Tag Archives: Corona

Covid side effects: কোভিডের পর থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ইনহেলারের বিক্রি! সঙ্গে বায়ুদূষণের প্রভাব…সামনে এল শিউরে ওঠার মতো তথ্য

নয়াদিল্লি: কোভিডের পর থেকে ইনহেলারের বিক্রি ব্যাপক বেড়েছে। এরসঙ্গে যোগ হয়েছে বায়ুদূষণ। দুয়ে মিলে ওষুধের বাজারে বিকোচ্ছে হু-হু করে। সাধারণত অ্যান্টি ডায়াবেটিক, কার্ডিওভাসকুলার এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগেই ইনহেলার ব্যবহার হয়। গবেষণা সংস্থা IQVIA-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতের ওষুধের বাজারে সেরা ৪০টি ব্র্যান্ডের মধ্যে সিপলার ফোরাকর্টের বিক্রিই সবচেয়ে বেশি।

জানুয়ারিতে প্রকাশিত IQVIA-এর মাসিক প্রতিবেদন অনুযায়ী, সেরা ১০টি ব্র্যান্ডের মধ্যে ফোরাকর্টের বিক্রি সর্বাধিক। বুডাকর্টের পরেই। পরিসংখ্যান বলছে, বিক্রি ইতিমধ্যে ৮৩ কোটি ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, প্রতি মাসে ২০ শতাংশ হারে বিক্রি বাড়ছে।

ফোরাকর্ট মূলত ইনহেলার যা শ্বাসযন্ত্রের অসুখ অর্থাৎ হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) চিকিৎসায় ব্যবহৃত হয়। একটা সময় ইনহেলার নেওয়ার কথা বললেই আতঙ্ক দেখা দিত। কিন্তু ফোরাকর্টের বিক্রি সব হিসেবনিকেশ উল্টে দিয়েছে। অন্য দিকে, বুডাকোর্ট এক ধরনের স্টেরয়েড যা হাঁপানির উপসর্গ যেমন শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের চিকিৎসা এবং প্রতিরোধে ব্যবহৃত হয়।

আরও পড়ুন: এই প্রথম!…. দিদি নং 1-এর মঞ্চে এলেন স্বয়ং মমতা! বুধবারই হয়ে গেল শুটিং.. থাকল কোন কোন নতুন চমক?

IQVIA-এর মুখপাত্র স্বাতী চৌধুরি নিউজ ১৮-কে বলেন, ‘কোভিড পরবর্তী সময়ে শ্বাসযন্ত্রের ওষুধ বিক্রির পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পরিবেশগত পরিবর্তন এবং দূষণের মাত্রা বৃদ্ধিই এর সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে’। নভেম্বর থেকে ফোরাকর্টের বিক্রি ঊর্ধ্বমুখী। শীতকালে এবং বায়ু দূষণের কারণে শ্বাসযন্ত্রের অসুস্থতা বাড়ে। বছরের অন্য সময় ইনহেলার বিক্রির পরিমাণ কখনও বাড়ে, কখনও কমে। তবে বেশি বিক্রি হওয়া ১০টি ওষুধের তালিকায় সবসময়ই থাকে।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত…বসন্তেও বৃষ্টির দাপট, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! এই সব জেলায় জারি হলুদ সতর্কতা

যেমন অক্টোবরে এই তালিকায় সবার উপরে ছিল ব্রড-স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মনোসেফ। তারপরই ছিল অ্যান্টিবায়োটিক অগমেন্টিন। ফোরাকর্ট ছিল তৃতীয় স্থানে। পরিসংখ্যান বলছে, সাধারণত ৪০টি ব্র্যান্ডের ডায়াবেটিস, অ্যান্টি-ইনফেকটিভস, প্রোটন পাম্প ইনহিবিটরস (পিপিআই), ব্যথা এবং শ্বাসযন্ত্রের ওষুধ এই তালিকায় থাকে। আরও জানা যাচ্ছে, শ্বাসযন্ত্রের অসুখের মধ্যে ৪৪ শতাংশ অ্যাজমা এবং সিওপিডি-র, কাশি এবং সর্দি এবং অ্যান্টি-হিস্টামিন ওষুধের মতো অন্যান্য বিভাগের তুলনায় সর্বোচ্চ। অ্যাজমা এবং সিওপিডি-র ওষুধ হিসেবেই ইনহেলার সবচেয়ে বেশি বিক্রি হয়।

