Tag Archives: NEET

Success Story: দারিদ্র্যর মধ্যেও পড়াশোনা ছাড়েননি, পাঁচবারের চেষ্টায় সফল হলেন NEET-এ, রামলালের কাহিনি শুনলে গায়ে কাঁটা দেবে

NEET Success Story: “কেউ যদি মন থেকে কিছু করতে চায়, হাজার বাধাও তাঁকে থামাতে পারে না।’’ এটা শুধু কথার কথা নয়। জীবনের সার সত্য। রাজস্থানের যুবক তা প্রমাণ করলেন আরও একবার।

ষষ্ঠ শ্রেণীতে পড়তে পড়তে বিয়ে হয়ে যায়। বয়স তখন মাত্র ১১ বছর। ২০ বছর বয়সে এক কন্যার পিতা। সংসার, দায়িত্ব কোনও কিছুই টলাতে পারেনি তাঁকে। ডাক্তার হওয়াই ছিল তাঁর পাখির চোখ। অবশেষে সাফল্য মিলল।

চিতোরগড় জেলার ঘোসুন্দা গ্রামের বাসিন্দা রামলাল। দারিদ্র নিত্যসঙ্গী। লেখাপড়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। মাত্র ১১ বছর বয়সে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়। তখন ষষ্ঠ শ্রেণীতে পড়তেন। ২০ বছর বয়সে কন্যা সন্তানের জন্মের পর নিট-এর প্রস্তুতি শুরু করেন।

আরও পড়ুন– বিসর্জনের আগে ভগবান গণেশের বিগ্রহের গা থেকে সোনার গয়না খুলতে ভুলে গিয়েছিলেন দম্পতি; তারপর যা হল…

গ্রামের সরকারি স্কুলে পড়েছেন দশম শ্রেণী পর্যন্ত। মেধাবী ছাত্র। একাদশ শ্রেণীতে ভর্তি হন বিজ্ঞান নিয়ে। তখন থেকেই বায়োলজির সঙ্গে প্রেম। দ্বাদশ শ্রেণী পাশ করার পর রামলালের কথা দুটো পথ খোলা ছিল। হয় চাকরিবাকরি করে সংসারের হাল ধরবেন। নয়ত ছুটবেন স্বপ্নের পিছনে, ডাক্তার হবেন।

দারিদ্র, সংসারের বোঝা সামলাতে গিয়ে কত স্বপ্নেরই যে অপমৃত্যু ঘটেছে। হয়ত এখানেও তাই হত। কিন্তু রামলাল অন্য ধাতুতে গড়া। তিনি ঠিক করলেন, যা হয় হোক, ডাক্তার তাঁকে হতেই হবে। চলে গেলেন কোটায়। শুরু করলেন নিটের প্রস্তুতি।

আরও পড়ুন– ২০২৪ সালে প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহর কোনগুলি? আর ওই তালিকায় ভারতের কোন শহর কত-তম স্থানে রয়েছে?

কিন্তু নিটের খরচ জোগাবে কে? ছেলের জেদ দেখে লোন নেন রামলালের বাবা। আজীবনের সঞ্চয় সমস্ত গয়না বিক্রি করে দেন মা। সেই পয়সা নিয়ে পড়তে যান রামলাল। পিছনে গোটা পরিবারের দু’চোখ ভরা আশা এবং সামনে স্বপ্ন জয়ের হাতছানি।

স্ত্রী ও একরত্তি সন্তানকে ছেড়ে কোটায় বাসা ভাড়া নিলেন রামলাল। শুরু হল এক হার না মানা সংগ্রাম। মোট চারবার নিট পরীক্ষা দিয়েছিলেন, চারবারই ব্যর্থ হন। নম্বরও বলার মতো নয়, ৩৫০, ৩২০, ৩৬২। বাড়িতে কান্নার রোল। রামলালের বাবা বলেছিলেন, পড়াশোনা থাক। এবার চাকরিবাকরি খোঁজার চেষ্টা করাই ভাল।

রামলাল হার মানেননি। পঞ্চমবারে সফল হন। ৭২০-এর মধ্যে পান ৬৩০ নম্বর। অবশেষে এমবিবিএসে ভর্তি হয়েছেন রামলাল। এবার নতুন লড়াই।

