IMD Kolkata Rain Forecast: কবে কীরকম বৃষ্টি হবে কলকাতায়, জেনে নিন। ১৬ জুন অর্থাৎ গতকাল, এবং আজ, সোমবার, ১৭ জুন শহরে হালকা বৃষ্টি এবং বজ্রপাত। তাপমাত্রা ছিল ২৯ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Weather Lightning: বৃষ্টি শুরু হতেই যাত্রী প্রতীক্ষালয়ে ছুটে গিয়েছিলেন, আচমকা ছিটকে পড়ে অচৈতন্য! মর্মান্তিক পরিণতি বধূর

খাতড়াঃ বজ্রাঘাতে আবারও প্রাণ গেল একজনের। বাসযাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়েও শেষরক্ষা হল না। বজ্রপাত প্রাণ কেড়ে নিল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার খাতড়া থানার বাগজোবড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অঞ্জলি সর্দার (৩৮)। বাড়ি খাতড়ার আমডিহা গ্রামে।

মৃত মহিলা স্বামী প্রকাশ মাহাতো জানিয়েছেন, বাগজোবড়া গ্রামে সাপ্তাহিক হাটে স্ত্রীকে নিয়ে সবজি বিক্রি করতে গিয়েছিলেন তিনি। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অন্যান্যদের সঙ্গে তাঁরাও রাস্তার পাশে বাগজোবড়া বাসের যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নেন। ঘনঘন বাজ পড়ছিল বৃষ্টির সঙ্গে। সেই সময় আচমকা বজ্রপাতে তিনি, তাঁর স্ত্রী-সহ আরও একজন অচৈতন্য হয়ে পড়েন। স্থানীয় লোকজন ও পুলিশের উদ্যোগে তিন জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অঞ্জলি সর্দারকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ১২ মাসই দু-হাত ভরে আসবে টাকা! সামান্য পুঁজিতে শুরু করুন এই কাজ, টাকার পাহাড়ে বসবেন

জানা গিয়েছে, বাকি দুই আহত সম্পূর্ণ সুস্থ থাকায় তাঁদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খাতড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। আজ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে, তারপর তুলে দেওয়া হবে পরিবারের হাতে।