প্রতীকী ছবি৷

চিকিৎসার অভাবে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ… তুলকালাম হাসপাতাল! তদন্তের আশ্বাস সুপারের

বিষ্ণুপুর, বাঁকুড়া: বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে।

পরিবার সূত্রে খবর, জয়পুর থানার বাঁশি চন্ডিপুর খুশিগঞ্জের এক মহিলাকে প্রসব যন্ত্রণার জন্য গত শনিবার জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন ভর্তি থাকার পর গতরাতে ওই মহিলা একটি মৃত পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, সময় মতো ডাক্তার রোগীকে দেখেননি। চিকিৎসার গাফিলতি রয়েছে। সময় মতো ডেলিভারি করানো হয়নি। এই কারণের জন্য  শিশুটির মৃত্যু হয়েছে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, আগামী দিনে যাতে কারও সঙ্গে এই ধরনের অন্যায় না হয় তাই তাঁরা লিখিত অভিযোগ জানাবেন হাসপাতাল কর্তৃপক্ষকে।

আরও পড়ুন- নাবালিকার ধর্ষণ-খুনে থমথমে জয়নগর, ঘেরা হল পুলিশ ক্যাম্প, ময়নতদন্ত হবে রবিবারই!

বিষ্ণুপুর হাসপাতাল সুপারের শুভঙ্কর কয়াল জানান, প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলে কখন ডেলিভারি হবে সেটা বলা যায় না। চিকিৎসার গাফিলতির অভিযোগ থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

দেবব্রত মণ্ডল