করোনা পরীক্ষার আগে কী ভাবে থাকবেন হোম কোয়ারেন্টাইনে, তথ্য ভাগ করলেন মোদি

#নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের সংক্রমণে ত্রস্ত গোটা দেশ৷ ইতিমধ্যেই বিপর্যয় ঘোষণা করা হয়েছে করোনা সংক্রমণের প্রভাবকে৷ এই পরিস্থিতিতে কোরানো মোকাবিলার জন্যে হোম কোয়ারেন্টাইন করে থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিপর্যস্তদের পরিবারকে চার লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন তিনি৷

শনিবার প্রধানমন্ত্রী নিজের টুইট হ্যান্ডেলে স্বাস্থ্যমন্ত্রকের হোম কোয়ারেন্টাইন নির্দেশিকা শেয়ার করেন৷ লেখেন, ‘‘এই নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ, সকলে পড়ুন৷’’

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য হোম কোয়ারেন্টাইন করা জরুরি৷ জ্বর-সর্দিতে আক্রান্ত ব্যক্তির জন্যে এই নির্দেশিকায় বহু নিদান দেওয়া হয়েছে৷ যেমন বলা হয়েছে- হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি একটি ঘরেই থাকেন৷ সংলগ্ন টয়লেট থাকা জরুরি৷ কোনও ভাবেই যেন কোনও জমায়েতে না যাওয়া হয়৷ হাত ধোয়ার ক্ষেত্রেও অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানেটাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে৷ খাবার, পানীয়, টাওয়েল, বিছানা ইত্যাদি না ব্যবহার করার অনুরোধ করা হয়েছে৷