New Corona: ‘নতুন’ করোনায় সবচেয়ে বড় বিপদ কী জানেন? কাদের থাকতে হবে সবচেয়ে সতর্ক! খুবই জরুরি তথ্য

নয়াদিল্লি: ফের আতঙ্ক বাড়ছে করোনার। করোনার নয়া উপপ্রজাতি JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। নতুন করে করোনায় আক্রান্ত হতে শুরু করেছে দেশবাসী।

নয়াদিল্লি: ফের আতঙ্ক বাড়ছে করোনার। করোনার নয়া উপপ্রজাতি JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। নতুন করে করোনায় আক্রান্ত হতে শুরু করেছে দেশবাসী।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ‍্যা ৬০০-রও বেশি। কীভাবে বাঁচবেন করোনার এই নতুন উপপ্রজাতির থাবা থেকে? এই সময় ঠিক কী করণীয়? কাদেরই বা বেশি বিপদ এই নতুন করোনায়?
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ‍্যা ৬০০-রও বেশি। কীভাবে বাঁচবেন করোনার এই নতুন উপপ্রজাতির থাবা থেকে? এই সময় ঠিক কী করণীয়? কাদেরই বা বেশি বিপদ এই নতুন করোনায়?
করোনার নতুন উপরূপ জেএন.১ ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের নানা প্রান্তে এই উপরূপ নিয়ে নতুন করে চিন্তায় বিশেষজ্ঞেরা। আমেরিকা, চিন, এমনকি ভারতেও জেএন.১ উদ্বেগ বাড়িয়েছে। শীতের মরসুমে আবার নতুন করে করোনা থাবা বসাতে পারে কি না, জেএন.১ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।
করোনার নতুন উপরূপ জেএন.১ ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের নানা প্রান্তে এই উপরূপ নিয়ে নতুন করে চিন্তায় বিশেষজ্ঞেরা। আমেরিকা, চিন, এমনকি ভারতেও জেএন.১ উদ্বেগ বাড়িয়েছে। শীতের মরসুমে আবার নতুন করে করোনা থাবা বসাতে পারে কি না, জেএন.১ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।
এই পরিস্থিতিতে দিল্লি এমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া করোনার নতুন এই উপরূপ নিয়ে মুখ খুললেন। জেএন.১-এর ধরন, সম্ভাবনা ইত্যাদি বিস্তারিত জানিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে দিল্লি এমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া করোনার নতুন এই উপরূপ নিয়ে মুখ খুললেন। জেএন.১-এর ধরন, সম্ভাবনা ইত্যাদি বিস্তারিত জানিয়েছেন তিনি।
তিনি জানান, করোনার নতুন উপরূপ জেএন.১ অধিক সংক্রামক। দ্রুত এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। বহু মানুষ এতে আক্রান্ত হচ্ছেন। করোনার অন্যান্য উপরূপকে দমিয়ে ধীরে ধীরে প্রধান হয়ে উঠছে এই জেএন.১। আমেরিকা, ইউরোপের দেশগুলিতে বহু করোনা রোগীর শরীরে জেএন.১-এর উপস্থিতি মিলেছে।
তিনি জানান, করোনার নতুন উপরূপ জেএন.১ অধিক সংক্রামক। দ্রুত এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। বহু মানুষ এতে আক্রান্ত হচ্ছেন। করোনার অন্যান্য উপরূপকে দমিয়ে ধীরে ধীরে প্রধান হয়ে উঠছে এই জেএন.১। আমেরিকা, ইউরোপের দেশগুলিতে বহু করোনা রোগীর শরীরে জেএন.১-এর উপস্থিতি মিলেছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক‍্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রাক্তন ডিজি ড: সৌম‍্যা স্বামীনাথন জানান, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই উপপ্রজাতি JN.1 আগের ভ‍্যারিয়ান্ট বেশি শক্তিশালী এমন কোনও তথ‍্য এখনও আমাদের হাতে আসেনি। এর থেকে নিউমোনিয়া আরও বাড়বে। সুতরাং কিছু সাধারণ সতর্কতার নিয়মগুলি মেনে চললেই হবে।’’
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক‍্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রাক্তন ডিজি ড: সৌম‍্যা স্বামীনাথন জানান, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই উপপ্রজাতি JN.1 আগের ভ‍্যারিয়ান্ট বেশি শক্তিশালী এমন কোনও তথ‍্য এখনও আমাদের হাতে আসেনি। এর থেকে নিউমোনিয়া আরও বাড়বে। সুতরাং কিছু সাধারণ সতর্কতার নিয়মগুলি মেনে চললেই হবে।’’

