প্রয়াত নার্কোসের অভিনেতা

Narcos Actor Death: ফের দুঃসংবাদ! ক্যানসারের সঙ্গে লড়াইয়ে ইতি, মাত্র ৪২-এই সন্তানদের ছেড়ে চলে গেলেন অভিনেতা

নিউইয়র্ক: শিল্প জগতে একের পর এক দুঃসংবাদ। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত বিশ্বখ্যাত অভিনেতা অ্যাডান ক্যান্টো। মাত্র ৪২ বছর বয়সেই ভরা সংসার ফেলে রেখে চলে গেলেন তিনি। ‘দ্য ক্লিনিং লেডি’ এবং ‘ডেজিগনেটেড সারভাইভার’ ছবিতে তাঁর অভিনয়ের জন্য পরিচিত।

অ্যাপেন্ডিসিয়াল ক্যানসারে ভুগছিলেন বহুদিন ধরে। সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রচারক জেনিফার অ্যালেনের মতে, ‘ক্যান্টোর অন্তরে যে পরিমাণ গভীরতা ছিল, তা অনেকেই জানত না। যাঁরা খানিক আভাস পেয়েছিলেন, তাঁরা চিরতরে বদলে গিয়েছেন। অনেকেই তাঁর কথা মনে করবেন বারবার।’

আরও পড়ুন: টালিগঞ্জ নয়, উত্তরপ্রদেশে পৈতৃক ভিটেয় সমাধিস্থ করা হবে রাশিদ খানকে, আজই ছাড়বেন এ শহর

মেক্সিকোতে জন্ম, তবে বড় হয়েছেন টেক্সাসে। দক্ষ অভিনেতা এবং সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি। ‘দ্য ক্লিনিং লেডি’-তে অভিনয় করেছিলেন ক্যান্টো। তাঁর মৃত্যুর সময় সিরিজের তৃতীয় সিজনের শ্যুট করছিল। অ্যালেনের থেকে জানা যায়, ক্যান্টো তখনও নতুন সিজনের কাজ শুরু করেননি।

অন্যান্য টিভি সিরিজের মধ্যে ‘ডেজিনেটেড সারভাইভার’ ‘নারকোস’ এবং ‘ব্লাড অ্যান্ড অয়েল’-এর ভূমিকার জন্যও পরিচিত ছিলেন। তাঁর অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘এক্স-মেন: ডেস অফ ফিউচার পাস্ট’ এবং ‘এজেন্ট গেম’।

ওয়ার্নার ব্রোস টেলিভিশন এবং ফক্স এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘আদান ক্যান্টোর মৃত্যুর খবরে আমরা মর্মাহত। একজন চমৎকার অভিনেতা এবং ভাল বন্ধু, এক দশকেরও বেশি আগে আমেরিকায় ‘দ্য ফলোয়িং’ দিয়ে ডেবিউ করেছিলেন। তার পর থেকে ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন এবং ফক্স এন্টারটেইনমেন্ট পরিবারের অংশ ছিলেন তিনি।’

ক্যান্টো রেখে গেলেন তাঁর স্ত্রী স্টেফানি অ্যান ক্যান্টো এবং তাঁর ছোট ছোট সন্তান রোমান অ্যাডলার এবং ইভ জোসেফাইনকে।