New Business Ideas: প্রতিদিন আয় হবে বিপুল টাকা, কম বিনিয়োগ করে বেশি লাভ পাবেন এই ব্যবসায়

একজন গড়পড়তা মানুষের জীবন যে কোনও জায়গায় অতিবাহিত হতে পারে। তবে ব্যবসা যেমন বড় জায়গাতেও করা যায়, আবার তেমনই রাস্তার ধারেও ব্যবসা করা যেতে পারে। এদিকে মারুতি গণাচারী নামের এক ব্যক্তি দেখিয়ে দিলেন এভাবেও ব্যবসা করা সম্ভব! আর তা থেকে হাজার হাজার টাকা আয় করা যায়। আসলে বিগত ৩০ বছর ধরে কুশনের ব্যবসা করছেন মারুতি গণাচারী। একাধিক জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা করে নিজের কর্মসংস্থান নিজেই করছেন।
একজন গড়পড়তা মানুষের জীবন যে কোনও জায়গায় অতিবাহিত হতে পারে। তবে ব্যবসা যেমন বড় জায়গাতেও করা যায়, আবার তেমনই রাস্তার ধারেও ব্যবসা করা যেতে পারে। এদিকে মারুতি গণাচারী নামের এক ব্যক্তি দেখিয়ে দিলেন এভাবেও ব্যবসা করা সম্ভব! আর তা থেকে হাজার হাজার টাকা আয় করা যায়। আসলে বিগত ৩০ বছর ধরে কুশনের ব্যবসা করছেন মারুতি গণাচারী। একাধিক জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা করে নিজের কর্মসংস্থান নিজেই করছেন।
এই প্রসঙ্গে Local 18-এর সাথে কথা বলার সময় মারুতি গণাচারী জানান যে, তাঁর দাদু-ঠাকুমা অন্ধ্র ছেড়ে কর্ণাটকে চলে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে সেখানে চলে গিয়েছিলেন তিনি নিজেও। মারুতির বক্তব্য, অন্ধ্রপ্রদেশে ফিরে এসে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ যেখানেই যাই না কেন, নিজের জায়গায় ফিরে আসতেই হয়।
এই প্রসঙ্গে Local 18-এর সাথে কথা বলার সময় মারুতি গণাচারী জানান যে, তাঁর দাদু-ঠাকুমা অন্ধ্র ছেড়ে কর্ণাটকে চলে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে সেখানে চলে গিয়েছিলেন তিনি নিজেও। মারুতির বক্তব্য, অন্ধ্রপ্রদেশে ফিরে এসে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ যেখানেই যাই না কেন, নিজের জায়গায় ফিরে আসতেই হয়।
এছাড়া কর্নাটকের কাদিরি জেলার দেবীহুলা গ্রামে বহু দিন ধরেই কুশনের কাজ করে জীবিকা নির্বাহ করছেন মারুতি গণাচারী। তিনি জানান, মূলত বাইকের সিট কভার, ট্যাঙ্ক কভার, হেলমেট এবং বাইকের উপযোগী ছোট ছোট জিনিসপত্রের ব্যবসা করছেন।
এছাড়া কর্নাটকের কাদিরি জেলার দেবীহুলা গ্রামে বহু দিন ধরেই কুশনের কাজ করে জীবিকা নির্বাহ করছেন মারুতি গণাচারী। তিনি জানান, মূলত বাইকের সিট কভার, ট্যাঙ্ক কভার, হেলমেট এবং বাইকের উপযোগী ছোট ছোট জিনিসপত্রের ব্যবসা করছেন।
এর পাশাপাশি মারুতি গণাচারী আরও জানান যে, তিনি এখন সত্য সাই জেলার কাদিরিতে বসবাস করছেন। পুত্তাপার্তি, ওবুলা দেবরা চেরুভু, নাল্লা মাদা, মদনাপল্লী, অনন্তপুরম, রায়চটি, গলিভিড়ু-সহ শহরতলি এবং গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে গাড়ি চালকদের কাছে হেলমেট বিক্রির ব্যবসা করছেন।
এর পাশাপাশি মারুতি গণাচারী আরও জানান যে, তিনি এখন সত্য সাই জেলার কাদিরিতে বসবাস করছেন। পুত্তাপার্তি, ওবুলা দেবরা চেরুভু, নাল্লা মাদা, মদনাপল্লী, অনন্তপুরম, রায়চটি, গলিভিড়ু-সহ শহরতলি এবং গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে গাড়ি চালকদের কাছে হেলমেট বিক্রির ব্যবসা করছেন।
রয়্যাল এনফিল্ড, বাজাজ পালসার, টিভিএস, স্প্লেন্ডার, ইয়ামাহা ইত্যাদির মতো সাম্প্রতিক বাইকগুলির হেলমেট পাওয়া যায় মারুতি গণাচারী। এর দাম ৩০০ টাকা থেকে ৪০০ টাকা কিংবা ১০০০ টাকা থেকে শুরু হয়। কভার এবং সাইড ব্যাগের দাম পড়বে ২৫০ টাকা। সিট কভারের দাম পড়বে ২০০ টাকা থেকে ২৫০ টাকা। তবে ১৫০ টাকা দামের যে সিট কভার পাওয়া যায়, সেগুলি একেবারেই সাধারণ। তবে ২৫০ টাকা দামের সিট কভারগুলি হাল ফ্যাশনের।
রয়্যাল এনফিল্ড, বাজাজ পালসার, টিভিএস, স্প্লেন্ডার, ইয়ামাহা ইত্যাদির মতো সাম্প্রতিক বাইকগুলির হেলমেট পাওয়া যায় মারুতি গণাচারী। এর দাম ৩০০ টাকা থেকে ৪০০ টাকা কিংবা ১০০০ টাকা থেকে শুরু হয়। কভার এবং সাইড ব্যাগের দাম পড়বে ২৫০ টাকা। সিট কভারের দাম পড়বে ২০০ টাকা থেকে ২৫০ টাকা। তবে ১৫০ টাকা দামের যে সিট কভার পাওয়া যায়, সেগুলি একেবারেই সাধারণ। তবে ২৫০ টাকা দামের সিট কভারগুলি হাল ফ্যাশনের।
মারুতি গণাচারী আরও বলেন যে, ভারি কুশন, অতিরিক্ত ফোম এবং নরম সিট কভারের দাম স্বাভাবিক ভাবেই বেশি। তবে বেশিরভাগ গ্রাহক সোফার জন্য ব্যবহৃত চামড়ার উপাদানটি বেশি পছন্দ করেন। মারুতির বক্তব্য, এই ব্যবসায় তাঁর প্রতিদিন আয় হয় তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা।
মারুতি গণাচারী আরও বলেন যে, ভারি কুশন, অতিরিক্ত ফোম এবং নরম সিট কভারের দাম স্বাভাবিক ভাবেই বেশি। তবে বেশিরভাগ গ্রাহক সোফার জন্য ব্যবহৃত চামড়ার উপাদানটি বেশি পছন্দ করেন। মারুতির বক্তব্য, এই ব্যবসায় তাঁর প্রতিদিন আয় হয় তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা।