প্রতীকী ছবি৷

Sandeep Lamichhane: হোটেলের ঘরে নাবালিকাকে ধর্ষণ, বিরাট বিপাকে আইপিএল খেলা তারকা! শাস্তি ঘোষণার অপেক্ষা

কাঠমান্ডু: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নেপালের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সন্দীপ লামিছানেকে দোষী সাব্যস্ত করল আদালত৷ গত জানুয়ারি মাসে এই মামলায় জামিন পেয়েছিলেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে যাওয়া এই ডান হাতি স্পিনার৷ এ দিন কাঠমান্ডুর জেলা আদালত লামিছানেকে দোষী বলে রায় ঘোষণা করে৷ পরবর্তী শুনানিতে লামিছানের শাস্তি ঘোষণা করবেন বিচারক৷

২৩ বছর বয়সি লামিছানে আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের সবথেকে সফল এবং জনপ্রিয় মুখ৷ নেপালের এই তারকা ক্রিকেটার ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএলে খেলেন৷ এ ছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ সহ বিশ্বের একাধিক জনপ্রিয় টি টোয়েন্টি লিগেও তাঁর চাহিদা যথেষ্ট৷

আরও পড়ুন: তিন মাস ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দূরে থাকলে জীবনে কী হয়? দেখালেন কেএল রাহুল

গত বছর লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল ১৭ বছরের এক নাবালিকা৷ ওই নির্যাতিতার অভিযোগ ছিল, গত বছর অগাস্ট মাসে কাঠমান্ডুর একটি হোটেলের ঘরে লামিছানে তাকে ধর্ষণ করেন৷

ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর গত বছরের অক্টোবর মাসে লামিছানেকে গ্রেফতার করে নেপাল পুলিশ৷ এর পর হাইকোর্টে জামিনের আবেদন করেন নেপালের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক৷ ২০ লক্ষ টাকার বন্ডে জামিন পান লামিছানে৷ চার্জশিট জমা পড়ার পর লামিছানের সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়৷

নেপালের প্রাক্তন অধিনায়ক লামিছানে একদিনের ক্রিকেটের দ্রুততম ৫০ উইকেট নেওয়ার তালিকায় বোলারদের মধ্যে দু নম্বরে রয়েছেন৷ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটেও তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে লামিছানের৷