Covid cases: আশঙ্কাই সত্যি! কলকাতায় ৩ করোনা আক্রান্তের হদিশ, ৫ মাসের শিশুর রিপোর্টেও পজিটিভ

কলকাতা: গোটা দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ৬০০-র বেশি। ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে সবকটি রাজ্যকে সতর্ক করা হয়েছে। রাজ্যেও ফের জোর দেওয়া হয়েছে করোনা পরীক্ষার উপরে। সেই মতো করোনা লাইক ইলনেস অর্থাৎ করোনার মতো অসুখের উপসর্গ থাকলেই পরীক্ষা করা হচ্ছে। আর তাতেই শহরের তিনটি হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলল।

তবে সেগুলি করোনার ভাইরাসের জে এন ১ ভ্যারিয়েন্টের কিনা, তা জানতে নমুনার জিনোম সিকোয়েন্স করতে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হবে। সূত্রের খবর, বুধবার রাজ্যের সরকারি হাসপাতালে মোট ১৯৩ জনের আরটিপিসিআর পরীক্ষা হয়। তবে কারোর রিপোর্ট পজিটিভ আসেনি। আক্রান্ত ৩ জনের মধ্যে এক ৫ মাসের শিশুও রয়েছে। ওই শিশু ভর্তি মেডিক্যাল কলেজে। গত ৬ দিন ধরে খিঁচুনি আক্রান্ত হয়ে ভর্তি হয় বিহারের বাসিন্দা এই শিশু। আপাতত ওই তিনজনকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬০০-র বেশি। গত ২ সপ্তাহে দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনার হঠাৎ বাড়বাড়ন্তে রাজ্যগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন নীতি আয়োগ (স্বাস্থ্য) কর্তা ভিকে পল।

আরও পড়ুন, ফের DA বাড়ালেন মমতা! বড় দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের বড় উপহার, কবে থেকে চালু নতুন নিয়ম?

আরও পড়ুন, ফের চোখ রাঙাচ্ছে করোনা! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০, মৃত ১৬! বাংলার পরিস্থিতি জানুন

ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকের পর বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, বৈঠকে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টের ওপরে। করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয় সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের পরামর্শের পরেই নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। করোনা আক্রান্তদের উপর বিশেষভাবে নজরদারি করতে বলা হয়েছে। টেস্টিংয়ের উপরও গুরুত্ব দিতে বলা হয়েছে। নমুনা আসার পরেই যাতে জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় সেদিকে হাসপাতালগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।

Corona Update: করোনার নয়া ভ্যারিয়েন্ট কি আরও ভয়ঙ্কর? কীভাবে দূরে রাখবেন? আসল সত্য জানাল কেন্দ্র

নয়াদিল্লি: ফের আতঙ্ক বাড়ছে করোনার। করোনার নয়া উপপ্রজাতি JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। নতুন করে করোনায় আক্রান্ত হতে শুরু করেছে দেশবাসী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ‍্যা ৬০০-রও বেশি। কীভাবে বাঁচবেন করোনার এই নতুন উপপ্রজাতির থাবা থেকে? এই সময় ঠিক কী করণীয়?

