কম্পিউটার পরীক্ষা দিচ্ছেন মধুপর্না ঠাকুর

Madhuparna Thakur: উচ্চশিক্ষায় আরও এগোতে চান মধুপর্ণা! পরীক্ষা দিতে এলেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক…

উত্তর ২৪ পরগনা: বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে এলেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক। রাজ্যে উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্য তথা মা মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর।

মধুপর্ণা জানান, বর্তমানে তিনি দেড় বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন। সেই কোর্সের পরীক্ষা দিতেই এদিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা। নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকেই অল্প অল্প সময়ে ধরে এই কোর্সের সিলেবাস শেষ করায় পরীক্ষা দিতে কোনওরকম অসুবিধা হয়নি তাঁর। পরীক্ষাও বেশ ভাল হয়েছে বলে জানালেন তিনি।

মধুপর্ণা জানান, মা  বলেছিলেন যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা। তাই কম্পিউটারের আইটি এবং এফএ কোর্সে ভর্তি হন। সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানো। সেই জায়গা থেকে তিনি আগামী দিনেও চাকরি এবং  উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলেও জানান। তিনি এমএসসি পড়ছেন। পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসাবেও কাজ করতে হচ্ছে তাঁকে। তাই ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে থেকে তাদের নানা সমস্যার সমাধানের কাজও চালিয়ে যাবেন  জানান বিধায়ক।

ব্রিজ, রাস্তা, লাইট-সহ নানা সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছিলেন তিনি। জয়ী হওয়ার পর সর্বপ্রথম এই সমস্যাগুলোর সমাধানেই লক্ষ্য দেবেন বলেও জানান মধুপর্ণা। এখন নিয়ম করে যেতে হচ্ছে বিধানসভায়। কোনও সমস্যা হলে  জিজ্ঞাসা করে নিচ্ছেন সতীর্থদের কাছ থেকে।

ঠাকুরবাড়ির আরেক সদস্য দাদা শান্তনু ঠাকুর ও মতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে মধুপর্ণা জানান, আগামী দিনে তিনি চেষ্টা করবেন সবরকম ভাবে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার।