অনন্ত-রাধিকাকে আশির্বাদ করে বেরিয়ে গেলেন নরেন্দ্র মোদি! নব দম্পতির সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়

Narendra Modi on Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকাকে আশীর্বাদ নরেন্দ্র মোদির! অনুষ্ঠানস্থল ছাড়ার পথে আতিথেয়তায় ত্রুটি রাখলেন না আম্বানি দম্পতি, ভিডিও ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়

মুম্বই: নববিবাহিত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশীর্বাদের পর প্রধাবনমন্ত্রীকে পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় নব দম্পতিকে। শনিবার এই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিয়েতে উপস্থিত অন‍্যান‍্য অতিথীদের সঙ্গেও দেখা করেন মোদি। তারপরেই তাঁকে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি। প্রধানমন্ত্রীর নবদম্পতিকে আশির্বাদ করা থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তের ভিডিওগুলি ছড়িয়ে পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করার পর প্রধানমন্ত্রীকে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি অন‍্যান‍্য অতিথী-অভ‍্যাগতদের মাঝে নিয়ে যান। ক্রিকেট জগত্‍ থেকে ক্রীড়া দুনিয়া, দেশের একাধিক তারকা। এরপরেই দেখা যায় উপস্থিত জনতার উদ্দ‍্যেশ‍্যে হাত হাত নাড়তে নাড়তে বেরিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ট্রাম্পের সভায় গুলি! কান থেকে ছিটকে মুখে-ঠোঁটে রক্ত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে খুনের ছক?

প্রসঙ্গত, নবদম্পতি অনন্ত-রাধিকাকে উপহারও দিয়েছেন প্রধানমন্ত্রী। একটি ভিডিয়োয় ধরা পড়েছে অনন্ত-রাধিকাকে মোদির উপহার দেওয়ার মুহূর্ত৷ তার পর মুহূর্তেই মোদির পা ছুঁয়ে আশীর্বাদ নেন নবদম্পতি৷ মুকেশ ও নীতা আম্বানি, শাইলা এবং বীরেন মার্চেন্টকেও শুভেচ্ছা জানান মোদি৷

 

View this post on Instagram

 

A post shared by Ambani Family (@ambani_update)

অন্য আরেকটি ভিডিয়োয় দেখা গিয়েছে নীতা এবং মুকেশ আম্বানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবাহবাসরে আমন্ত্রণ জানাচ্ছেন৷ ভিডিয়োয় আকাশ এবং ইশা আম্বানির সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে৷

আরও পড়ুন: রীতেশ-জেনেলিয়া থেকে সস্ত্রীক রহমান! অনন্ত-রাধিকার বিয়েতে কোন দম্পতিরা নজর কাড়লেন?

অনুষ্ঠানে যাওয়ার আগে, প্রধানমন্ত্রী মোদি ঠাণে এবং বোরিভালির মধ্যে দু’টি জোড়া টানেলের পাশাপাশি বিএমসির গোরেগাঁও-মুলুন্ড লিঙ্ক রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ এদিন মুম্বইয়ে ২৯,৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এবং অজিত পাওয়ার। শিন্ডে, ফড়ণবীস এবং অজিত পাওয়ারও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।