পিটিআই

Lok Sabha Election 2024: ‘নরেন্দ্র মোদি আমাদের নেতা’,বললেন চন্দ্রবাবু, নীতীশ, এনডিএ-এর বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

নয়াদিল্লি: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বুধবার তাদের জোটের নেতা হিসাবে নরেন্দ্র মোদির ঘোষণা করল৷ ফলে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ এখন সময়ের অপেক্ষা৷ এনডিএ-এর জোটসঙ্গীরা প্রধানমন্ত্রীর বাসভবনে এ দিন বৈঠকে বসে, সেখানে সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ এ ছাড়াও, নরেন্দ্র মোদিকে এনডিএ জোটের নেতা ঘোষণা করা হল। আগামী ৭ তারিখ সংসদীয় পার্টির বৈঠক ডাকা হল ১১টায়।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন টিডিপি প্রেসিডেন্ট চন্দ্রবাবু নাইডু, ছিলেন জেডিইউ প্রধান ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ ও এলজিপি প্রধান চিরাগ পাসওয়ান৷

এ বারের লোকসভা নির্বাচনের ফলের নিরিখে সরকার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে টিডিপি, জেডিইউ ও শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ও এলজিপি৷ যাঁরা যথাক্রমে ১৬, ১২, ৭ ও ৫টি করে আসন পেয়েছে৷ আর কিছুদিনের মধ্যেই এনডিএ-এর শরিকদলগুলি একসঙ্গে আলোচনায় বসবে ও সেই দিনই আনুষ্ঠানিক ভাবে মোদিকে জোট-নেতা হিসাবে ঘোষণা করা হবে৷