নবান্ন। প্রতীকী ছবি।

Nabanna News: মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা

কলকাতা: মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। রাজ্যজুড়ে যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প চলছে, মূলত তার নজরদারির দায়িত্বে থাকবেন প্রাক্তন মুখ্যসচিব। নবান্ন জানিয়েছে, আগামী তিন বছরের জন্য বিপি গোপালিকাকে এই দায়িত্ব দেওয়া হল।

২০২৩ সালে, বছরের একেবারে শেষ দিনে রাজ্যের নতুন মুখ্যসচিব হয়েছিলেন ভগবতীপ্রসাদ গোপালিকা। তার আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন। চলতি মাসেই কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দেয়নি, ফলে আর মুখ্যসচিব রইলেন না বিপি গোপালিকা। তাঁর দ্বিতীয়বার মেয়াদবৃদ্ধি হল না। বিপি গোপালিকার জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন মনোজ পন্থ।
অন্যদিকে, রাজ্যের নতুন অর্থ সচিব করা হয়েছে অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। প্রভাত কুমার মিশ্র এতদিন সেচ এবং জলসম্পদ উন্নয়ন দফতরের সচিব ছিলেন। তাঁকে কাজ করতে হবে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার রোশনি সেন মৎস্য দফতরের সচিব ছিলেন। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন। তাঁকে জলসম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।