মাত্র ৬ বছরের অভিনয় জীবন। সঞ্জয় দত্ত, অজয় দেবগণ, অনিল কাপুর-সহ বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন প্রায় এক ডজন ছবিতে। কিন্তু কোনওটাই সাফল্যের মুখ দেখেনি। বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছিল মাত্র ২টি ছবি। সাফল্যের এহেন গ্রাফের কারণেই টিকতে পারেননি। অচিরেই বিদায় জানাতে হয় বলিউডকে।

৬ বছরের কেরিয়ারে ১৬টি ফ্লপ ছবি, শেষে সুপারস্টারকে বিয়ে করে ইতি টানেন কেরিয়ারে, এই অভিনেত্রীকে চেনেন?

মাত্র ৬ বছরের অভিনয় জীবন। সঞ্জয় দত্ত, অজয় দেবগণ, অনিল কাপুর-সহ বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন প্রায় এক ডজন ছবিতে। কিন্তু কোনওটাই সাফল্যের মুখ দেখেনি। বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছিল মাত্র ২টি ছবি। সাফল্যের এহেন গ্রাফের কারণেই টিকতে পারেননি। অচিরেই বিদায় জানাতে হয় বলিউডকে।
মাত্র ৬ বছরের অভিনয় জীবন। সঞ্জয় দত্ত, অজয় দেবগণ, অনিল কাপুর-সহ বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন প্রায় এক ডজন ছবিতে। কিন্তু কোনওটাই সাফল্যের মুখ দেখেনি। বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছিল মাত্র ২টি ছবি। সাফল্যের এহেন গ্রাফের কারণেই টিকতে পারেননি। অচিরেই বিদায় জানাতে হয় বলিউডকে।
কে এই অভিনেত্রী? তিনি নম্রতা শিরোদকর। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। নামডাকও হয়েছিল। সেই সূত্রেই হিন্দি সিনেমার জগতে আত্মপ্রকাশ। ১৯৯৩ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন নম্রতা। তারপর ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। তবে খেতাব জিততে পারেননি। ষষ্ঠ হন তিনি। তবে শিশু শিল্পী হিসাবে নম্রতার নামডাক ছিল। ১৮৭৭ সালে শত্রুঘ্ন সিনহার ছবি ‘শিরিডি কি সাঁই বাবা’-তে অভিনয় করেছিলেন তিনি।
কে এই অভিনেত্রী? তিনি নম্রতা শিরোদকর। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। নামডাকও হয়েছিল। সেই সূত্রেই হিন্দি সিনেমার জগতে আত্মপ্রকাশ। ১৯৯৩ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন নম্রতা। তারপর ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। তবে খেতাব জিততে পারেননি। ষষ্ঠ হন তিনি। তবে শিশু শিল্পী হিসাবে নম্রতার নামডাক ছিল। ১৮৭৭ সালে শত্রুঘ্ন সিনহার ছবি ‘শিরিডি কি সাঁই বাবা’-তে অভিনয় করেছিলেন তিনি।
মডেলিং ছেড়ে পাকাপাকিভাবে হলিউডে চলে আসেন নয়ের দশকে। ‘পূরব কি লায়লা ওউর পশ্চিম কি ছায়লা’ ছবিতে অক্ষয় কুমার এবং সুনীল শেঠির বিপরীতে অভিনয় করেন নম্রতা। সেই দিন থেকে এটাই তাঁর প্রথম ছবি। কিন্তু কোনও এক কারণে এই ছবি মুক্তি পায়নি। তাই ১৯৯৮ সালে ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’ ছবিকেই তাঁর প্রথম ছবি হিসাবে ধরা হয়।
