টোকিওর পর নীরজ চোপড়া প্যারিসেও সোনা জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। তবে এবার যাত্রা থামল রুপো জিতে।

Paris Olympics 2024: সোনার পর রুপো! ভারতীয় হিসেবে নতুন ইতিহাস লিখলেন নীরজ

সোনার কাছে এসেও রুপো জিতলেও দেশবাসীকে আবারও গর্বিত করলেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। এই নিয়ে পর পর দুটি অলিম্পিক্সে পদক জিতে ভারতের সবথেকে সফল অলিম্পিয়ান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। চোট আঘাত নিয়েও তাঁর এই লড়াই দেশবাসীকে ভরসা জুগিয়েছিল। এক সময়ে গোটা ভারতবাসী তাকিয়ে ছিলেন নীরজের সোনা জয়ের দিকে। কিন্তু, শেষে রুপো পেয়েই দেশকে গর্বিত করেন এই অ্যাথলিট।
সোনার কাছে এসেও রুপো জিতলেও দেশবাসীকে আবারও গর্বিত করলেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। এই নিয়ে পর পর দুটি অলিম্পিক্সে পদক জিতে ভারতের সবথেকে সফল অলিম্পিয়ান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। চোট আঘাত নিয়েও তাঁর এই লড়াই দেশবাসীকে ভরসা জুগিয়েছিল। এক সময়ে গোটা ভারতবাসী তাকিয়ে ছিলেন নীরজের সোনা জয়ের দিকে। কিন্তু, শেষে রুপো পেয়েই দেশকে গর্বিত করেন এই অ্যাথলিট।
পাকিস্তানের আরশাদ নাদিমের প্রায় ৯২.৯৭ মিটারের অতিকায় থ্রো কিছুটা হলেও দমিয়ে দিয়েছিল নীরজকে। সঙ্গী ছিল তাঁর চোট। তাই নিজের সেরাটুকু নিংড়ে দিয়েও প্রায় ৮৯.৪৫ মিটারের বেশি জ্যাভলিনের দূরত্ব অতিক্রম করতে পারেননি।
পাকিস্তানের আরশাদ নাদিমের প্রায় ৯২.৯৭ মিটারের অতিকায় থ্রো কিছুটা হলেও দমিয়ে দিয়েছিল নীরজকে। সঙ্গী ছিল তাঁর চোট। তাই নিজের সেরাটুকু নিংড়ে দিয়েও প্রায় ৮৯.৪৫ মিটারের বেশি জ্যাভলিনের দূরত্ব অতিক্রম করতে পারেননি।
বারংবার থ্রো-য়ের সময় গণ্ডগোলের মুখে পড়ছিলেন তিনি। একের পর এক মোট পাঁচটি থ্রো ফাউল করে ফেলেন তিনি। অর্থাৎ বাতিল হয়ে যায়। ফলে স্নায়ুযুদ্ধেও ব্যাকফুটে চলে আসেন তিনি। নিজের প্রতি অসন্তুষ্ট তাও প্রকাশ করছিলেন বারংবার। কিন্তু, এত বাধা সত্ত্বেও দেশের জন্য রুপো নিশ্চিত করেন তিনি।
বারংবার থ্রো-য়ের সময় গণ্ডগোলের মুখে পড়ছিলেন তিনি। একের পর এক মোট পাঁচটি থ্রো ফাউল করে ফেলেন তিনি। অর্থাৎ বাতিল হয়ে যায়। ফলে স্নায়ুযুদ্ধেও ব্যাকফুটে চলে আসেন তিনি। নিজের প্রতি অসন্তুষ্ট তাও প্রকাশ করছিলেন বারংবার। কিন্তু, এত বাধা সত্ত্বেও দেশের জন্য রুপো নিশ্চিত করেন তিনি।
এর আগে ২০০৮ সালে ভারতীয় হিসাবে প্রথম অভিনব বিন্দ্রা অলিম্পিক্সে সোনা জেতেন। কিন্তু এই তারকা শুটার ২০১২-এর লন্ডন অলিম্পিক্স এবং ২০১৬-এর রিও অলিম্পিক্সে কোনও পদক আনতে পারেননি।
এর আগে ২০০৮ সালে ভারতীয় হিসাবে প্রথম অভিনব বিন্দ্রা অলিম্পিক্সে সোনা জেতেন। কিন্তু এই তারকা শুটার ২০১২-এর লন্ডন অলিম্পিক্স এবং ২০১৬-এর রিও অলিম্পিক্সে কোনও পদক আনতে পারেননি।
এর আগে ২০০৮ সালেই সুশীল কুমার বেজিং অলিম্পিক্সে রুপো জেতেন।
এর আগে ২০০৮ সালেই সুশীল কুমার বেজিং অলিম্পিক্সে রুপো জেতেন।
আবার, চার বছর বাদে ২০১২-এর লন্ডন অলিম্পিক্সেও রুপো আনেন সুশীল।
আবার, চার বছর বাদে ২০১২-এর লন্ডন অলিম্পিক্সেও রুপো আনেন সুশীল।
অন্যদিকে, ২০১৬ সালের রিও অলিম্পিক্সে রুপো জিতে নেন পি ভি সিন্ধু। তারপরের অলিম্পিক্সেও দেশবাসীকে হতাশ করেননি তিনি। টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে আসেন তিনি।
অন্যদিকে, ২০১৬ সালের রিও অলিম্পিক্সে রুপো জিতে নেন পি ভি সিন্ধু। তারপরের অলিম্পিক্সেও দেশবাসীকে হতাশ করেননি তিনি। টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে আসেন তিনি।
চোট আঘাত নিয়েও থ্রো বাতিল শেষেও, রুপো জিতে দেশের অন্যতম সফল অ্যাথলিট হয়ে উঠলেন নীরজ চোপড়া।
চোট আঘাত নিয়েও থ্রো বাতিল শেষেও, রুপো জিতে দেশের অন্যতম সফল অ্যাথলিট হয়ে উঠলেন নীরজ চোপড়া।