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক‍্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রাক্তন ডিজি ড: সৌম‍্যা স্বামীনাথন দিলেন বিশেষ পরামর্শ। তিনি নির্দেশ দিলেন এই সময় আবার ফিরে পুরনো কিছু নিয়মে। তবে আতঙ্কিত না হতেও পরামর্শ দিলেন ড: সৌম‍্যা স্বামীনাথন।

আরও পড়ুন: আজকের বিকেলটা কি একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ঘটনার কারণ জানলে অবাক হবেন

ড: স্বামীনাথন এদিন বলেন, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই উপপ্রজাতি JN.1 আগের ভ‍্যারিয়ান্ট বেশি শক্তিশালী এমন কোনও তথ‍্য এখনও আমাদের হাতে আসেনি। এর থেকে নিউমোনিয়া আরও বাড়বে। সুতরাং কিছু সাধারণ সতর্কতার নিয়মগুলি মেনে চললেই হবে।’’

পুরনো নিয়মগুলি ফের একবার মনে করিয়ে দিয়ে ড: সৌম‍্যা স্বামীনাথন জানালেন,‘‘আমরা সবাই এখন ওমিক্রনের সঙ্গে পরিচিত। এই ভ‍্যারিয়েন্টটিও ওই একই পরিবারের। খুব বেশি বদল নেই। কিন্তু ১ কিংবা ২ টি নতুন তৈরি হয়ছে। তাই হু এর উপর নজর রাখছে। এই ভ‍্যারিয়েন্ট নিয়ে অতিরিক্তি ভয় পাওয়ার মতো কিছুই নেই।’’

Corona: ফের কি ছেয়ে যাচ্ছে করোনা? বড় বিপদের মুখে বাংলা? কেন্দ্রের থেকে এল বিশেষ নির্দেশ

কলকাতা: করোনা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে কেন্দ্রের বিশেষ বৈঠক। বৈঠকে রাজ্যকে নজরদারি করার বিশেষ পরামর্শ। আসন্ন উৎসব মরশুমে বিশেষভাবে নজরদারি করার পরামর্শ রাজ্যকে।

পশ্চিমবঙ্গকে বিশেষ পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বলেই সূত্রের খবর। রাজ্যের তরফে বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিকরা। এ রাজ্য ছাড়াও বৈঠকে প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধি ছিল কেন্দ্রের বৈঠকে।

আরও পড়ুন: আয়কর নজরে তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস, হানা একাধিক বাড়ি, স্কুল, নার্সিং হোমে

যে নমুনা গুলি সংগ্রহ করা হচ্ছে তার জিনোম সিকোয়েন্সিংয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজ্যকে। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রতিটি রাজ্যের সঙ্গেই পর্যালোচনা বৈঠক করে। সেই বৈঠকেই পশ্চিমবঙ্গকে এই পরামর্শ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: পাখির চোখ চব্বিশ, বঙ্গ বিজেপির নজরে এবার শিল্পী ও কারিগররা তৎপরতা বিশ্বকর্মা যোজনা নিয়ে

প্রসঙ্গত, দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-১৯ ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৪৯। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশ জুড়ে মোট ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে ১১৫ জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

Corona Virus: কোভিড আতঙ্ক ঘিরে ধরছে? করোনার JN.1 প্রজাতি নিয়ে চিন্তায় কেন্দ্র, জারি সতর্কতা

করোনা নিয়ে চিন্তার মেঘ যেন সরেও সরছে না৷ যেন ক্রমে আরও ঘন হয়ে আসছে এই বিষয়ের চিন্তা৷ নতুন করে এই বিষয়টি নিয়ে চিন্তা বাড়িয়েছে করোনার নতুন একটি প্রজাতি JN.1৷ দেশে এক আক্রান্তের খোঁজ মিলেছে, যাঁর শরীরে এই প্রজাতির ভাইরাস ধরা পড়েছে৷

