Nil Sasthi 2024: নীলষষ্ঠীতে দিতেই হবে ‘এই’ ফুল… ভুল করেও নিবেদন করবেন না ‘এই’ জিনিস! হতে পারে বড় বিপদ

নীলকণ্ঠ বা শিবপুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গলকামনায় প্রার্থনাও৷ সন্তানসন্ততির কল্যাণ প্রার্থনা করে পুজো বলে এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম৷ সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীলষষ্ঠী পুজো বলে৷
নীলকণ্ঠ বা শিবপুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গলকামনায় প্রার্থনাও৷ সন্তানসন্ততির কল্যাণ প্রার্থনা করে পুজো বলে এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম৷ সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীলষষ্ঠী পুজো বলে৷
জানিয়ে রাখা ভাল, এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷
জানিয়ে রাখা ভাল, এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷
আজ শুক্রবার, ১২ এপ্রিল নীলষষ্ঠী। আজই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷ মন্দিরে মন্দিরে ভিড়।
আজ শুক্রবার, ১২ এপ্রিল নীলষষ্ঠী। আজই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷ মন্দিরে মন্দিরে ভিড়।
এদিন শিবকে ৫ টি ফল নিবেদন করার রীতি আছে। যার মধ্যে অবশ্যই থাকবে ডাব, বেল, শশা সহ নানা ফল।
এদিন শিবকে ৫ টি ফল নিবেদন করার রীতি আছে। যার মধ্যে অবশ্যই থাকবে ডাব, বেল, শশা সহ নানা ফল।
বেল পাতা থাকতেই হবে। আকন্দ, ধুতরো, নীল অপরাজিতা, কাঁচা আম দিয়ে এই পুজো করা হয়।
বেল পাতা থাকতেই হবে। আকন্দ, ধুতরো, নীল অপরাজিতা, কাঁচা আম দিয়ে এই পুজো করা হয়।
আকন্দ ফুল, ধুতরা, নীল অপরাজিতা দিয়ে নীল ষষ্ঠীর দিন পুজো করতে হবে।
আকন্দ ফুল, ধুতরা, নীল অপরাজিতা দিয়ে নীল ষষ্ঠীর দিন পুজো করতে হবে।
তবে এই কয়েকটি বিষয়েও সাবধান থাকতে হবে। যেমন ছেঁড়া বেলপাতা নিবেদন করবেন না। নিষিদ্ধ কদম, কেতকী। পুজোর সময় কালো কাপড় না পরলে ভাল। ভাঙা চাল অর্পণ করবেন না।
তবে এই কয়েকটি বিষয়েও সাবধান থাকতে হবে। যেমন ছেঁড়া বেলপাতা নিবেদন করবেন না। নিষিদ্ধ কদম, কেতকী। পুজোর সময় কালো কাপড় না পরলে ভাল। ভাঙা চাল অর্পণ করবেন না।