Neeraj Chopra: সোনা মিস! নিজের মুখেই কারণ ব্যাখ্যা করলেন ইতিহাস তৈরি করা নীরজ চোপড়া

#ওরিয়ন: নীরজ চোপড়া, যিনি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে রুপোর পদক পাওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাস করে ফেললেন৷  তাঁর দক্ষতাকে কুর্নিশ করছে সকলেই৷

 সোনা মিস হয়েছে, কিন্তু কারণটা কি তা নিজেই জানিয়েছেন আসলে পছন্দের পারিপার্শ্বিক পরিস্থিতি ছিল না৷  তাই তিনি সোনার থেকে দূরে রুপোতেই থামলেন৷  গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৯০.৫৪ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে  স্বর্ণপদক জিতেছেন। পিটার্স ৬টি অ্যাটম্পটের  মধ্যে ৩বার ৯০ মিটার অতিক্রম করেছেন, যেখানে ভারতীয় তরুণ তুর্কির সেরা থ্রো মাত্র ৮৮.১৩ মিটার ছুঁড়েছিলেন৷ এখানেই ২ জনের মধ্যে ফারাক হয়েছিল৷

 

আরও পড়ুন – Newtown News: নিয়মের বাইরের সময়ে ঢুকলেই পার্কে দিতে হবে ৫০০ টাকা, আজব নিয়ম গেল উঠে

নীরজ চোপড়া জানিয়েছেন, যে ‘‘হাওয়ার পরিস্থিতি আমার বিরোধী হয়ে গিয়েছিল।  এছাড়াও এরপরে কুঁচকির মধ্যে একটি চাপ ছিল, এটি শক্ত হয়ে যায়। পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডের মধ্যে, আমি চেষ্টা করেছি, যাই হোক না কেন আমি খুশি।’’ রুপো জেতার পর তিনি কথা দিয়েছেন সামনের দিনে তিনি আরও ভাল করার চেষ্টা করবেন। সামনেই আরও একবার আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ থাকছে সেখানেও তিনি সেরা দেওয়ার চেষ্টা করবেন৷

এদিক সোনা জয়ী প্রতিপক্ষ  পিটার্সের প্রশংসা করেছেন তিনি৷   তাঁর মতে – পিটার্স কৌশলী যুদ্ধ করে তাঁকে মাত দিয়েছেন। পাশাপাশি তিনি স্বীকার করেছেন পিটার্স স্মার্টলি পারফর্ম করেন। নীরজ মনে করেছেন তিনিও নিজের  সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে সোনা পেতে পারেননি।

 

আরও পড়ুন – Neeraj Chopra: ছুঁড়েই বুঝেছিলেন কেল্লাফতে, সঙ্গে সঙ্গেই সিংহের চিৎকার, দেখুন নীরজ চোপড়ার ভাইরাল ভিডিও

এর পাশাপাশি নীরজ চোপড়া এও বলেন যে তিনি এদিন যখন পারফর্ম করছিলেন তখন তাঁর মাথায় অলিম্পিক্সের পারফরম্যান্স ছিল না বলেই জানিয়েছেন৷

দেখে নিন ঠিক কী বলেছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে  রুপো জয়ী অ্যাথলিট

 

 

হাতে মাত্র হাতে গোনা চারটি দিন তারপরেই বার্মিংহ্যামে শুরু হবে কমনওয়েলথ গেমস ২০২২৷ ভারতীয় দল সেই মঞ্চ থেকে একাধিক পদক পাবে এমন সম্ভবনা দেখছে ভারতীয় ক্রীড়ামহল৷ সেই আশাতেই আরও হাওয়া লাগল যখন অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) বিশ্ব অ্যাথলেটিক্স মিটে রূপোর পদক জিতলেন৷ দুটো সর্বোচ্চ পারফরমারদের মঞ্চেই সেরা পারফরম্যান্স ভারতীয় নীরজ চোপড়ার৷