Success Story: কোচিংয়ের সামর্থ ছিল না নিটের জন্য! সব বাধা কাটিয়ে সফল চা শ্রমিকের ছেলে, সাবাশ আনমোল

আলিপুরদুয়ার: করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ দেখে চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নেন মেচপাড়া চা বাগানের বাসিন্দা আনমোল লামা। মেচপাড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান সে।

করোনা পরিস্থিতি চলাকালীন আনমোল পড়ত দশম শ্রেণিতে। সে সময় অসুস্থ হয়ে পরে তার ঠাকুমা। করোনার বিধিনিষেধ সে সময় ছিল কিন্তু ঠাকুমাকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটেছিল আনমোল। কিন্তু চিকিৎসা দেরিতে শুরু হওয়ার কারণে তার ঠাকুমা প্যারালাইসিস হয়ে পরেন।

আরও পড়ুন: একটা হেলমেট আর সেই রাত! সঞ্জয় কি আসলে লুকিয়েছে বিশেষ কিছু? জেলে ছুটল CBI

বর্তমানে শয্য়াশায়ী তিনি। সে সময় আনমোলের মনে হয়েছিল যদি তিনি চিকিৎসক হতেন তাহলে এত কষ্ট সহ্য করতে হত না তার ঠাকুমাকে। সেই সময় থেকে মনের মধ্যে জেদ নেন আনমোল চিকিৎসক হওয়ার। তারপর শুরু বিজ্ঞান নিয়ে পড়াশুনো। পাশাপাশি নিটের প্রস্তুতি।

আরও পড়ুন: হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার পরও ভয়ঙ্কর কাজে মেতেছিলেন সন্দীপ! CBI-এর হাতে শিউরে ওঠা তথ্য

আনমোল জানান, “নিটের প্রস্তুতি মেচপাড়া চা বাগানে নিতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। যেহেতু কোনও কোচিং সেন্টার নেই তাই অনলাইন কোচিং-এর উপর ভরসা। তারপর নেটওয়ার্ক সমস্যা তো আছেই। তবুও প্রথম চেষ্টায় পেলাম।” এদিকে শ্রমিক পরিবারের সন্তান আনমোল লামার সাফল্যে গর্বিত মেচপাড়ার বাসিন্দারা। আনমোল ভবিষ্যতে মেচপাড়ার জন্য দেবদূত হয়ে দেখা দেবে বলে বিশ্বাস তাঁদের। ছেলেকে নিয়ে গর্বিত তার বাবা।

Annanya Dey

NEET Controversy: কর্ণাটকের পথে এবার বাংলাও! NEET নিয়ে কড়া প্রস্তাব পাশ, রাজ্যে পরীক্ষা ফেরানোর পক্ষে সওয়াল ব্রাত্যর

নয়াদিল্লি: কর্ণাটকের পথে এবার হাঁটল বাংলাও৷ চিকিৎসক হওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয়ভাবে আয়োজিত প্রবেশিকা নিট, রাজ্যে বাতিল করার প্রস্তাব পাশ করল পশ্চিমবঙ্গ বিধানসভা৷

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করা প্রস্তাবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NEET) আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে রীতিমতো তুলোধনা করা হয়েছে৷ বলা হয়েছে, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার আয়োজন করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে এই সংস্থা৷ তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে, এই এন্ট্রান্স টেস্ট ফের রাজ্যের হাতে দেওয়ার আবেদন জানানো হয়েছে এদিনের প্রস্তাবে৷

আরও পড়ুন: ‘আমায় শেষ করতে চেয়েছিল…,’ বাড়িতে গুলি কাণ্ডে অবশেষে মুখ খুললেন সলমন খান, করলেন বয়ান রেকর্ড    

এদিন এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘ইউপিএ ২ আমলে নিট পরীক্ষা যখন কেন্দ্রের হাতে যায়, তখন রাজ্য আপত্তি জানিয়েছিল। আমাদের এখানে নানা বোর্ড, নানা ভাষা আছে। তাই আমাদের প্রথম আপত্তি ছিল। একই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিও কেন্দ্রের হাতে দেওয়ার বিরোধিতা করেছিলেন৷’’