মডেলিং ছেড়ে পাকাপাকিভাবে হলিউডে চলে আসেন নয়ের দশকে। ‘পূরব কি লায়লা ওউর পশ্চিম কি ছায়লা’ ছবিতে অক্ষয় কুমার এবং সুনীল শেঠির বিপরীতে অভিনয় করেন নম্রতা। সেই দিন থেকে এটাই তাঁর প্রথম ছবি। কিন্তু কোনও এক কারণে এই ছবি মুক্তি পায়নি। তাই ১৯৯৮ সালে ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’ ছবিকেই তাঁর প্রথম ছবি হিসাবে ধরা হয়।
‘জব প্যায়ার কিসি সে হোতা হ্যায়’ বক্স অফিসে মোটামুটি ভালই চলেছিল। আয়ও মন্দ হয়নি। একের পর এক কাজ আসতে থাকে। ওই বছরেই ‘মেরে দো আনমোল রতন’ ছবিতে অভিনয় করেন নম্রতা। কিন্তু এবার বিপর্যয়। ডাহা ফ্লপ করে এই ছবি। এরপর 'হিরো হিন্দুস্তানি', 'কাচ্চে ধাগে', 'আগাজ', 'অস্তিত্ব', 'আলবেলা', 'তেরা মেরা সাথ রাহে'-এর মতো পরপর ছবিতে কাজ করেন নম্রতা।
‘জব প্যায়ার কিসি সে হোতা হ্যায়’ বক্স অফিসে মোটামুটি ভালই চলেছিল। আয়ও মন্দ হয়নি। একের পর এক কাজ আসতে থাকে। ওই বছরেই ‘মেরে দো আনমোল রতন’ ছবিতে অভিনয় করেন নম্রতা। কিন্তু এবার বিপর্যয়। ডাহা ফ্লপ করে এই ছবি। এরপর ‘হিরো হিন্দুস্তানি’, ‘কাচ্চে ধাগে’, ‘আগাজ’, ‘অস্তিত্ব’, ‘আলবেলা’, ‘তেরা মেরা সাথ রাহে’-এর মতো পরপর ছবিতে কাজ করেন নম্রতা।
কিন্তু আয়ের দিক থেকে সবকটা ছবিই সুপারফ্লপ হয়।পরিসংখ্যান বলছে, ৬ বছরের অভিনয় কেরিয়ারে নম্রতা ফ্লপ এবং সুপারফ্লপ ছবিই দিয়েছেন। মোট ১৬টি ছবি ফ্লপ হয় তাঁর। এরপর দক্ষিণের ছবিতে ভাগ্য ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানেও খুব বেশি সাফল্য মেলেনি। ২০০০ সালে ‘টলিউডের যুবরাজ’ নামে খ্যাত মহেশ বাবুর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর।
কিন্তু আয়ের দিক থেকে সবকটা ছবিই সুপারফ্লপ হয়। পরিসংখ্যান বলছে, ৬ বছরের অভিনয় কেরিয়ারে নম্রতা ফ্লপ এবং সুপারফ্লপ ছবিই দিয়েছেন। মোট ১৬টি ছবি ফ্লপ হয় তাঁর। এরপর দক্ষিণের ছবিতে ভাগ্য ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানেও খুব বেশি সাফল্য মেলেনি। ২০০০ সালে ‘টলিউডের যুবরাজ’ নামে খ্যাত মহেশ বাবুর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর।
শ্যুটিং সেটের আলাপ থেকে ধীরে ধীরে প্রেম। এভাবে চলে পাঁচ বছর। অবশেষে ২০০৫ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের পরই পাকাপাকিভাবে ফিল্ম জগতকে বিদায় জানান অভিনেত্রী। এখন মহেশ বাবুর সঙ্গে সুখে ঘর সংসার করছেন ২ সন্তানের মা নম্রতা।
শ্যুটিং সেটের আলাপ থেকে ধীরে ধীরে প্রেম। এভাবে চলে পাঁচ বছর। অবশেষে ২০০৫ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের পরই পাকাপাকিভাবে ফিল্ম জগতকে বিদায় জানান অভিনেত্রী। এখন মহেশ বাবুর সঙ্গে সুখে ঘর সংসার করছেন ২ সন্তানের মা নম্রতা।