NEET Scam: ৩০-৩২ লাখ টাকায় বিক্রি হয়েছে নিট-এর প্রশ্নপত্র! জেরায় কবুল অভিযুক্তের..দুর্নীতিতে নাম জড়াল লালু-পুত্র তেজস্বীরও

নয়াদিল্লি: ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট ২০২৪ (NEET-UG 2024) প্রশ্নপত্র ফাঁস মামলায় বড় তথ্য এল সামনে৷ সূত্রের খবর, প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ধৃত, ঘটনার অন্যতম মূলচক্রী অমিত আনন্দ জেরার মুখে পুলিশকে জানিয়েছে, ৩০-৩২ লাখ টাকায় বিক্রি হয়েছে মেডিক্যাল পড়ার এন্ট্রান্স পরীক্ষা নিট-২০২৪ এর প্রশ্নপত্র৷ পরীক্ষার আগের দিন ৬ জন পেপার মাফিয়ার কাছে বিক্রি করা হয়েছিল ওই পরীক্ষার প্রশ্নপত্র৷ ঘটনার জেরে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা অমিত আনন্দ এজি কলোনি এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এই প্রশ্নপত্র বিক্রির ‘দোকান’ ফেঁদেছিল বলে জানা গিয়েছে৷ সেখান থেকেই চলত প্রশ্নপত্র বিক্রির বেআইনি কারবার৷

এর মধ্যেই আবার বিহারের উপ মুখ্যমন্ত্রীর কথায় শুরু হয়েছে নতুন বিতর্ক৷ বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহা নিট প্রশ্নপত্র দুর্নীতির ঘটনায় টেনে এনেছেন লালু-পুত্র আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম৷

আরও পড়ুন: কড়া হাতে মোকাবিলা! আচমকাই প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, ১১ জুনের পরে ফের কোন বার্তা?

বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রীর দাবি, তেজস্বী যাদবের ব্যক্তিগত সেক্রেটারি প্রীতম কুমার সিকন্দর যাদবেন্দু নামের এক অভিযুক্তের জন্য রুম বুক করে দিয়েছিলেন৷ এরা ঘনিষ্ঠ আত্মীয়৷ বর্তমানে এই সিকন্দরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে৷ এই সিকন্দর একজন নিট পরীক্ষার্থী অনুরাগ যাদবের কাকা৷ পেশায় ইঞ্জিনিয়ার৷ অনুরাগ প্রশ্নপত্র ফাঁস মামলায় দুর্নীতির কথা স্বীকার করেছে৷ সে জানিয়েছে, কাকা সিকন্দরই তাঁকে কোটা থেকে ডেকে পাঠায় এবং প্রীতম কুমারের সাহায্যে একটি গেস্ট হাউসে রাখেন৷ এই প্রীতম কুমারই তেজস্বীর সেক্রেটারি বলে বিহারের উপ মুখ্যমন্ত্রীর অভিযোগ৷

শুধু তাই নয়, বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রীর অভিযোগ, লালু প্রসাদ যাদব যখন রাঁচীর জেলে বন্দি ছিলেন, তখন এই সিকন্দর লালুর দেখাশোনা করতেন৷ যাদব পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে৷

আরও পড়ুন: রাঙাপানি দুর্ঘটনার জের! এবার সিগনালিং ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রেল

বিজয় সিনহার দাবি, তেজস্বীকে জনসমক্ষে জানাতে হবে যে, এই প্রীতম কুমার এখনও তাঁর সেক্রেটারি কি না এবং এই সিকন্দরের সঙ্গে তাঁদের কী সম্পর্ক?

যদিও নিট-কাণ্ডে বিজেপি এবং নীতীশের জেডি(ইউ)-এর উপরেই পাল্টা দায় চাপিয়েছে লালুর দল আরজেডি৷