ব্রাত্য বসু আরও বলেন, “পটনায় কয়েক জন গ্রেফতার হল, তদন্তে দেখা গেল অর্থের বিনিময়ে একটা চক্র চলছিল। চাপে পড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার ডিজিকে সরায়। কিন্তু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট চেয়ারম্যান আজও বসে আছেন।” সেই সঙ্গে মোদিকে আক্রমণ করে তিনি বলেন, “গোটা দেশে একজন চুপ করে আছেন নিট নিয়ে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী”। এরপরেই এই প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্য প্রশাসনের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি করেন তিনি৷

আরও পড়ুন সংসদে হঠাৎ মমতার নাম! মহুয়া মৈত্রের উপরে বেজায় চটলেন ওম বিড়লা, বুধবার জুড়েই তুলকালাম

চলতি সপ্তাহেই সোমবার কর্ণাটক মন্ত্রিসভাও কেন্দ্রীয় ভাবে এনটিএ আয়োজিত এই প্রবেশিকা পরীক্ষা বাতিল করার পক্ষে প্রস্তাব পাশ করেছিল৷ গত সপ্তাহে কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, যাতে কেন্দ্রীয় ভাবে এই  NEET নেওয়ার পদ্ধতি বাতিল করা হয় এবং প্রত্যেক রাজ্যকে তাদের রাজ্যে নিজের মতো করে পরীক্ষার আয়োজন করার ক্ষেত্রে সম্মতি দেওয়া হয়৷

শিবকুমার বলেছিলেন, ‘‘NEET পরীক্ষায় অনিয়ম গুরুতর। এটা লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। কেন্দ্রকে অবশ্যই NEET বাতিল করতে হবে এবং রাজ্যগুলিকে তাদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা করার অনুমতি দিতে হবে। সারা দেশের ছাত্ররা রাজ্যগুলি দ্বারা পরিচালিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে৷’’

এর মধ্যে অবশ্য নিট ২০২৪ পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ জানানো হয়েছে, প্রশ্নফাঁস হওয়ার কোনও তথ্য তেমন ভাবে পাওয়া যায়নি৷

Bratya Basu: নিট নিয়ে কেন্দ্রকে খোঁচা ব্রাত্যের, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফের রাজ্যের হাতে ফেরানোর দাবি

কলকাতা: নিট দুর্নীতি নিয়ে এবার বুধবার কেন্দ্রকে আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “ইউপিএ টু আমলে নিট পরীক্ষা যখন কেন্দ্রের হাতে যায়, তখন রাজ্য আপত্তি জানিয়েছিল। আমাদের এখানে নানা বোর্ড, নানা ভাষা আছে। তাই আমাদের প্রথম আপত্তি ছিল। একই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিও কেন্দ্রের হাতে দেওয়ার বিরোধিতা করেছিলেন”।

আরও পড়ুন: চূড়ান্ত মর্মান্তিক দুর্ঘটনা! ইঞ্জিনের সঙ্গে কামরা জুড়তে গিয়ে পিষে গেলেন রেলকর্মী

ব্রাত্য বসু আরও বলেন, “পাটনায় কয়েক জন গ্রেফতার হল, তদন্তে দেখা গেল অর্থের বিনিময়ে একটা চক্র চলছিল। চাপে পড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার ডিজিকে সরায়। কিন্তু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট চেয়ারম্যান আজও বসে আছেন”। সেই সঙ্গে মোদিকে আক্রমণ করে তিনি বলেন, “গোটা দেশে একজন চুপ করে আছেন নিট নিয়ে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী”।

সেই সঙ্গে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা আবার রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া নিয়েও জোর সওয়াল করেন শিক্ষামন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন পরীক্ষা কেন্দ্রের থেকে নিয়ে নেওয়া হবে না? কেন বিধানসভায় আলোচনা হবে না?

আরও পড়ুন: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

প্রসঙ্গত, মঙ্গলবার নিট-ইউজি নিয়ে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট রিটেস্ট অথবা পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে দেয়৷ শুধু তাই নয়, শীর্ষ আদালত রায় দিতে গিয়ে আরও জানায়, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোনও ত্রুটির প্রমাণ মেলেনি যাতে বলা যায় যে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে৷

NEET row in parliament: প্রশ্নফাঁস হয়নি, দাবি শিক্ষামন্ত্রীর! শুনেই আক্রমণে রাহুল, নিট নিয়ে সরগরম সংসদ

নয়াদিল্লি: নিট কাণ্ডে প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তাল হয়েছে গোটা দেশ৷ সুপ্রিম কোর্টে আজ আবার এই মামলার শুনানি শুরু হয়েছে৷ যদিও সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করলেন, নিট কাণ্ডের প্রশ্ন ফাঁসের কোনও কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি৷

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবি নিয়ে সংসদে দাঁড়িয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ কটাক্ষের সুরে তিনি বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী নিজেই জানেন না তিনি কী বলছেন!

