School bus

Guidelines for school bus and poolcar: স্কুলের পুলকার এবং বাসের জন্য একগুচ্ছ নির্দেশিকা, বাধ্যতামূলক লোকেশন ট্র‍্যাকিং ডিভাইস

কলকাতা: স্কুলের পুলকার এবং বাসের জন্য একগুচ্ছ নির্দেশিকা আনতে চলেছে রাজ্য সরকার। সেই সঙ্গে স্কুলগুলির জন্য আসছে একাধিক নিয়ম। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হল পরিবহণ, পুলিশ, শিক্ষা দফতর এবং অভিভাবকদের সঙ্গে বৈঠকে।

স্কুল, অভিভাবক ও গাড়ি মালিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য। গাড়ির মালিকদের জন্য নির্দেশিকা গাড়ির বৈধ কাগজ, ফিটনেস, লোকেশন ট্র‍্যাকিং ডিভাইস বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য। সেই সঙ্গে গাড়িতে হাত মাথা না যাতে বের করা যায় সেই জন্য সুরক্ষিত দরজা জানলা, বাইরে থেকে দৃশ্যমান কাচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার জায়গা, সিটবেল্টের ব্যবস্থা, ফার্স্ট এইড বক্স, আগুন যাতে না লাগে তার ব্যবস্থা রাখতে হবে। পুলকার এবং বাসের জন্য নিয়মিত ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে।

আরও পড়ুন: অবশেষে দক্ষিণবঙ্গে এল বর্ষা! কবে, কোথায় বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস

সেই সঙ্গে প্রতি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিকটবর্তী পরিবহণ অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন। স্কুলের পরিবহণ সংক্রান্ত বিষয় তাঁকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি স্কুলবাস বা পুলকারের ক্ষেত্রে অভিভাবকদের পরামর্শে বাণিজ্যিক গাড়ি ব্যবহার করতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর সব ব্যবস্থা রিনিউ করা হবে, বলে জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।