আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, টি-২০ বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিতে নিউজিল্যান্ড

#অ্যাডিলেড: গতবার ফাইনালে পৌছেও টি-২০ ক্রিকেটে বিশ্বজয়ের স্বপ্ন পূরণ হয়নি। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নিউজিল্যান্ডকে। তবে পারফরম্যান্স কোন খামতি আসতে দেয়নি কিউইরা। ২০২০ টি-২০ বিশ্বকাপেও প্রথম দল হিসেবে সেমিতে জায়গা পাকা করে নিল ব্ল্যাক ক্যাপসরা। সুপার ১২ রাউন্ডের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে শেষ চারের জায়গা নিশ্চিৎ করল কেন উইলিয়াম সনের দল।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করেন নিউজিল্যান্ড। দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠেন কেন উইলিয়ামসন। ৬১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। এছাড়া ৩২ রান করেন ফিন অ্যালেন, ৩১ রান করে ডায়ার্ল মিচেল ও ২৮ রান করেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেন জসুয়া লিটিল।

১৮৬ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ওপেনিংয়ে শুরুটা ভালো করেছিল দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বলবির্নি। অর্ধশতরানের পার্টনারশিপও করেন তারা। কিন্তু তাদের জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। এরপর একমাত্র জর্জ ডকরেল কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিল। পল স্টার্লিং ৩৭, অ্যান্ড্রু বলবির্নি ৩০ ও জর্জ ডকরেল ২৩ রান করেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ করে আয়ারল্যান্ড। কিউদের লকি ফার্গুসন ৩টি, টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।

 

আরও পড়ুনঃ খারাপ সময় থেকে ‘বিরাট’ কামব্যাক, আইসিসির অক্টোবর মাসের সেরা প্লেয়ারের লড়াইয়ে কোহলি

 

৩৫ রানে ম্যাচ জেতে সেমি ফাইনালে পৌছে গেল নিউজিল্যান্ড। ৫ ম্যাচে তাদের পয়েন্ট সাত। ৩টি জয় ও একটি ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। নেট রানরেট +২.১১৩। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ৭ পয়েন্টে যাওয়ার সম্ভাবনা থাকলেও রান রেটে অনেকটা এগিয়ে কিউরা। তাই সেমির টিকিট পাকা তাদের।