New Business Idea: ঝোপে জন্মানো তেঁতোপাতা থেকে হাজার হাজার টাকা আয়! কীভাবে সম্ভব? হাতে সামান্য পুঁজি থাকলে শুরু করুন নিজের ব্যবসা

*পাহাড়ে সহজেই উপলব্ধ তিতোপাতা যার বৈজ্ঞানিক নাম আর্টেমিস ভালগারিস। আর এই পাতা দিয়েই ভেষজ সাবান তৈরির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে কালিম্পংয়ের যুব সম্প্রদায়। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। প্রতীকী ছবি।  
*পাহাড়ে সহজেই উপলব্ধ তিতোপাতা যার বৈজ্ঞানিক নাম আর্টেমিস ভালগারিস। আর এই পাতা দিয়েই ভেষজ সাবান তৈরির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে কালিম্পংয়ের যুব সম্প্রদায়। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। প্রতীকী ছবি।
*পাহাড়ে সহজেই উপলব্ধ তিতোপাতা যার বৈজ্ঞানিক নাম আর্টেমিস ভালগারিস। আর এই পাতা দিয়েই ভেষজ সাবান তৈরির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে কালিম্পংয়ের যুব সম্প্রদায়। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। প্রতীকী ছবি।  
*পাহাড়ে সহজেই উপলব্ধ তিতোপাতা যার বৈজ্ঞানিক নাম আর্টেমিস ভালগারিস। আর এই পাতা দিয়েই ভেষজ সাবান তৈরির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে কালিম্পংয়ের যুব সম্প্রদায়। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। প্রতীকী ছবি।
*দেশে ক্রমশ নানা ধরনের, বিশেষ করে ভেষজ সাবানের চাহিদা বাড়ছে, অ্যারোমাথেরাপি সম্পর্কিত শুধুই সুগন্ধি সাবানের চাহিদাও কম কিছু নয়। সেই থেকেই সাবান বানানোর পরিকল্পনা নেন কালিম্পংয়ের বাসিন্দা নবীন বরাইলি। প্রতীকী ছবি।  
*দেশে ক্রমশ নানা ধরনের, বিশেষ করে ভেষজ সাবানের চাহিদা বাড়ছে, অ্যারোমাথেরাপি সম্পর্কিত শুধুই সুগন্ধি সাবানের চাহিদাও কম কিছু নয়। সেই থেকেই সাবান বানানোর পরিকল্পনা নেন কালিম্পংয়ের বাসিন্দা নবীন বরাইলি। প্রতীকী ছবি।
*নবীন বলেন, দিদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তিনি পাহাড়ের তিতোপাতা দিয়ে সাবান তৈরি নিয়ে অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন। তারপর সফল হতেই কালিম্পংয়ের হাটে নিয়ে যেতে মানুষ লুফে নিচ্ছে সেই সাবান। প্রতীকী ছবি।  
*নবীন বলেন, দিদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তিনি পাহাড়ের তিতোপাতা দিয়ে সাবান তৈরি নিয়ে অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন। তারপর সফল হতেই কালিম্পংয়ের হাটে নিয়ে যেতে মানুষ লুফে নিচ্ছে সেই সাবান। প্রতীকী ছবি।
*বর্তমানে বহু মানুষ ব্যবসার দিকে ঝুঁকছেন। করোনার জেরে অনেকে চাকরিহারা ও বেশ কিছু ব্যবসা বন্ধ হওয়ার পরে বহু ব্যক্তি নিজেরাই ব্যবসা শুরু করতে আগ্রহী হয়ে উঠেছেন। তবে সাবানের ব্যবসা এমন একটি ব্যবসা যা থেকে মোটা টাকা উপার্জন করা সম্ভব। প্রতীকী ছবি।  
*বর্তমানে বহু মানুষ ব্যবসার দিকে ঝুঁকছেন। করোনার জেরে অনেকে চাকরিহারা ও বেশ কিছু ব্যবসা বন্ধ হওয়ার পরে বহু ব্যক্তি নিজেরাই ব্যবসা শুরু করতে আগ্রহী হয়ে উঠেছেন। তবে সাবানের ব্যবসা এমন একটি ব্যবসা যা থেকে মোটা টাকা উপার্জন করা সম্ভব। প্রতীকী ছবি।
*সাবান এমন একটি পণ্য, যা কিনা প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয়। ফলে এর চাহিদা থাকে সবসময়। এছাড়াও, আর একটি দারুণ ব্যাপার হল মাত্র সামান্য কিছু টাকা খরচ করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। সাবান তৈরির কারখানা তৈরি করতে খুব বেশি অর্থের প্রযোজন হবে না। এছাড়া, মুদ্রা যোজনার আওতায় এই ব্যবসার জন্য লোনও নেওয়া যেতে পারে। প্রতীকী ছবি।  
*সাবান এমন একটি পণ্য, যা কিনা প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয়। ফলে এর চাহিদা থাকে সবসময়। এছাড়াও, আর একটি দারুণ ব্যাপার হল মাত্র সামান্য কিছু টাকা খরচ করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। সাবান তৈরির কারখানা তৈরি করতে খুব বেশি অর্থের প্রযোজন হবে না। এছাড়া, মুদ্রা যোজনার আওতায় এই ব্যবসার জন্য লোনও নেওয়া যেতে পারে। প্রতীকী ছবি।
*এই ব্যবসার দিকেই ঝুঁকেছে কালিম্পং জেলার যুবরা। তাদের তৈরি সাবান মানুষেরা ভীষণ পছন্দ করেছেন বলেই তারা দাবি করছেন। মাত্র ৫০টি সাবান দিয়েই এই ব্যবসা শুরু করেছিলেন নবীন। এখন তার ৫ গুণ বেশি সাবান তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হচ্ছে। প্রতীকী ছবি।  
*এই ব্যবসার দিকেই ঝুঁকেছে কালিম্পং জেলার যুবরা। তাদের তৈরি সাবান মানুষেরা ভীষণ পছন্দ করেছেন বলেই তারা দাবি করছেন। মাত্র ৫০টি সাবান দিয়েই এই ব্যবসা শুরু করেছিলেন নবীন। এখন তার ৫ গুণ বেশি সাবান তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হচ্ছে। প্রতীকী ছবি।
*নবীন বলেন, "আমাদের সাবানের ব্যবসা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। তিতোপাতা সাবান ছাড়াও এখন ভিন্ন হয়ে অয়েল, অ্যারোমেটিক সাবান, চারকোল, স্ট্রবেরি, গোলাপ ফুলের সুগন্ধি যুক্ত সাবান তৈরি করা হচ্ছে।" প্রতীকী ছবি।  
*নবীন বলেন, “আমাদের সাবানের ব্যবসা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। তিতোপাতা সাবান ছাড়াও এখন ভিন্ন হয়ে অয়েল, অ্যারোমেটিক সাবান, চারকোল, স্ট্রবেরি, গোলাপ ফুলের সুগন্ধি যুক্ত সাবান তৈরি করা হচ্ছে।” প্রতীকী ছবি।