আরও পড়ুন: রাজনীতির লড়াই ছেড়ে দেশের জন্য এক হওয়ার ডাক, মোদির পরামর্শ শুনবেন বিরোধীরা?

বিরোধীদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ দিন বলেন, ‘আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, গত সাত বছরে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ এই মামলা সুপ্রিম কোর্টে চলছে৷ প্রধান বিচারপতি নিজে এই মামলার বিচার করছেন৷ সুপ্রিম কোর্টের সামনে সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হয়েছে৷ এনটিএ গঠনের পর ২৪০টি পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনও বেনিয়মের অভিযোগ ওঠেনি৷’

শিক্ষামন্ত্রীর এই দাবি শুনেই বিরোধী শিবির থেকে তুমুল হই হট্টগোল শুরু হয়৷ পাল্টা শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি তোলেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ বি মণিকম টেগোর শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি তোলেন৷ তখন শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি এখানে আমার প্রধানমন্ত্রীর অনুগ্রহে রয়েছে৷ যদি দায়িত্ব নেওয়ার প্রশ্ন ওঠে, তাহলে গোটা সরকারই জবাবদিহি করতে বাধ্য৷ একমাত্র বিহারের পটনার একটি পরীক্ষাকেন্দ্রে বেনিয়মের অভিযোগ উঠেছে৷ সিবিআই এবং বিহার পুলিশ তৎপরতার সঙ্গে সেই অভিযোগের বিচার করছেন৷’

এর পরই রাহুল গান্ধি বলেন, ‘যা চলছে তা নিয়ে গোটা দেশের লক্ষ লক্ষ পড়ুয়া উদ্বিগ্ন এবং তারা বুঝে গিয়েছেন যে ভারতীয় পরীক্ষা ব্যবস্থা আসলে এক ধরনের প্রতারণা৷ মানুষ এটাও বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনি যদি ধনী হন এবং আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনি ভারতীয় পরীক্ষা ব্যবস্থাকে কিনে নিতে পারেন৷ আমরা বিরোধীরাও তাই বিশ্বাস করি৷ এটা যদি পরীক্ষা ব্যবস্থারই গলদ হয় তাহলে এই সমস্যা দূর করতে পরীক্ষা ব্যবস্থায় আপনারা কী বদল আনছেন?’

এর জবাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘চিৎকার করলেই মিথ্যেটা সত্যি হয় না৷ বিরোধী দলনেতা গোটা দেশের পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁর এই মন্তব্য দুর্ভাগ্যজনক৷’ ২০১০ সালে ইউপিএ সরকারের আমলে কেন শিক্ষা ব্যবস্থায় সংশোধন সংক্রান্ত বিল এনেও কংগ্রেস তা প্রত্যাহার করেছিল, সেই প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী৷

ধর্মেন্দ্র প্রধানের এই জবাব শুনে রাহুল পাল্টা বলেন, গোটা দেশের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের পরীক্ষা ব্যবস্থায় বড়সড় গলদ রয়েছে৷ শুধু নিট নয়, সব বড় পরীক্ষার ক্ষেত্রেই তা প্রযোজ্য৷ শিক্ষামন্ত্রী এর জন্য নিজেকে বাদ দিয়ে সবাইকে দায়ী করেছেন৷ আমার মনে হয়, এখানে কী নিয়ে আলোচনা চলছে সেটাই উনি বুঝতে পারছেন না৷

একা রাহুল গান্ধি নন, শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও৷ কটাক্ষের সুরে তিনি বলেন, এমন উদাহরণও রয়েছে যেখানে নিট পরীক্ষার একটি কেন্দ্র থেকেই দু হাজার পরীক্ষার্থী পাস করেছেন৷ যতদিন এই শিক্ষামন্ত্রী পদে থাকবেন, ছাত্রছাত্রীরা বিচার পাবেন না৷

