‘স্বপ্নেও মেসির ওই পাস দেখছি ‘! আর্জেন্টাইন জাদুকরের রেশ এখনও কাটেনি ডাচ ফুটবল তারকার

#আমস্টারডাম: লিওনেল মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনায় খেলেন তিনি। নেদারল্যান্ডস দলের অন্যতম সেরা ফুটবলার ফ্রাঙ্ক ডি জং। আধুনিক ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লিওনেল মেসির বাড়ানো প্রথম পাসটা ভুলতে পারছেন না ডি জং। বার্সার তারকা ফুটবলার জানিয়েছেন, সত্যি বলতে কি আমি এখন স্বপ্নেও মেসির বাড়ানো ওই পাসটা দেখতে পাই।

মাঠে খেলার সময় অতটা আন্দাজ করতে পারিনি। পরে রিপ্লে দেখেছি ডাচ দলের পাঁচ জন ফুটবলারের মাঝখান দিয়ে ওই বলটা বাড়িয়েছিল মেসি। মলিনা গোল করে যায়। আমার এই পর্যন্ত ফুটবল জীবনে নিজে এরকম পাস করতে পারিনি, কাউকে করতেও দেখিনি। ফুটবলার হিসেবে এটা কিভাবে সম্ভব আমার মাথায় ঢুকছে না।

আরও পড়ুন – ভারতের ফাস্ট বোলিং কারখানা হতে তৈরি জম্মু-কাশ্মীর! লাইনে দাঁড়িয়ে তিন ভয়ঙ্কর পেসার

এই জন্যই মেসি পৃথিবীর সবার থেকে আলাদা ফুটবলার। ডি জং মেনে নিয়েছেন তার দলের সিনিয়র ডিফেন্ডার ভ্যান ডাইক আগেই বলেছিলেন মেসির মধ্যে একটা আলাদা ঐশ্বরিক ক্ষমতা আছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অথবা নেইমারের মধ্যে যেটা নেই। ডাইক পৃথিবীর সেরা ডিফেন্ডার হয়ে যখন এই কথা বলে তখন মেসি সম্পর্কে আর সার্টিফিকেট লাগার প্রয়োজন নেই।

ভ্যান গালের সঙ্গে ওই ম্যাচ শেষে লিওনেল মেসির ঝামেলা লাগলেও সেটা বড় করে দেখতে নারাজ ডি জং। বার্সা তারকা জানিয়েছেন ওটা খেলার অংশ। ফুটবলে উত্তেজনায় এমন হতেই পারে। এটা বড় করে দেখার কিছু নেই। লিও এবং গাল দুজনেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল।

সেদিন আর্জেন্টিনা যেমন সেমিফাইনালে ওঠার জন্য লড়াই করছিল, তেমনই নেদারল্যান্ডস দুর্দান্ত কামব্যাক ঘটিয়েছিল দুই গোলে পিছিয়ে থেকে। তাই আবহাওয়া উত্তপ্ত ছিল। কিন্তু ওই ঘটনার ফলে দুই দলের পারস্পরিক সম্পর্ক বা মেসির সঙ্গে নেদারল্যান্ডস ফুটবলারদের ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়েছে মনে করেন না ডি জং। ডাচ ফুটবলারটি জানিয়েছেন যদি চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম পিএসজির সাক্ষাৎ হয়, তাহলে মেসির সঙ্গে আলাদা সেলফি তুলবেন তিনি।