনা ঘটলেই সঠিক সময়ে পুলিশ খবর পায়৷ ২৪ ঘণ্টা ব্যাপী সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশদের আরও বেশি করে স্থানীয় এলাকায় ব্যবহার করতে হবে যাতে সঠিক সময়ে গণপিটুনির মতো ঘটনার খবর থানা পর্যন্ত পৌঁছয়।

এর পাশাপাশি গয়নার দোকানে ডাকাতি রুখতেও পরামর্শ দেওয়া হয়েছে কমিশনারেট এবং জেলা পুলিশের কর্তাদের৷ এই অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ডাকাতির ঘটনা রুখতে গোয়েন্দা দফতরকে আরও সক্রিয় হতে হবে৷ যে ধরনের দুষ্কৃতী দল এই ডাকাতির ঘটনা ঘটাচ্ছে, তাদের ধরতে আরও সক্রিয় হতে হবে পুলিশ এবং গোয়েন্দা দফতরকে৷ একই সঙ্গে প্রতিবেশী দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গেও সমন্বয় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের অপরাধে যুক্তদের সম্পর্কে আগাম খবর পাওয়া যায়৷ পাশাপাশি সীমান্ত এলাকাগুলিতে নাকা চেকিংও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ডাকাতির উদ্দেশ্যে রাজ্যে প্রবেশই না করতে পারে দুষ্কৃতীরা৷

এডিজি আইনশৃঙ্খলার দেওয়া অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ডাকাতির মতো ঘটনায় যে সমস্ত দুষ্কৃতীরা ধরা পড়ছে তাদের যাতে সঠিক শাস্তি হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। এতে সাধারণ মানুষের পুলিশের উপর আস্থা তৈরি হবে। অন্যান্য রাজ্য থেকে এই গ্যাং মেম্বাররা ঢুকে পড়ছে, তার জন্য সীমান্ত এলাকায় নাকা চেকিংয়ের প্রক্রিয়া আরও বাড়াতে হবে।

এ ছাড়াও বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধারেও অভিযান বাড়ানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন অ্যাডভাইজরিতে৷ মহিলাদের করা যে কোনও অভিযোগকে স্পর্শকাতর হিসেবে ধরে নিয়েই দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে৷