বাংলাদেশে গ্রামের বাড়িতে ইদ পালন শাকিবের, শিকড় না ভোলার পরামর্শ দিলেন তারকা

ঢাকা: কেউ বলেন তিনি অহংকারী, কেউ বলেন তিনি অসভ্য, কেউ বলেন তিনি স্বার্থপর। তবে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের অনেক অবদান আছে সে দেশের তরুণ ক্রিকেটারদের জন্য। বিশ্ব ক্রিকেটে বিশাল সাফল্য অর্জন করলেও মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সব ক্রিকেটারেরই খেলার সাথে পরিচয় হয় এভাবে।

একটু ফাঁকা জায়গা পেলেই ব্যাট-বল হাতে নেমে যাওয়া। মাগুরায় যাওয়ার পর সাকিব তারকাখ্যাতি পেছনে ফেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের বেড়ানোর ছবিও পাওয়া যাচ্ছে সোশ্যাল সাইটে। এবার ক্রিকেট খেলার ছবি শেয়ার করে ক্যাপশনে সাকিব লিখলেন, কখনও নিজের শেকড়কে ভুলে যেও না।

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব তার শেকড়কে ভুলে যাননি। কিন্তু বিখ্যাত হওয়ার পর সবাই কি তার অতীতকে মনে রাখে? বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও এবার মাগুরায় নিজের বাড়িকে ঈদ পালন করছেন। সেটাও দীর্ঘ ৭ বছর পর। সর্বশেষ ২০১৭ সালে মাগুরায় ঈদ করেছিলেন সাকিব।

সোশ্যাল সাইটের কল্যাণে সাকিবের ঈদ পালনের দৃশ্য দেখতে পারছেন ভক্তরা। আজ ঈদের দিন সন্ধ্যায় সাকিব নিজেই একটা ছবি পোস্ট করেছেন ফেসবুকে। যাতে দেখা যাচ্ছে, মাগুরায় গ্রামীণ পরিবেশে বন্ধুদের সঙ্গে তিনি ক্রিকেট খেলছেন। শাকিবের গ্রামের বাড়িতে ইদ পালন এবং ক্রিকেট খেলার ছবি ভাইরাল হয়ে গিয়েছে।