করোনা নিয়ে চিন্তার মেঘ যেন সরেও সরছে না৷ যেন ক্রমে আরও ঘন হয়ে আসছে এই বিষয়ের চিন্তা৷ নতুন করে এই বিষয়টি নিয়ে চিন্তা বাড়িয়েছে করোনার নতুন একটি প্রজাতি JN.1৷ দেশে এক আক্রান্তের খোঁজ মিলেছে, যাঁর শরীরে এই প্রজাতির ভাইরাস ধরা পড়েছে৷
কেরলে প্রথমবারের জন্য JN.1 প্রজাতির ভাইরাস পাওয়া গিয়েছে৷ কোভিডের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য চলতি সমীক্ষার ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন আইসিএমআর-এর এর উচ্চপদস্থ অধিকারিক৷
কেরলে প্রথমবারের জন্য JN.1 প্রজাতির ভাইরাস পাওয়া গিয়েছে৷ কোভিডের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য চলতি সমীক্ষার ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন আইসিএমআর-এর এর উচ্চপদস্থ অধিকারিক৷
তিরুঅনন্তপূরম জেলার কারাকুলাম এলাকায় এই রোগের চিহ্ন পাওয়া গিয়েছে৷ আর সেই নিয়ে এ বার সতর্ক করা হল প্রশাসনের পক্ষ থেকেও৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা সতর্কতায় বলা হয়েছে করোনা নিয়ে নজরদারিতে যেন ঢিলে না দেওয়া হয়৷
তিরুঅনন্তপূরম জেলার কারাকুলাম এলাকায় এই রোগের চিহ্ন পাওয়া গিয়েছে৷ আর সেই নিয়ে এ বার সতর্ক করা হল প্রশাসনের পক্ষ থেকেও৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা সতর্কতায় বলা হয়েছে করোনা নিয়ে নজরদারিতে যেন ঢিলে না দেওয়া হয়৷
প্রতিটি রাজ্য যেন করোনার এই বিষয়টি নিয়ে নজরদারি চালাতে থাকে৷ প্রতিটি এলাকার রিপোর্ট যেন নিয়মিত জমা করা হয়৷ বেশি মাত্রায় করোনা পরীক্ষার উপরেও এক্ষেত্রে জোর দেওয়া হয়েছে৷ পাশাপাশি আরটিপিসিআর টেস্ট ও জিনোম সিকোয়েন্সিংয়ের দিকেও নজর দিতে বলা হয়েছে৷
প্রতিটি রাজ্য যেন করোনার এই বিষয়টি নিয়ে নজরদারি চালাতে থাকে৷ প্রতিটি এলাকার রিপোর্ট যেন নিয়মিত জমা করা হয়৷ বেশি মাত্রায় করোনা পরীক্ষার উপরেও এক্ষেত্রে জোর দেওয়া হয়েছে৷ পাশাপাশি আরটিপিসিআর টেস্ট ও জিনোম সিকোয়েন্সিংয়ের দিকেও নজর দিতে বলা হয়েছে৷
প্রতিটি পজিটিভ টেস্টের রেজাল্ট যেন জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়, সেটিও বলা হয়েছে৷ প্রতিটি রাজ্যের মুখ্যসচিব ও প্রধান সচিব ও স্বাস্থ্য সচিবদের এই চিঠি দেওয়া হয়েছে৷
প্রতিটি পজিটিভ টেস্টের রেজাল্ট যেন জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়, সেটিও বলা হয়েছে৷ প্রতিটি রাজ্যের মুখ্যসচিব ও প্রধান সচিব ও স্বাস্থ্য সচিবদের এই চিঠি দেওয়া হয়েছে৷

Dev : RTPCR টেস্ট করিয়ে দেব বললেন, ‘সিনেমা, মিছিল, মেলা পরেও হবে, আগে সুস্থ থাকুন’

#কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে, তাতে রীতিমতো উদ্বেগ বাড়ছে। এক দিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজারের গণ্ডি। করোনার থাবা পড়েছে টলি পাড়ায়ও। একের পরে এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে। অভিনেতা দেব (Dev) করোনা আক্রান্ত কি না, এই নিয়ে চলছে জল্পনা। সেই জল্পনা পরিষ্কার করতে নিজেই একটি টুইট করেছেন অভিনেতা।