NEET- UG Result: সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, বেলা ১২টার আগেই প্রকাশিত হল NEET-UG পরীক্ষার ফল

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই NEET-UG পরীক্ষার ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ শহর এবং পরীক্ষা কেন্দ্র ধরে ধরেই দু ভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে৷

এনটিএ-এর দুটি ওয়েবসাইট exams.nta.ac.in/NEET/ এবং neet.ntaonline.in. -এ গিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন৷

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, শনিবার বেলা ১২টার মধ্যে এনটিএ-কে নিট-ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে৷ তবে ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করলেও তাঁদের পরিচয় গোপন রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷

আরও পড়ুন: একদিকে মাঝরাতে আলোচনা, অন্যদিকে আটক ছাত্রনেতা! জট কাটাতে কোন পথ বাছবেন হাসিনা?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশিকায় আরও জানিয়েছিল, শহর এবং পরীক্ষাকেন্দ্র ধরে পৃথক ফল প্রকাশ করতে হবে এনটিএ-কে৷

একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যদি প্রমাণিত হয় যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বড়সড় অনিয়ম হয়েছে, একমাত্র সেক্ষেত্রেই নিট-ইউজি পরীক্ষা বাতিল করা হবে৷

গত ৫ মে প্রায় ২৩ লক্ষ ৩৩ হাজার পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিল৷ বিদেশের ১৪টি কেন্দ্র সহ ৫৭১ শহরের ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল৷

NEET UG 2024 Result: অবশেষে শনিবার প্রকাশ নিট ইউজি ২০২৪-এর ফলাফল, কিন্তু রয়েছে বড় ‘সুপ্রিম’ শর্ত! জানুন

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে নিট ইউজি ২০২৪ পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশ করতে হবে এনটিএ-কে।

আদালতের পর্যবেক্ষণ, হাজারিবাগ এবং পটনায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অর্থাৎ এর আগে যে ছাত্র পরীক্ষা দিয়েছে সে তার রোল নম্বর পুট করে ওয়েবসাইটে গিয়ে নিজের রেজাল্ট দেখতে পারতেন। কিন্তু এখন প্রত্যেকটি রেজাল্টই সার্বিক ভাবে প্রকাশ করতে হবে এনটিএ-কে। সেখানে ছাত্রদের পরিচয় গোপন রাখা হবে কিন্তু নম্বর ও সেন্টারের নাম প্রকাশ করতে হবে এনটিএ-র ওয়েবসাইটে।

আরও পড়ুন: দেশের সেরা ১০ স্কুল কোনগুলি? দেখে নিন IIRF র‍্যাঙ্কিং, কলকাতার কোন স্কুল?

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বিতর্কিত মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিট-ইউজি ২০২৪ সম্পর্কিত একগুচ্ছ পিটিশনের গুরুত্বপূর্ণ শুনানি শুরু করেছে ৷

সেই শুনানিতে শীর্ষ আদালত বলেছে যে, এর সামাজিক প্রভাব রয়েছে। নিট-ইউজি আবেদনের আগে তালিকাভুক্ত মামলাগুলি স্থগিত করে আদালত বলেছে যে, “আমরা আজ মামলাটি খুলব। লক্ষ লক্ষ তরুণ ছাত্র এটির জন্য অপেক্ষা করছে, সেই মামলাগুলি শোনা যাক এবং সিদ্ধান্ত নেওয়া যাক ।”

আরও পড়ুন: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে মূল পার্থক্য কীসের? কে বেশি শক্তিশালী? উত্তর চমকে দেবে

২৩.৩৩ লাখেরও বেশি পরীক্ষার্থী গত ৫ মে বিদেশের ১৪টি-সহ মোট ৫৭১টি শহরের ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগে গত ১০ জুলাই গভীর রাতে সুপ্রিম কোর্টে নিট পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে একটি হলফনামা পেশ করে এনটিএ। সেই হলফনামায় এনটিএ দাবি করেছিল, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সত্যি নয়।

মৈত্রেয়ী ভট্টাচার্য

NEET-UG Paper Leak Probe: নিট দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত সহ দুজন ব্যক্তিকে আটক করল সিবিআই

