New XEC Covid Variant

New XEC Covid Variant: এসেছে করোনার সবথেকে শক্তিশালী স্ট্রেন XEC, দাবানলের মতো ছড়িয়েছে ২৭ দেশে, এই শীতেই হয়তো ভয়াবহ-মারণ আকার, উদ্বেগে গোটা বিশ্ব

ফের ভয় দেখাচ্ছে করোনা। ফিরেছে মারণ ভাইরাসের দাপট। তবে কি ফের করোনার ভয়াবহ দিনগুলি ফিরে আসবে? এই আশঙ্কাই এখন বিশ্বজুড়ে।
ফের ভয় দেখাচ্ছে করোনা। ফিরেছে মারণ ভাইরাসের দাপট। তবে কি ফের করোনার ভয়াবহ দিনগুলি ফিরে আসবে? এই আশঙ্কাই এখন বিশ্বজুড়ে।
ইউরোপ জুড়ে করোনার নতুন স্ট্রেন এক্সইসি-র খোঁজ মিলেছে। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের এই উপরূপ ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক। যেভাবে ছড়াচ্ছে এই ভাইরাস, বিশেষজ্ঞদের ভয়, এই শীতেই ইয়োরোপ ও এশিয়ায় সংক্রমণের গ্রাভ ঊর্ধ্বমুখী হবে।
ইউরোপ জুড়ে করোনার নতুন স্ট্রেন এক্সইসি-র খোঁজ মিলেছে। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের এই উপরূপ ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক। যেভাবে ছড়াচ্ছে এই ভাইরাস, বিশেষজ্ঞদের ভয়, এই শীতেই ইয়োরোপ ও এশিয়ায় সংক্রমণের গ্রাভ ঊর্ধ্বমুখী হবে।
চলতি বছর জুন মাসে জার্মানিতে প্রথম এক্সইসি স্ট্রেনের হদিশ মেলে। এই উপরূপ ওমিক্রন ভাইরাসের দুটি সাব ভেরিয়্যান্ট KS.1.1 and KP.3.3-র হাইব্রিড। বিশেষজ্ঞরা বলছেন, এই উপরূপে রয়েছে T22N মিউটেশন ও FLuQE মিউটেশন।
চলতি বছর জুন মাসে জার্মানিতে প্রথম এক্সইসি স্ট্রেনের হদিশ মেলে। এই উপরূপ ওমিক্রন ভাইরাসের দুটি সাব ভেরিয়্যান্ট KS.1.1 and KP.3.3-র হাইব্রিড। বিশেষজ্ঞরা বলছেন, এই উপরূপে রয়েছে T22N মিউটেশন ও FLuQE মিউটেশন।
জুন মাস থেকে এখন পর্যন্ত এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে ইউকে, ইউএস, ডেনমার্ক-সহ বিশ্বের একাধিক দেশে। এখনও পযর্ন্ত পোল্যান্ড, নরওয়ে, ইউক্রেন, পর্তুগাল, চিন-এর মত ২৭ টি দেশে এই ভাইরাসের হদিশ মিলেছে।
জুন মাস থেকে এখন পর্যন্ত এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে ইউকে, ইউএস, ডেনমার্ক-সহ বিশ্বের একাধিক দেশে। এখনও পযর্ন্ত পোল্যান্ড, নরওয়ে, ইউক্রেন, পর্তুগাল, চিন-এর মত ২৭ টি দেশে এই ভাইরাসের হদিশ মিলেছে।
বিশেষজ্ঞদের মতে, করোনার এই নয়া প্রজাতি আগের সব প্রজাতির থেকে অনেক বেশিউ শক্তিশালী, অনেক বেশি ভয়ানক। লন্ডনের ‘জেনেটিক্স ইনস্টিটিউট অ্যাট ইউনিভার্সিটি কলেজ’-এর ডিরেক্টর ফ্র্যাঙ্কোসিস ব্যালাউক্সের কথায়, ডেনমার্ক, জার্মানি, ব্রিটেন, আমেরিকা, পোল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, ইউক্রেন, পর্তুগাল, চিন-সহ বিশ্বের ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই উপরূপ। অধ্যাপকের দাবি, ওমিক্রনের দু'টি প্রজাতি কেএস.১.১ এবং কেপি.৩.৩ এই দুই প্রজাতির হাইব্রিডের ফল এই দুই স্ট্রেন। অর্থাৎ, ওমিক্রনের দুই প্রজাতির বৈশিষ্ট্যই রয়েছে এই নয়া রূপে।
বিশেষজ্ঞদের মতে, করোনার এই নয়া প্রজাতি আগের সব প্রজাতির থেকে অনেক বেশিউ শক্তিশালী, অনেক বেশি ভয়ানক। লন্ডনের ‘জেনেটিক্স ইনস্টিটিউট অ্যাট ইউনিভার্সিটি কলেজ’-এর ডিরেক্টর ফ্র্যাঙ্কোসিস ব্যালাউক্সের কথায়, ডেনমার্ক, জার্মানি, ব্রিটেন, আমেরিকা, পোল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, ইউক্রেন, পর্তুগাল, চিন-সহ বিশ্বের ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই উপরূপ। অধ্যাপকের দাবি, ওমিক্রনের দু’টি প্রজাতি কেএস.১.১ এবং কেপি.৩.৩ এই দুই প্রজাতির হাইব্রিডের ফল এই দুই স্ট্রেন। অর্থাৎ, ওমিক্রনের দুই প্রজাতির বৈশিষ্ট্যই রয়েছে এই নয়া রূপে।
করোনার সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি ছিল ওমিক্রন। মারাত্মক সংক্রামক, খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশ্বে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের নেপথ্যে ছিল এই ওমিক্রন ভাইরাসের হানা। যদিও ভ্যাক্সিনের কারণে অনেকটাই কমে ওমিক্রনের ভয়াবহতার প্রকোপ। তবে, ‘জেনেটিক্স ইনস্টিটিউট অ্যাট ইউনিভার্সিটি কলেজ’-এর ডিরেক্টর ফ্র্যাঙ্কোসিস ব্যালাউক্সের কথায়, ফের ফিরে এসেছে ওমিক্রন। এবার আরও শক্তিশালী।

করোনার সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি ছিল ওমিক্রন। মারাত্মক সংক্রামক, খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশ্বে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের নেপথ্যে ছিল এই ওমিক্রন ভাইরাসের হানা। যদিও ভ্যাক্সিনের কারণে অনেকটাই কমে ওমিক্রনের ভয়াবহতার প্রকোপ। তবে, ‘জেনেটিক্স ইনস্টিটিউট অ্যাট ইউনিভার্সিটি কলেজ’-এর ডিরেক্টর ফ্র্যাঙ্কোসিস ব্যালাউক্সের কথায়, ফের ফিরে এসেছে ওমিক্রন। এবার আরও শক্তিশালী।
উপসর্গ কী?-- করোনা ভাইরাসের সব প্রজাতির মত এই উপরূপের-ও উপসর্গ হল-- জ্বর, গলায় ব্যথা, সর্দি-কাশি, খিদে চলে যাওয়া, গায়ে ব্যথা, স্বাদ ও গন্ধ চলে যাওয়া।

উপসর্গ কী?– করোনা ভাইরাসের সব প্রজাতির মত এই উপরূপের-ও উপসর্গ হল– জ্বর, গলায় ব্যথা, সর্দি-কাশি, খিদে চলে যাওয়া, গায়ে ব্যথা, স্বাদ ও গন্ধ চলে যাওয়া।