দেব জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত, এই জল্পনা ভুল। কিন্তু বুধবার সকালেই তিনি করোনার RTPCR টেস্ট করিয়েছেন। অভিনেতা (Dev) লিখছেন, “আমার করোনা হওয়া নিয়ে জল্পনা এখনও পর্যন্ত ভুল। সকালেই RTPCR টেস্ট করিয়েছি। রিপোর্ট আজ রাতে পাবো। সকলে চিন্তা করছেন, তার জন্য ধন্যবাদ। একটা জিনিস পরিষ্কার যে আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। সিনেমা, মিছিল, মেলা, বড় ভিড়ভাট্টা এগুলি পরেও থাকবে। নিজের প্রিয়জনদের খেয়াল রাখুন। মাস্ক পরুন। ব্যাস।”

দেব (Dev) এছাড়াও নিজের পোষ্যের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেবের মুখে মাস্ক দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, অভিনেতা কি করোনা আক্রান্ত। পাশাপাশি তাঁর অনুরাগীরা উদ্বেগও দেখিয়েছেন। অনেকেই দ্রুত সেরে ওঠার কথা বলেছেন। প্রসঙ্গত, পর পর টলিউডের তারকারা করোনা আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন- করোনা আক্রান্ত রাজ, পরমব্রত! মহামারীর আবহে স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব

প্রসঙ্গত, দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও করোনা পজিটিভ। করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করে রাজ লেখেন, “আমি ও শুভশ্রী (Raj Subhashree Covid) দুজনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত বাড়িতেই রয়েছি। নিভৃতবাসে দিন কাটাচ্ছি।” এরই পাশাপাশি সবাইকে মাস্ক পরে, সমস্ত নিয়ম মেনে চলার আর্জিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – সাবধান থেকেও শেষরক্ষা হল না! করোনা আক্রান্ত একতা কাপুর

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছেন। ট্যুইট করে নিজেই জানিয়েছেন এ কথা। তিনি লেখেন, “২৭ ডিসেম্বর মুম্বইয়ে থাকাকালীন কিছু মৃদু উপসর্গ ছিল। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এর পর ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরি। ২ জানুয়ারির মধ্যে আর কোনও উপসর্গ ছিল না। কিন্তু একটা রুটিন টেস্ট করিয়েছিলাম। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আগামী ৩ দিনের মধ্যে আবার টেস্ট করাবো।” এছাড়াও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী পার্ণো মিত্র, রেশমি সেনও করোনা আক্রান্ত।

Baba Ramdev : ভাঙবেন তবু মচকাবেন না! ‘অ্যালোপাথি কাজ করলে চিকিৎসকেরা কেন অসুস্থ হন?’ ফের স্বমহিমায় রামদেব!

 

#নয়াদিল্লি : ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অ্যাল্যোপ্যাথি (Allopathy Medicines) ওষুধের কার্যকারিতা নিয়ে আবারও প্রশ্ন তুললেন যোগগুরু রামদেব (Baba Ramdev)। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Associations) (আইএমএ) এবং ওষুধ সংস্থাগুলির উদ্দেশে প্রশ্ন ছুড়লেন, ‘অ্যালোপাথি যদি সর্বশক্তিমান এবং সর্বগুণ সম্পন্ন হয়, তাহলে অ্যালোপাথির চিকিৎসকদের অসুস্থ হওয়ার কথা নয়?’ এর আগেই ‘অ্যাল্যোপ্যাথি ওষুধ’ নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করেছিলেন বাবা রামদেব।