দিল্লি: নিট প্রশ্ন ফাঁসের আভিযোগে তোলপাড় হয়েছে সমগ্র দেশ৷ এই নিয়ে তদন্তভার গ্রহণ করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)৷ এই তদন্ত মামলায় মঙ্গলবার সিবিআই একজন মূল অভিযুক্ত সহ দুজনকে আটক করেছেন৷ পুলিশের সূত্রে খবর, অভিযুক্তরা ঝাড়খন্ডের হাজারিবাগে ন্যাশানাল টেসটিং এজেন্সির ট্রাক থেকে প্রশ্নপত্র চুরি করেছিল৷

এর মধ্যে একজন অভিযুক্তকারী এনআইটি জামশেদপুর সিভিল ইঞ্জিনিয়ার ২০১৭ ব্যাচের ছাত্র ছিল৷ পঙ্কজকুমার ওরফে আদিত্য হাজিরাবাগে এনটিএর ট্রাক থেকে প্রশ্নপত্র চুরি করে বলে অভিযোগ৷ বোকারোর বাসিন্দা পঙ্কজকে পাটনা থেকে গ্রেফতার করে সিবিআই৷

আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর ক্লাসরুমে ভেঙে পড়ল একটা আস্ত সিলিং ফ্যান! আহত ১ শিশু

তার পাশাপাশি পুলিশ রাজু সিং বলে এক ব্যক্তিকেও আটক করে৷ অভিযোগ প্রশ্ন চুরি করতে তিনি পঙ্কজকে সাহায্য করেন৷ ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট দুর্নীতি মামলায় এখনও অবধি মোট ১৪ জনকে আটক করা হয়েছে৷

আরও পড়ুন: ‘‘নিয়োগের তালিকা কোথায়?’’ ২০১৪ সালের টেট নিয়োগ সংক্রান্ত মামলায় অমৃতা সিনহার প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, ১৫ দিনের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ

এই ঘটনায় সিবিআই ইতিমধ্যেই ৬টি এফআইআর নথিভূক্ত করেছে৷ এই প্রশ্নপত্র ফাঁসের মামলায় গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্রেরও কিছু ব্যক্তির যোগ পেয়েছে৷ ২৭ জুন এই মামলায় প্রথম আটক করে সিবিআই৷ অভিযুক্তদের নাম যথাক্রমে মণিশ প্রকাশ এবং আশুতোষ কুমার৷ দু’জনেই পাটনা থেকে গ্রেফতার করা হয়েছিল৷ আশুতোষের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ফাঁস হওয়া প্রশ্নপত্র ছাত্রছাত্রীরা যেখানে পড়ে, সেই সব জায়গায় বিলি করেছেন৷ মণিশের বিরুদ্ধে ফাঁস হওয়া পত্রগুলো যোগাড় করার অভিযোগ রয়েছে৷

দেশের বিভিন্ন হাই কোর্টে বিচারাধীন নিট সংক্রান্ত মামলাকে ইতিমধ্যেই স্থগিত করেছে সর্বোচ্চ আদালত। ওই মামলাগুলি একত্রে শুনতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। সে বিষয়ে একটি নোটিসও জারি করা হয়েছে। সেই সঙ্গে নিট মামলায় কেন্দ্রীয় সরকার এবং এই পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) পৃথক ভাবে নোটিস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত গত ৪ জুন দেশে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই নিটের ফল প্রকাশ পায়। সেখানে ৬৭ জন ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের মধ্যে অনেকেই একই পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন। বিতর্কের মাঝে কর্তৃপক্ষ জানিয়েছিল, পরীক্ষার জন্য সময় কম পাওয়ায় কয়েক জনকে বাড়তি নম্বর দেওয়া হয়। পরে মামলা সুপ্রিম কোর্টে উঠলে কেন্দ্রের তরফে বাড়তি নম্বর বাতিল করে দেওয়ার কথাও জানানো হয়। তার পরেও বিতর্ক থামেনি।

NEET PG 2024 Date: পরীক্ষার ঘণ্টাখানেক আগে তৈরি হবে প্রশ্নপত্র, নিট পিজি পরীক্ষার নতুন দিন কবে? বড় খবর

নয়াদিল্লি: প্রশ্নফাঁস হয়ে যাওয়ার পরই অভিযোগ ওঠে, তারপরই স্থগিত করা হয় নিট পিজি পরীক্ষা। এবার প্রশ্নফাঁস আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে এনবিই ও কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এ মাসেই হতে পারে নিট পিজি পরীক্ষা। এনবিই-র তরফে খুব শীঘ্রই সেই দিনক্ষণ জানানো হবে।

