রাহুলকে নিশানা মোদির৷

Narendra Modi on Rahul Gandhi: ‘বালক বুদ্ধি’, ‘জিরো’! শোলের ‘মাসি’ চরিত্রকে টেনে লোকসভায় রাহুলকে জবাব মোদির

নয়াদিল্লি: গতকাল সংসদে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ একদিন পরই তার জবাব দিলেন মোদি৷ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল তুলে ধরে রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করে একের পর এক আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী৷ রাহুল গান্ধিকে বালক বলা থেকে শুরু করে কংগ্রেসকে পরজীবী বলে কটাক্ষ করা, কোনও কিছুই বাদ দেননি মোদি৷ শুধু তাই নয়, রাহুল গান্ধিকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে বিখ্যাত হিন্দি ছবি শোলের ‘মাসি’ চরিত্রের কথা ও টেনে এনেছেন মোদি৷

এ দিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘এই প্রথমবার পর পর তিনটি লোকসভা নির্বাচনে একশোর গণ্ডি পেরোতে পারল না কংগ্রেস৷ তা সত্ত্বেও কংগ্রেস এমন ধারণা মানুষের মধ্যে ছড়াতে চাইছে যেন তারা বিজেপিকে হারিয়েই দিয়েছে৷ মোদি বলেন, ৯৯ নম্বর নিয়ে একজন সবাইকে দেখাত দেখো কত নম্বর পেয়েছি। মানুষও ভাবত কত নম্বর পেয়েছে। পরে জানতে পারল মানুষ যে ১০০র মধ্যে ৯৯ পায়নি, ৫৪৩-এ ৯৯ পেয়েছে।’

আরও পড়ুন: ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ২৭! উত্তর প্রদেশের হাথরসে মৃত্যু মিছিল

এর পরেই শোলে সিনেমার প্রসঙ্গ টেনে মাসি চরিত্রের অবতারণা করেন মোদি৷ কংগ্রেসের নৈতিক জয়ের দাবিকেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী৷ বিদ্রুপের সুরে তিনি বলেন, ‘কংগ্রেস নেতাদের মন্তব্য শোলে সিনেমার সংলাপকেও ছাপিয়ে গিয়েছে৷ শোলে সিনেমার মাসি চরিত্রকে মনে আছে তো? তৃতীয় বার পরাজয় হল, তাতে কী মাসি, নৈতিক জয় তো হয়েছে!  আরে মাসি ১৩ রাজ্যে জিরো (শূন্য) পেয়েছি, তাতে কী, হিরো তো আছে৷’ রাহুলের নাম না করেই তাঁর আচরণকে শিশু সুলভ বলেও দাবি করেন মোদি৷ কটাক্ষ করে বলেন, ‘তুমসে না হো পায়েগা (তোমার দ্বারা হবে না)৷’

 

গত দুটি লোকসভা নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস সহ বিরোধীদের ফল তুলনামূলক ভাবে অনেকটাই ভাল৷ মোদি অবশ্য কংগ্রেসেকে এ দিন পরজীবী বলে ইন্ডিয়া জোটের অন্দরেই অস্বস্তি বাড়ানোর কৌশল নিয়েছেন৷ কংগ্রেসকে পরজীবী বলে কটাক্ষ করে মোদির দাবি, শরিকদের সৌজন্যেই কংগ্রেসের ফল ভাল হয়েছে৷

মোদি বলেন, ‘২০২৪ থেকে কংগ্রেস পরজীবী নামে পরিচিত হবে৷ যেখানে যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির মুখোমুখি লড়াই হয়েছে সেখানে ওদের সাফল্যের হার ২৬ শতাংশ৷ কংগ্রেস যে পার্টির সঙ্গে জোট করে, সেই পার্টির ভোট খেয়ে নেয়৷ নিজের সহযোগীদের হয়ে ভোট পেয়েছে। সহযোগীদের ভোট না খেলে লোকসভায় কংগ্রেসের পক্ষে এত সিট জেতাও মুশকিল ছিল।’