সোমবার টুইটারে ২৫ টি প্রশ্ন পোস্ট করেন রামদেব। প্রশ্ন করেন, ‘থাইরয়েড, কোলাইটিস এবং অ্যাসমার জন্য ওষুধ সংস্থাগুলির কোনও নির্দিষ্ট চিকিৎসা আছে?’ লিভার সিরোসিসের মতো রোগের চিকিৎসা আছে কিনা, জানতে চান রামদেব। জানতে চান, অ্যালোপাথি চিকিৎসা পদ্ধতির কাছে বয়স কমানোর, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো, বন্ধ্যাত্বের মতো বিষয়ের কোনও উত্তর আছে কিনা। বলেন, ‘যেমনভাবে আপনারা টিবি এবং চিকেন পক্স সারিয়ে তোলার উপায় বের করেছেন, পাকস্থলীর জন্য চিকিৎসারও খুঁজে বের করুন। শেষপর্যন্ত অ্যালোপাথি তো ২০০ বছরের বেশি সময় ধরে চলছে।’ সঙ্গে বলেন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থেকে কি মুক্তি দিতে পারে অ্যালোপাথি ওষুধ?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রামদেবের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়ো নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়। ভিডিয়োটি তুলে ধরে গত শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তরফে অভিযোগ করা হয়, অ্যালোপাথিকে ‘বোকা বিজ্ঞান’ বলেছেন রামদেব। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় অনেকের সঙ্গে যোগাসন করছেন রামদেব। আর তা করতে করতে চিকিৎসকদের নিয়ে ঠাট্টা করেছেন। বলছেন, ‘তৃতীয়জন বলল ডাক্তার হব। এক হাজার ডাক্তারতো করোনার দ্বিতীয় ডোজ নিয়ে নিয়েছে। গতকালের খবরেই তা জানতে পেরেছি। কিন্তু, যারা নিজেদেরই বাঁচাতে পারে না, তারা কেমন ডাক্তার।’

অভিযোগ এই ধরণের তির্যক মন্তব্যের পাশাপাশি রেমডেসিভির, ফ্যাবি ফ্লু-সহ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদিত বিভিন্ন ওষুধ করোনাভাইরাসের চিকিৎসা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন রামদেব। ‘অ্যালোপাথি ওষুধ নিয়ে লাখ লাখ রোগী মারা যাচ্ছেন’ বলেও দাবি করেন। সেই ‘অশিক্ষিত’ মন্তব্যের জন্য রামদেবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে আর্জি জানায় দেশের চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন।b

Sonu Sood: ‘তুমি একজন হিরো’! সারার কোন উদ্যোগ দেখে প্রশংসা করলেন সোনু সুদ

#মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউতে (Second wave corona) গোটা দেশ জুড়ে হাহাকার চলছে। আর প্রথমবারের মতো এবারও করোনাকালের মসিহার মতো কাজ করছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। করোনার গুরুতর উপসর্গ যাদের মধ্য়ে রয়েছে তাদের জন্য বিনামূল্যে জরুরিকালীন চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তিনি। সোনু নিজেও একটি ত্রাণ তৈরি করেছেন। সেই ত্রাণে এবার অর্থ দিয়ে সাহায্য করলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)।

সম্প্রতি সোনুর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন সারা। সারার এই উদ্যোগে খুশি হয়ে টুইটারে একটি পোস্টের মাধ্য়মে তাঁর প্রশংসা করেছেন খোদ সোনু সুদ। জানিয়েছেন সারাকে নিয়ে তিনি গর্ববোধ করছেন। আগামীতেও যাতে সারা মানুষের পাশে দাাঁড়াতে আরও কাজ করেন, তার জন্যও উৎসাহ দিয়েছেন অভিনেতা। সোনুর মতে সারার এই কাজ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তারাও কঠিন সময়ে দেশের সাহায্য করতে উদ্যত হবেন।

সারাকে এই কাজের জন্য ‘হিরো’ বলে সম্বোধন করেন সোনু। অভিনেতা লিখেছেন, “ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য তোমায় অনেক ধন্যবাদ সারা আলি খান। তোমার জন্য গর্ববোধ করছি এবং এই ভালো কাজ করে যেও তুমি। তুমি দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছ এই কঠিন সময়ে দেশের মানুষের জন্য কাজ করতে। তুমি একজন হিরো।”

করোনার এই হাহাকারে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সারা। অক্সিজেন বা বেডের খোঁজ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও সোনুকে কোনও পোস্টে ট্যাগ করেছেন সাহায্য করার জন্য। সিম্বা ছবিতে সারা ও সোনু সুদ একসঙ্গ কাজ করেছেন। এই ছবিতে সারার বিপরীতে ছিলেন রণবীর সিং।