গত ২৩ জুন স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই ২৪ ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। জল্পনা শুরু হয়, প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: আপনার কি খুব কান চুলকায়? কেন হয় এমন-কী করলে উপকার? জানুন ডাক্তারের পরামর্শ

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠকের পরে প্রশ্নফাঁসের সম্ভাবনা এড়াতে পরীক্ষার দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে ওই খবরের দাবি।

আরও পড়ুন: চিবিয়ে খেতে হবে না-রসও করতে হবে না! সুগন্ধি এই পাতার ঘ্রাণেই সেরে যাবে অনেক রোগ; আয়ুর্বেদের ‘অব্যর্থ’ দাওয়াই

স্নাতকোত্তর স্তরে ডাক্তারিতে ভর্তি হওয়ার পরীক্ষা নিট পিজি (NEET-PG)। গত ২৩ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু NEET এবং UGC-NET পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়মের ভূরি ভূরি অভিযোগ সামনে আসতে শুরু করলে, রাতারাতি NEET-PG স্থগিত করা হয়। পরীক্ষার মাত্র ১০ ঘণ্টা আগে স্থগিতাদেশের নির্দেশ আসে। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়ে ফিরে আসতে হয় বহুজনকে।

Education: বড় খবর! আগরতলা গভর্নমেন্ট মেডিক‍‍্যাল কলেজের এমবিবিএস কোর্সে বাড়ল আসন সংখ‍্যা

আগরতলাঃ রাজ্যের চিকিৎসা শিক্ষা প্রসারে রাজ্য সরকারের নিরন্তর প্রয়াসের সঙ্গে সাযুজ্য রেখে এবার ন্যাশনেল মেডিক‍্যাল কাউন্সিল (এনএমসি) আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস আন্ডার গ্রাজুয়েট কোর্সের আসন সংখ্যা ১০০ থেকে বৃদ্ধি করে ১৫০ করল। বর্তমান শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হবে। এই আসন সংখ্যা বৃদ্ধি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা, কারণ এর ফলে ত্রিপুরা রাজ্যের ছাত্র-ছাত্রীদের চিকিৎসক হবার স্বপ্ন পূরণ যেমন ঘটবে, তেমনি রাজ্যের চিকিৎসকের সংকট দূর করার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগের ক্ষেত্রে সহায়ক হবে।

আরও পড়ুনঃ তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই ‘নমস্তে কুয়েত’-এর ভূয়সী প্রশংসা মোদির, ‘মন কি বাত’-এ হল রহস্যভেদ

রাজ্যের জনগণকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। এরই অঙ্গ হিসেবে ধারাবাহিকভাবে সরকার সুপার স্পেশালিস্ট-সহ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া জারি রেখেছে। পাশাপাশি এমবিবিএস, পোস্ট গ্র্যাজুয়েট (পিজি)-সহ চিকিৎসাবিদ্যা অধ্যয়নের সুযোগ্য বৃদ্ধি করার ক্ষেত্রে রাজ্য সরকার নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে।
আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হাসপাতালে অত্যাধুনিক অস্ত্রোপচার শুরু করা হল।

আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আই জি এম হাসপাতালে অত্যন্ত আধুনিক লেজার ব্যবহারের মাধ্যমে অস্ত্রোপচার শুরু হয়েছে। প্রথমবারের মতো এই অস্ত্রোপচার সম্পন্ন হল। বর্তমানে আধুনিক ব্যবস্থাপনায় এই সার্জারি একধাপ উন্নত পদ্ধতি। এটি অত্যাধুনিক অস্ত্রোপচারের যন্ত্রপাতিদের মধ্যে অন্যতম। এর সুবিধা হল, এর ফলে অপেক্ষাকৃত কম রক্তক্ষরণ, কম সময়ে অস্ত্রোপচার হয়। এটি সেলাই বিহীন, অস্ত্রোপচারের পর কম ব্যথা হয়, ফোলা ও কম থাকে এবং দ্রুত ক্ষত নিরাময় ঘটে। এছাড়া এটি চিরাচরিত প্রথার চেয়েও অত্যন্ত নিরাপদ ,কার্যকর ও স্বাচ্ছন্দ্যদায়ক অস্ত্রোপচার ।