`মেসি মনে রেখ, দিয়েগো মারাদোনা কিন্তু ফাইনালটা দেখবেন’ ! আবেগে ভাসলেন বাতিস্তুতা

#দোহা: নিজের ফুটবল জীবনের মধ্য গগনে যখন ছিলেন, তখন তার মত ধ্বংসাত্মক স্ট্রাইকার গোটা ফুটবল দুনিয়াতেই কম ছিল। তার থেকে সামান্য হলে এগিয়েছিলেন ব্রাজিলের রোনাল্ডো। দীর্ঘ সাত থেকে আট বছর আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে বিভিন্ন দলের বিরুদ্ধে গোল করেছেন গ্যাবরিয়েল বাতিস্তুতা।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা জয় থেকে আর একধাপ দূরে লিওনেল মেসি ও তার দল। রবিবার ভারতীয় সময় রাত ৮:৩০ টায় ফ্রান্সের বিপক্ষে ফাইনাল। চলতি বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন মেসি। গোলের রেকর্ডে প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন, আবার গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙেছেন।

আরও পড়ুন – ক্যান্সারের সঙ্গে লড়ছেন, সময় বড়জোর ছ মাস ! ফাইনালের আগে মেসিকে খোলা চিঠি প্রথম শিক্ষিকার

কাতার বিশ্বকাপে মেসির খেলা দেখে সেই বাতিস্তুতার মনে হচ্ছে যেন ২০ বছর বয়সী এক তরুণ মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তিন বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে ১০ গোল করা প্রাক্তন আর্জেন্টিনা তারকা বাতিস্তুতা আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’–এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার রেকর্ড মেসি ভেঙেছে, এতে আমি মোটেই কষ্ট পাইনি। এটা মেসির প্রাপ্য।

যদি কোনো একজনের এই রেকর্ড হওয়া উচিত, সেটা মেসিই। মেসি এলিয়েন নয়, ও একজন মানুষ যে বিশ্বসেরা। যখন সেই মানুষটা আপনার রেকর্ড ভাঙবে, সেটা আপনাকে কষ্ট নয়, আনন্দ দেবে। চলতি বিশ্বকাপে ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করা মেসিকে নিয়ে বাতিস্তুতা আরও বলেন, আমি ভেবেছিলাম, ও আরও শান্ত থাকবে।

কিন্তু মেসি তো ২০ বছরের তরুণের মতো খেলছে। মেসি বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। বিশ্বকাপ জিততেই ও কাতারে এসেছে। মেসি দলের মধ্যেই এর মনোভাব ছড়িয়ে দিচ্ছে। ফুটবলে এটাই দরকার। দলের মধ্যে বিশ্বকাপ জেতার মতো একটা ইতিবাচক শক্তি আছে। বিশ্বকাপ জেতার সব সামর্থ্যই আমাদের আছে।

বাতিগোল ছাড়াও কাতারে উপস্থিত আছেন ক্রিস্পো, সরিন, ক্যাম্বিয়াসদের প্রাক্তন আর্জেন্টাইন তারকারা। এরা নিজেদের ফুটবল জীবনে যেটা পারেনি সেটা মেসি করে দেখান এই প্রার্থনা সকলের। বাতিগোল নিশ্চিত দিয়েগো মারাদোনা যেখানেই থাকুন ফাইনালটা অবশ্যই দেখবেন। সেটা মনে রেখেই মেসিদের খেলতে বললেন প্রাক্তন কিংবদন্তি।