প্রসঙ্গত, করোনার প্রথম ঢেউ থেকে মানুষকে সাহায্য করছেন সোনু। সম্প্রতি, ছোট্ট বয়েসেই যারা একূল-ওকূল হারিয়ে সর্বস্বান্ত হয়েছে, সেই শিশুদের জন্য মসিহা হয়ে এগিয়ে এসেছেন সোনু সুদ ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। করোনার গ্রাসে যে সমস্ত শিশুরা তাঁদের বাবা-মাকে হারিয়েছে তাদের শিক্ষার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে বলে ট্যুইটে আবেদন করেছিলেন সোনু সুদ। তাঁর সেই আবেদনকে সমর্থন করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা। সোনুর এই ট্যুইট সামনে আসতেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে চাইছেন অভিনেতার অনুগামীরা।

Pet Dog: ‘ও বাঁচলেই হল’, পোষ্য কুকুরকে নিজের মাস্ক খুলে পরিয়ে দিলেন বৃদ্ধ!

#দিল্লি: ফের করোনায় কাঁপছে গোটা বিশ্ব। ভয়ঙ্কর পরিস্থিতি ভারতে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড গড়ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ছাড়া এক মুহূর্ত বাইরে নয়। আর এই নিয়ম যে শুধু মানুষের জন্য তা কিন্তু নয়। বরং যাঁদের বাড়িতে পোষ্য রয়েছে, তাঁদের জন্যও বিশেষজ্ঞদের পরামর্শ, বাইরে নিয়ে গেলে পোষ্যকেই পরান মাস্ক। এমনকী করোনার কোপে পোষ্যদের জীবনহানির ঘটনাও সামনে এসেছে। এহেন এক আতঙ্কভরা সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যা দেখলে শুধু ভালো লাগবে, তাই নয়। বরং মানুষকে আরও একটু যেন মানবিকও হতে শেখাবে।

ইন্সস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা মিলেছে একজন বয়স্ক মানুষ আর তাঁর পোষ্য কুকুরের। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অশীথিপর বৃদ্ধকে দেখা যায় সঙ্গে থাকা একটি মাত্র মাস্ক নিজে না পরে, পরিয়ে দিয়েছেন নিজের পোষ্যের মুখে। আর পাঁচটা সাধারণ মানুষের কাছে বৃদ্ধের এহেন কাজ কিছুটা ‘অস্বাভাবিক’ ঠেকতে পারে। ঠেকেছেও। খুব স্বাভাবিক কারণেই বৃদ্ধের দিকে প্রশ্ন ধেয়ে এসেছে, ‘নিজে না পরে কুকুরকে মাস্ক পরিয়েছেন কেন?’

প্রশ্নের পিঠে প্রায় সঙ্গেসঙ্গেই চলে আসে উত্তর। নিজের পোষ্য়কে আদর করতে-করতে বৃদ্ধের উত্তর, ‘একদম ছোট থেকে ওকে বড় করলাম। আমি মরে গেলে আমার আফসোস হবে না, কিন্তু আমি মরে গেলেও ওকে মরতে দেব না।’ বৃদ্ধের এই উত্তরই মন জিতে নিয়েছে নেটিজেনদের। তবে, অনেককেই আবার অবাকও করেছে। তবে, বৃদ্ধের ভালোবাসা যে অকৃত্রিম, তা নিয়ে দ্বিমত নয় কেউই।

আর মনিব যখন মাস্ক পরিয়ে দিয়েছে, প্রিয় পোষ্যও যেন বুঝে নিয়েছে মাস্কের প্রয়োজনীয়তা। তাই বৃদ্ধের কাঁধে ঘুরতে-ঘুরতেও এক মুহূর্তের জন্যও মাস্ক খুলে ফেলার চেষ্টা করছে না সে। প্রশ্নের মুখে বৃদ্ধ বলছিলেন, ‘ও আমার বন্ধু, সঙ্গী। ওকে আমি মরতে দিতে পারব না।’ বন্ধুত্বের জন্য জীবন বাজি রাখতে পারে ক’জন? ভুলুর জন্য তার মনিব কিন্তু পারে।