Neeraj Chopra: ছুঁড়েই বুঝেছিলেন কেল্লাফতে, সঙ্গে সঙ্গেই সিংহের চিৎকার, দেখুন নীরজ চোপড়ার ভাইরাল ভিডিও

#ওরিয়ন: নীরজ চোপড়া- এই নামটা এখন ভারতের ঘরে ঘরে৷ এই সব টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করতে যায়- এই প্রবাদটাকেই যখন মানুষ মেনে নিয়েছে তখন সেই মিথটাকে সমূলে পারফরম্যান্স দিয়ে নড়িয়ে দিলেন এই তরুণ তুর্কি৷ ২৪ বছরের কাঁধ অবধি চুল এই ছেলেটি যে শুধু ফুলঝুরির মতো জ্বলতে আসেনি নিজের পরপর পারফরম্যান্স দিয়ে তা বুঝিয়ে দিচ্ছে৷

টোকিও অলিম্পিক্সে -র পর এবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের মঞ্চেও ভারতকে এনে দিলেন পোডিয়াম ফিনিশ৷ একাধিক দুরন্ত পারফরম্যান্স এর মধ্যেও ছিলেন নীরজ চোপড়া৷ ওরিগন ফের একবার তাঁর সিংহ বিক্রম দেখল৷

 

আরও পড়ুন – Commonwealth Games 2022: শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২২, এই সব ভারতীয় প্রতিযোগীর উপর ভরসা রাখছে দেশ

 

নিজের চতুর্থ অ্যাটেম্পটে সেরাটা ছোঁড়েন তিনি৷ যা টপকে গেল তাঁর অলিম্পিক্সের সোনা জয়ের থ্রোকেও৷ অলিম্পিক্সে নীরজ চোপড়া ছুঁড়েছিলেন ৮৭.৫৮ মিটার৷  এদিন নীরজ চোপড়া নিজের চতুর্থ থ্রোতে ৮৮.১৩ মিটার ছোঁড়েন৷

আর ছোঁড়ার সঙ্গ সঙ্গেই তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে গলা থেকে বেরিয়ে আসে সিংহের গর্জন৷ তরুণ এই অ্যাথলিটের সিংহের সঙ্গে মানানসই কেশরটিও আছে তাই ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তে৷

দেখে নিন ভাইরাল ভিডিও

 

এদিকে হাতে মাত্র হাতে গোনা চারটি দিন তারপরেই বার্মিংহ্যামে শুরু হবে কমনওয়েলথ গেমস ২০২২৷ ভারতীয় দল সেই মঞ্চ থেকে একাধিক পদক পাবে এমন সম্ভবনা দেখছে ভারতীয় ক্রীড়ামহল৷ এদিকে ছেলের এই পারফরম্যান্সে আনন্দের জোয়ারে ভাসছেন নীরজ চোপড়ার মা-বাবা, প্রতিবেশী সকলেই৷

 

আরও পড়ুন – Astro Tips: শনি ও শুক্রের যোগ! ৩ রাশির জাতক-জাতিকারা জীবনে পদে পদে বিপদের সম্ভবনা

 

বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে এর আগে একমাত্র পদক পেয়েছিলেন ভারতীয় অ্যাথলিট অঞ্জু ববি জর্জ৷ তাও ২৯ বছর আগে, কিন্তু কোনও পুরুষ আজ অবধি সেই কৃতিত্ব এনে দিতে পারেননি৷ ভারতকে ফের একবার মেডেলের পোডিয়ামে দাঁড় করানোর অনন্য সম্মান এনে দিলেন নীরজ চোপড়া৷